সমসাময়িক আফ্রিকার সংস্কৃতির অনলাইন পত্রিকা বুয়ালা আগামী বছর এর প্রথম ছাপানো সংস্করণ অর্থায়নের জন্যে গণ তহবিল সংগ্রহ করছে। দুই বছরের অস্তিত্বে ৩০০রও বেশি প্রদায়কের ৯০০রও বেশি নিবন্ধ প্রকাশ করে বুয়ালা’র হিট সংখ্যা ছিল ৪লক্ষ ৩০ হাজারেরও বেশি। ফরাসি, ইংরেজি এবং পর্তুগিজ ভাষার সংস্করণের মাধ্যমে এটি উপনিবেশোত্তর আফ্রিকার একটি “বৃহত্তর” দৃষ্টিভঙ্গী উপস্থাপনের চেষ্টা করেছে।