- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

প্রত্যেকেই মেক্সিকোর নতুন রাষ্ট্রপতি হতে চায়

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, মেক্সিকো, নাগরিক মাধ্যম, রাজনীতি

ডিসেম্বর,২০১২ তারিখে মেক্সিকো নতুন রাষ্ট্রপতি পেয়েছিল; ঐ তারিখে রাষ্ট্রপতি হিসেবে এনরিখ পেনা শপথ গ্রহণ করেন। ৭০ বছরেরও বেশি সময়কাল ধরে দেশ শাসন করে আসা পি আর আই [1]- রাজনৈতিক দল পি এ এন [2]- রাজনৈতিক দলের ১২ বছরের ক্ষমতাসীন রাষ্ট্রপতিকে হটিয়ে ক্ষমতায় ফিরে আসে।

নতুন রাষ্ট্রপতির বিরুদ্ধে প্রতিবাদ [3] জানানোর কয়েক ঘণ্টা পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে নেট নাগরিকরা # সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [4] [স্প্যানিশ] (আমি যদি রাষ্ট্রপতি হতাম)- নামের হ্যাশট্যাগে দেশকে প্রভাবিত করে এমন একটি ইস্যুতে তাঁদের নিজেদের মতামত শেয়ার করেন।

উদাহরন স্বরূপ বলা যায় জুলস সিজার (@জুলস সিজার [5]) [স্প্যানিশ] মেক্সিকোর দারিদ্র নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেনঃ

@JulsCaesars [6] :#SiYoFueraPresidente [4] en lugar de hacer una “guerra contra el Narcotrafico”, encabezaría una Guerra contra la Pobreza.

@জুলস সিজারঃ [6]# সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [4] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) “মাদকের বিরুদ্ধে যুদ্ধ” – এর পরিবর্তে আমি “ দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধ”-এর নেতৃত্ব দিতাম

আদ্রিয়ানা ল্যাব্রেস (@আদ্রিয়ানাল্যাব্রেস [7]) [স্প্যানিশ] বলেন যে রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রাণীর প্রতি নৈতিক আচরনের বিষয়টিকে গুরুত্ব দিতেন:

@Adrillabres [8]: #siyofuerapresidente [9] Pondría leyes muy severas a aquellos que maltratan a los animales. Tortura y carcel por abusivos.

@আদ্রিয়ানাল্যাব্রেসঃ [8] # সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [9] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) যারা প্রাণীর প্রতি দুর্ব্যবহার করে তাঁদের জন্য আমি কঠোর আইন প্রয়োগ করতাম। তাঁদের শাস্তি দিতাম এবং কারাগারে পাঠাতাম।

Enrique Peña Nieto meeting with now former President Felipe Calderón in September 2012. Photo by Flickr user Gobierno Federal (CC BY-NC-SA 2.0) [10]

সেপ্টেম্বর ২০১২ তে এনরিখ পেনা প্রাক্তন রাষ্ট্রপতি ফিলিপে ক্যালডেরন এর সাথে সভা করছেন। ছবি ফ্লিকার ব্যবহারকারী গোবেরনো ফেডারাল-এর সৌজন্যে (সি সি বাই-এনসি-এসএ ২.০)

এল ফার্নাদো আর ডি জেড (@ব্ল্যাক নওহাল [11]) [স্প্যানিশ] রাষ্ট্রপতির সাথে জনগণের নৈকট্যের বিষয়ে চ্যালেঞ্জ উপস্থাপন করেনঃ

@BlackNahual [12]: #SiYoFueraPresidente [4] legitimo, festejaría con el pueblo.

@ব্ল্যাক নওহাল [12] : # সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [4] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) বৈধ একজনের সাথে সাধারণ জনতার একজন হয়ে আমি যদি অনুষ্ঠান উদযাপন করতে পারতাম

ক্যাসাব্লাঙ্কা(@আল্মস [13]) [স্প্যানিশ] দুটো গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরেনঃ

@aalms [14]: #siyofuerapresidente [9] EDUCACION y LIBERTAD DE EXPRESION para TODOS

@আল্মসঃ [14] # সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [9] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) সবার জন্য শিক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতাম

মাফের মারিন (@মাফেরমারফিন [15]) [স্প্যানিশ] বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য কিছু চাকুরির সুবিধার কথা বলেছেন:

@MaferMarin [15]: #SiYoFueraPresidente [4] los egresados de universidad tendrían más oportunidades de trabajo en sus áreas y no se exigiría “experiencia”.

@মাফেরমারফিনঃ [15] # সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [4] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) কলেজ থেকে পাশ করা স্নাতকেরা তাঁদের স্ব-স্ব ক্ষেত্রে চাকুরির সুযোগ পেত এবং “অভিজ্ঞতার” কোন দরকার হত না।

মারিবেল রড্রিগুয়েজ (@ক্যান্ডিরো৮৮১৯ [16]) [স্প্যানিশ] দুর্নীতিগ্রস্ত সরকারের সমালোচনা করে বলেন যে তাঁরা তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করে নাঃ

@candyro8819 [16]: #SiYoFueraPresidente [4] no haría promesas al aire … ni mentiria por convivir … solo verdad y hechos…

@ক্যান্ডিরো৮৮১৯ [16]# সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [4] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতাম না… অথবা সহাবস্থানের জন্য কেবল মিথ্যা বলতাম না…. কেবল সত্য এবং বাস্তব তুলে ধরতাম…

এলেক্স কুজাডো (@প্রমিস্টুইটস [17]) [স্প্যানিশ] জাতীয় পানীয় ট্যাকুইলা এবং যেখানে ডেপুটিদের কার্যালয় সান লাজারো নিয়ে মস্করা করেন। সান লাজারোতে এনরিখ পেনা নিয়েত্রো শপথ গ্রহন করেনঃ

@pormistuits [17]: #SiYoFueraPresidente [4] tequilas gratis en San Lázaro

@প্রমিস্টুইটসঃ [17] সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [4] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) সান লাজারোতে বিনা পয়সায় ট্যাকুইলা দিতাম

পরিশেষে, আর ভালদেজ (@রিকি-ব্ল্যাক [18]) [স্প্যানিশ] নামের একজন শিক্ষক বলেন শাসন করার সর্বোত্তম পন্থা হল কথা নয় কজের শাসন হতে হবেঃ

@ricky_black [19]: #SiYoFueraPresidente [4] no me quejaria tanto de lo que hacen los demas, habria que dar un buen ejemplo de como hacer las cosas

@রিকি-ব্ল্যাকঃ [18] #সি ইয়ো ফুয়েরা প্রেসিদেন্তে [4] (আমি যদি রাষ্ট্রপতি হতাম) অন্যেরা কি করছে সে বিষয়ে আমি অভিযোগ করতাম না, কিভাবে কাজ করতে হয় সে বিষয়ে আমি ভাল উদাহরন সৃস্টি করতাম

মেক্সিকানরা তাঁদের প্রতিবেদন ও মতামত দিনব্যাপী #ক্যাম্বিওদেগোবিএর্নো২০১২ [20](সরকার পরিবর্তন২০১২), #মেক্সিকোনো তিয়েনেপ্রেসিদেন্তে [21] (মেক্সিকোতে কোন রাষ্ট্রপতি নাই), #ট্রান্সিসিওন২০১২ [22] (ট্রানজিশন ২০১২), এবং #ই পি এন [23] (এনরিখ পেনা নিয়েত্রোর আদ্যাক্ষর) – এই হ্যাশট্যাগ গুলোতে জানায়।