- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কুরুগুয়াতির মারাত্মক সংঘাতের অনুরণন চলছে প্যারাগুয়ে জুড়ে

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, প্যারাগুয়ে, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ, সরকার

১৫ই জুন, ২০১২ তারিখে প্যারাগুয়ের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুঃখজনক ঘটনাটি ঘটেছে। রাজধানীর উত্তরপূর্বে অবস্থিত কুরুগুয়াতি শহরের সংরক্ষিত একটি ২,০০০ হেক্টর (প্রায় ৫,০০০ একর) বনাঞ্চল খামার শ্রমিকদের কথিত একটি অবৈধ শিবির স্থাপনা থেকে উদ্ধার করতে গেলে একটি পুলিশী আক্রমণে ৬জন পুলিশ এবং ১১জন খামার শ্রমিকের মৃত্যু ঘটে।

কোন অস্ত্র বা দেহবর্ম ছাড়া কিছু কর্মকর্তাকে পাঠানো হয়েছে বলে রিপোর্ট করা ব্যর্থ মিশনটি জনগণ এবং কর্তৃপক্ষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। নেতৃত্বদানকারী কর্মকর্তাকে শেষ পর্যন্ত বরখাস্ত করা হয় এবং ঘটনাটি সংসদে তখনকার রাষ্ট্রপতি ফার্ণান্দো লুগোর অভিশংসন সিদ্ধান্তের অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছিল যাতে তিনি কংগ্রেসে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় উৎখাত হয়েছেন [1]

বিয়োগান্তক ঘটনাটির একমাত্র চাক্ষুষ ভিডিও [2]টি [স্প্যানিশ ভাষায়] গোটা স্থানীয় মিডিয়া বর্তনী জুড়ে প্রচারিত হয়েছে যাতে যে কেউ পুলিশ কর্মকর্তাদেরকে সম্ভাব্য আইন অমান্যকারীদের অতর্কিত আক্রমণ দেখতে পারেন।

তদন্তে হত্যাকান্ডে জড়িত সন্দেহে ২৪জনকে আটক করা হয়েছে; তবে সেই বিয়োগান্তক দিনটিতে কী ঘটেছিল সে বিষয়ে অব্যহত স্বচ্ছতার অভাব জনমতে ক্রমবর্ধমানভাবে বিতর্ক সৃষ্টি করে চলছে।

Curuguaty [3]

কুরুগুয়াতি, প্যারাগুয়ে, আগস্ট ২০১২. ছবির কৃতজ্ঞতা: ফ্লিকার ব্যবহারকারী, ১৫ই জুন, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স চুক্তির আওতায়  (সিসি বাই-এনসি ২.০)

গ্রেপ্তারকৃতদের মধ্যে চার জনকে নিরপরাধ দাবি করে ৬০ দিনের বেশি একটি অনশন ধর্মঘটে অংশগ্রহণ করার এবং মুক্তির জন্যে আর্জি জানানোর পর থেকে গৃহবন্দীত্ব [4] মঞ্জুর [স্প্যানিশ ভাষায়] করা হয়েছে।

ব্লগিং সম্প্রদায়ের মধ্যে একপেশে মতামতসহ প্রকৃত ঘটনা সম্পর্কে জনমত (এখনো) বিভক্ত রয়েছে। তবে বেশিরভাগই স্পষ্ট এবং প্রাসঙ্গিক তথ্য না থাকার জন্যে সরকারের সমালোচনা এবং অপর্যাপ্ত তদন্তের জন্যে প্রসিকিউটরকে অভিযুক্ত করার ক্ষেত্রে ঐক্যমত্য পোষণ করেছেন। ইয়োটা ইফেব তার ব্লগে লিখেছেন ভিভা (দীর্ঘজীবী হোক) প্যারাগুয়ে [5] [স্প্যানিশ ভাষায়]:

Pasaron 5 meses y nada. La sangre de los muertos en la matanza de Curuguaty no interesa a nadie dentro del Estado. Cuanto más rápido deje de hablarse del tema, mejor. Hace rato que intentan echar tierra encima y evitarse mayores cuestionamientos.

