- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইকুয়াডোরের ব্লগার পল মোরেনো মুক্ত

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, ইকুয়েডর, ডিজিটাল অ্যাক্টিভিজম, নাগরিক মাধ্যম

৩রা ডিসেম্বর বিকেলে কম্পিউটার ব্যবস্থা এবং ডাটাবেজে প্রতারণাপূর্ণভাবে ঢোকার অভিযোগে আটক থাকা ইকুয়েডরের ব্লগার [1] পল মোরেনো মুক্তি পেয়েছেন। মোরেনো প্রমাণ করেছেন যে নাগরিকদের সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে সরকা্রী ওয়েবসাইট দাতোসেগুরো (নিরাপদতথ্য).গভ.ইসি [2]’র [স্প্যানিশ ভাষায়] পর্যাপ্ত নিরাপত্তা মেকানিজমের অভাব রয়েছে।

মোরেনো তার ব্লগে [3] বলেছেন [স্প্যানিশ ভাষায়] যে তিনি ব্যবস্থাটিতে ইকুয়েডরের রাষ্ট্রপতি রাফায়েল কোড়িয়া সম্পর্কে সহজে ব্যবহারযোগ্য তথ্য ব্যবহার করে এর ত্রুটি খুঁজে পেয়েছেন। এছাড়াও  হ্যাকারউনা(একজন হ্যাকার) [4] [স্প্যানিশ ভাষায়] -এর একটি পোস্ট ইঙ্গিত করেছে যে ৭ই মার্চ তারিখেই (যেদিন আনুষ্ঠানিকভাবে দাতোসেগুরো.গভ.ইসি চালু করা হয়) প্ল্যাটফর্মটির মধ্যে দুর্বলতা সনাক্ত করা হয়েছিল।

৩০শে নভেম্বর জাতীয় সরকারী রেকর্ডস ব্যুরো (দিনারড্যাপ [5] [স্প্যানিশ ভাষায়]) মোরেনোর বিরুদ্ধে আইন অনুসারে জেলা অ্যাটর্নির দপ্তরে একটি মামলা দায়ের করার কারণ বর্ণনা করে একটি প্রেস বিজ্ঞপ্তি [6] [স্প্যানিশ ভাষায়] পাঠায়।

ব্লগার এবং ইকুয়েডর জনগণের নিরাপত্তার প্রতি সমর্থন প্রদর্শনের জন্যে ৩০শে নভেম্বর তারিখে ইকুয়েডর সাইবার আর্মি (@ইকুসাইবারআর্মি [7]) সরকারী ও বেসরকারী উভয় ধরনের বিভিন্ন ওয়েবসাইট [8]  [স্প্যানিশ ভাষায়] হ্যাক করে।

কয়েকটি প্রচারমাধ্যম যেমন দিয়ারিও হয় (আজকের পত্রিকা) [9] [স্প্যানিশ ভাষায়], এক্সপ্রেসো (দ্রুতগামী) [10] [স্প্যানিশ ভাষায়] এবং এলইউনিভার্সো (মহাবিশ্ব) [11] [স্প্যানিশ ভাষায়] গ্রেফতারটির খবর প্রকাশ করে। রাফায়েল মিন্দেথ মেনেসেজ (@কেভিনহার্ল্ট [12]) [স্প্যানিশ ভাষায়] তার ব্লগে [13] [স্প্যানিশ ভাষায়] ব্লগারের গ্রেপ্তারের প্রতি মিডিয়ার মনোভাব ব্যাখ্যা করেছেন।

১লা ডিসেম্বর তারিখে “জনাব রাফায়েল কোড়িয়ার নামের অপব্যবহার করায় কোন ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়ে থাকলে” তার জন্যে ক্ষমা প্রার্থনা করে পল মোরেনো একটি চিঠি [14] [স্প্যানিশ ভাষায়] পাঠান। তার পক্ষে, রাষ্ট্রপতি কোড়িয়া তার শনিবারের ভাষণে বলেছেন যে তার লুকানোর কোন কিছু নাই এবং ব্লগারের মুক্তির আহবান জানিয়েছেন:

তার মুক্তির পর পল মোরেনো (@পলকয়োটি [15]) [স্প্যানিশ ভাষায়] তার টুইটার অনুসরণকারীদের কাছে ঘোষণা করেন:

@paulcoyote [16]: Estoy libre. Muchas gracias a todos. #LiberenaPaulCoyote [17] (Free Paul Coyote) pic.twitter.com/2lvMKeGd [18]

@পলকয়োটি [16]: আমি মুক্ত। সবাইকে ধন্যবাদ।  #পলকয়োটিকেমুক্তকর [17] pic.twitter.com/2lvMKeGd [18]

Foto compartida por @paulcoyote en Twitter tras ser liberado [16]

মুক্তি পাওয়ার পর @পলকয়োটি ছবিটি টুইটারে ভাগাভাগি করেছেন

মোরেনোর ছেলে পুল্পো পটারও (@পাল্পিনেটর [19]) [স্প্যানিশ ভাষায়] তার বাবাকে সমর্থনের জন্যে তার টুইটার অনুসরণকারীদের ধন্যবাদ জানিয়েছেন:

@pulpineitor [20]: Gracias a todos de logro de #LiberenaPaulCoyote [17] este momento ya salio se encuentra bien agradecemos su apoyo gracias de corazón.

@পাল্পিনেটর [20]: #পলকয়োটিকেমুক্তকর [17] সমর্থন করার জন্যে সবাইকে ধন্যবাদ এবং এখন তিনি ভাল আছেন। আপনার সমর্থনের জন্যে আমাদের আন্তরিক ধন্যবাদ।

কার্লোস কোড়িয়া (@কালু [21]) [স্প্যানিশ ভাষায়] পল মোরেনোর গ্রেপ্তারের সময় থেকে তার মুক্তি পর্যন্ত মামলাটির অগ্রগতি সম্পর্কে তিনি বেশ কয়েকবার আপডেট করা একটি অনলাইন নোটে [22]র [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে রিপোর্ট করেছেন।