- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কিরগিজস্তানে ছদ্ম বধূ- অপহরণ

বিষয়বস্তু: মধ্য এশিয়া-ককেশাস, কিরগিজস্তান, আইন, নাগরিক মাধ্যম, লিঙ্গ ও নারী

বধূ-অপহরণ অনুশীলন বন্ধ করার লক্ষ্যে সুশীল সমাজের প্রচেষ্টায় [1] সম্প্রতি দেশটিতে অপহরণকারীর কঠোর শাস্তি আরোপ [2]করা সত্ত্বেও শতবর্ষ ধরে চলে আসা এই ঐতিহ্য এখনো কিরগিজস্তানে ব্যাপকভাবে অনুশীলন করা হচ্ছে। ব্লগার ইলিয়া কারিমজানভ সম্প্রতি কিরগিজস্তানের রাজধানী বিশকেক-এ, এক তরুণীর ছদ্ম-অপহরণের বিষয়ে লিখেছে [3]:

যদিও সে [মেয়েটি] সাহায্যের আবেদন জানাচ্ছিল এবং [যে অপহরণকারী-ভূমিকায় অভিনয় করছিল] সে সুস্পষ্টভাবে অবৈধ ও কঠোর আচরণ করছিল, কিন্তু তারপরেও কোন একজন ব্যক্তি উক্ত [মেয়েটির] সাহায্যে এগিয়ে আসেনি অথবা পুলিশ ডাকেনি…বেশ কয়েকজন তরুণ কৌতূহলের সাথে ঘটনাটি অবলোকন করে, এর মধ্যে কয়েকজন আলাপ করছিল: কি হচ্ছে? [বধূ অপহরণ]? এর মানে একটা বিয়ের ঘটনা ঘটতে যাচ্ছে!”