পাঁচ মাস পেরিয়ে গিয়েছে কিন্তু এখনও কিছুই নেই। কুরুগুয়াতি গণহত্যায় যারা মারা গেছে তাদের রক্ত আমাদের সরকারের কারো মধ্যে আগ্রহ সৃষ্টি করে না। যত দ্রুত সম্ভব তারা বিষয়টি পরিবর্তন করতে পারলে বাঁচে, তারা যথাসাধ্য চেষ্টা করছে এটা ধামাচাপা দেওয়ার এবং আর বেশি জিজ্ঞাসাবাদ প্রতিরোধের।

কিন্তু সেদিন কি ঘটেছে সে বিষয়ে ভিন্নমুখী মতামতের মধ্যে এই বিশ্বাসটি রয়েছে যে সমগ্র আক্রমণটি ছিল পূর্বকল্পিত ভাবে পাহারায় থাকা একদল প্রশিক্ষিত লক্ষ্যভেদী বন্দুকধারীদের কাজ, তদন্ত করা সেই সব খামার শ্রমিকদের নয়।

অনশনকারী বন্দীদের নিয়ে উদ্বিগ্ন পাই অলিভা [6] [স্প্যানিশ ভাষায়] তার ব্লগে লিখেছেন:

Dos cosas: Primera no podemos dejarlos solos y que todo este asunto de Curuguaty termine con la condena de dos personas como ”chivos expiatorios” y luego pase al olvido…
Segunda, con este tipo de justicia, que condena antes del juicio, todos nos sentimos amenazados. Es la demostración más clara de que la justicia se compra o se presiona políticamente para que sea una justicia a la carta.

দুটি বিষয়: প্রথমতঃ আমরা যেন বন্দীদের নিজেদেরকে আত্মপক্ষ সমর্থনের জন্যে ছেড়ে এবং এই সমগ্র বিয়োগান্তক ঘটনাটি দু’টি বলির পাঁঠাকে অভিযুক্ত করে শেষ করার এবং তারপর সবকিছু ভুলে যাওয়ার সুযোগ না দিই…
দ্বিতীয়তঃ এই ধরনের ন্যায়বিচারে – যে ন্যায়বিচার প্রথমে অভিযুক্ত করে এবং পরে বিচার করে – আমরা শংকিত। এটি সুস্পষ্ট ইঙ্গিত যে কিনতে পারা অথবা রাজনৈতিকভাবে পরিবর্তন করতে পারা আমাদের “ন্যায়বিচার” এর মাধ্যমে পছন্দসই ন্যায়বিচার তৈরি করছি।

এবিসি [7]-তে [স্প্যানিশ ভাষায়] প্রকাশিত একটি নিবন্ধে সংবাদ-ভাষ্যকার নারাঞ্জা মেকানিকার মতো অনেকে এই সংস্করণটির বৈধতাকে প্রশ্নবিদ্ধ করেছেন:

Según algunos comentaristas había francotiradores con armas de guerra en el campamento, incluso algunos dicen que estaban escondidos en ramas de árboles; otros sostienen que estaban escondidos entre los matorrales. ¿Como es posible que los campesinos permitieron que los francotiradores entren en el campamento? ¿Porqué no denunciaron la presencia de francotiradores? ¿Entraron de día o de noche? ¿No los vieron entrar? La única respuesta que veo es que los francotiradores eran miembros de los campesinos invasores, y desean culpar al actual gobierno de esta masacre; con esto protegen a los verdaderos culpables

কারো কারো মতে এসব সশস্ত্র লক্ষ্যভেদী বন্দুকধারীরা শিবিরেই এবং গাছের আড়ালে লুকিয়ে ছিল বলে দাবি করা হয়েছে; অন্যান্যদের মতে ঝোঁপ-ঝাড়ের আড়ালে লুকিয়ে ছিল। খামার শ্রমিকরা কী সত্যি সত্যিই বন্দুকধারীদের শিবিরে ঢুকতে দিয়েছিল? তারা কেন বন্দুকধারীদের  সম্পর্কে অভিযোগ করেনি?  বন্দুকধারীরা কী স্পষ্ট দিবালোক নাকি রাতে লুকিয়ে প্রবেশ করেছিল? খামার শ্রমিকরা কী জানতো না তারা সেখানে রয়েছে? আমি শুধু একটি সম্ভাব্য উত্তরে পৌঁছাতে পারি যে বন্দুকধারীরা আসলে অবৈধ সম্প্রদায়টির সদস্য ছিল যারা হত্যাকাণ্ডের জন্যে সরকারকে দায়ী করতে চেয়েছিল। এতদূর গড়ালে প্রকৃত দুস্কৃতিকারীরা সুরক্ষিত থাকবে।

ভয়ানক ঘটনাটির প্রকৃত ঘটনাবলী নিয়ে জনমত বিভক্ত থাকলেও সেটা প্যারাগুয়ের ভবিষ্যতের পথ পরিবর্তন করে দিয়েছে, পাঁচ মাস আগে শুরু হওয়া তদন্ত কুরুগুয়াতি গণহত্যার জন্যে কে দায়ী সে বিষয়ে সুস্পষ্ট প্রমাণ ছাড়াই অব্যহত রয়েছে।