সিরিয়াঃ “এই হচ্ছে দামেস্ক!”

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

সিরিয়ার অভ্যন্তর থেকে পাওয়া সংবাদ অনুসারে দুই দিন বন্ধ থাকার পর শনিবার থেকে দামেস্ক এবং তার চারপাশে ও সিরিয়ার অন্যতম প্রধান সব শহরগুলোয় আবার ইন্টারনেট সেবা চালু হয়েছ

যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়ায় সেখানে সরকার বনাম বিদ্রোহীদের মধ্যে চলমান লড়াই-এর সংবাদ পাওয়া ক্রমশ দুরূহ হয়ে পড়ছে, যা ক্রমেই তীব্র হয়ে উঠছে, বিশেষ করে দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটবর্তী এলাকাসমূহে।

যখন যুদ্ধ থামার আর কোন লক্ষণ নেই এবং যোগাযোগ-এর বিষয়টি ক্রমেই কঠিন অথবা অনির্ভরযোগ্য বিষয়ে পরিণত হয়েছে, সে সময় ইন্টারনেটে, “ নিশ্চুপ করে রাখা সিরীয় নাগরিকের সাথে এক স্বতঃস্ফূর্ত ঐক্যমত” নামক আন্দোলন শুরু হয়েছে।

সিরীয় নাগরিকদের প্রতি সমর্থন প্রকাশের জন্য নেট নাগরিকরা আরবী “#هنا_دمشق”, এই হ্যাশট্যাগের অধীনে টুইট করা শুরু করেছে, যার অর্থ হচ্ছে #দিস_ইজ_দামেস্ক বা এই হচ্ছে দামেস্কে। অবরোধ এবং অন্ধকার করে রাখার এই ঘটনায় সারা বিশ্বের বিভিন্ন নগরের নাগরিকরা দামেস্কের নাগরিকদের অস্থায়ীভাবে নিজ নিজ শহরে আশ্রয় গ্রহণের আহ্বান জানাচ্ছে।

এই প্রচারণা, “দামেস্ক থেকে বলছি… এই হচ্ছে কায়রো! নামক সেই আহ্বানের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, যে প্রচারণা ২৯৫৬ সালে আরব-ইজরায়েল যুদ্ধের চূড়ান্ত মূহূর্তে সিরিয়ার রেডিও থেকে প্রচার করা হত। সে সময় মিশরের রাষ্ট্রপতি নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে, ফরাসী এবং ব্রিটিশ বাহিনী মিশরের উপর হামলা চালায়। তারা রেডিও কায়রো ট্রান্সমিটারের উপর সফলভাবে হামলা চালিয়ে মিশর রেডিওর সম্প্রচার বন্ধ করে দেয়।

বিসিরিয়া টুইট করেছে:

#দিস_ইজ_দামেস্ক হচ্ছে সবচেয়ে চিন্তাযুক্ত, মর্মস্পর্শী এবং ইতিহাস সমৃদ্ধ এক হ্যাশট্যাগ, যা এভাবে সিরীয় বিপ্লবের জন্য কাজে লাগছে।

#This_Is_Damascus.. The Syrian revolution flag flies high in Jerusalem

#দিস_ইজ দামেস্ক…জেরুজালেমে অনেক উচ্চে সিরীয় বিপ্লবের পতাকা উড়ছে। টুইটারে ছবিটি প্রদর্শন করছে @প্রমিথিউস_৯২।

সিরিয়ার অভ্যন্তরে বাস করা কয়েকজন নাগরিকও এই প্রচারণায় যোগ দেয়। ২০১১ সালে গুগল এবং টুইটার, টুইটের জন্য কথা নামক বিষয়টি পুনরায় চালু করে। এটি হচ্ছে এমন এক সেবা যেখানে ব্যবহারকারী একটি সুনির্দিষ্ট আন্তর্জাতিক নাম্বারে ফোন করে একটি অডিও টুইট পোস্ট করতে পারে এবং ভয়েস মেসেজ সেখানে রাখতে সক্ষম, যেমনটা এই পরিচয় না দেওয়া ব্যক্তি শুধু বলেছে :

এই হচ্ছে দামেস্ক!

কিছু প্রতিক্রিয়া:

ফারোস লিখেছে:

বলা যায় প্রায় সময়ের শুরু থেকে দামেস্ক দাঁড়িয়ে আছে, একে অন্ধকার করে ফেলা, আসাদ সরকারের যে কোন পরিমাণ বোমা বর্ষণ, আমাদের পতন ঘটাতে পারবে না। #দিস_ইজ_দামেস্ক#সিরিয়া

রিমে আলাফ লিখেছে:

আপনি দামেস্কের এক নাগরিককে সেখান থেকে বের করে আনতে পারেন, কিন্তু দামেস্ককে আপনি আমাদের হৃদয় থেকে দূর করতে পারবেন না।#দিস_ইজ_দামেস্ক।

রাজান ঘাজ্জাউয়ি লিখেছে:

আমদের হৃদয় সেই সমস্ত কমরেড, আমাদের সেই সমস্ত প্রবাদ প্রতিম কমরেডদের জন্য কেবল ব্যথাতুর নয়, তাদের পোস্টে, তাদের চিন্তা, তাদের ক্ষমতা, এবং তাদের শক্তি যা সবার মাঝে ছড়িয়ে পড়ে, ব্যথাতুর। ওহ, তুমি এক বিপ্লবকে হারাচ্ছো, যদি তুমি মনে করি তারা ইন্টারনেটে নাই।

সিরিয়া ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন নয়,
বাকি বিশ্ব সিরিয়া থেকে বিচ্ছিন্ন।

আমি তোমার অভাব অনুভব করছি, কমরেড, বিষয়টি আঘাতজনক।

সারাব টুইট করেছে:

আপনি বিপ্লবকে ব্যহত করতে পারেন না। #هنا_دمشق

তাহের ইশাহাইদ এর সাথে যোগ করেছে [আরবী ভাষায়]:

عندي شعور قوي جداً ان نهاية بشار اقتربت ، ولاكن اتمنى بعد رحيله ان تحافظ سوريا على وحدتها #هنا_دمشق

আমার ভেতরে একটা তীব্র অনুভূতি তৈরি হচ্ছে যে আসাদের দিন ঘনিয়ে এসেছে, কিন্তু আমি আশা করি, আসাদের বিদায়ের পরও সিরিয়া তার এই ঐক্য বজায় রাখবে।#দিস_ইজ_দামেস্ক

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/২০১২ নিয়ে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .