মেক্সিকাতে প্রতিদিন ১৪ জন নারীহত্যা

নারী অধিকার গোষ্ঠী ফুন্দাসিওন ওরিজেন (মূল ফাউন্ডেশন) প্রকাশিত একটি প্রতিবেদন [স্প্যানিশ ভাষায়] অনুসারে সহিংসতার শিকার প্রতিদিন চৌদ্দজন নারী [মারা যাচ্ছে।]

এরউইন সি. দি ল্যাটিন এমেরিকানিস্ট (লাতিন আমেরিকানবাদী) ব্লগে মেক্সিকোতে নারীদের বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত একটি পোস্টে এই প্রতিবেদনটি তুলে ধরেছেন। এছাড়া এরউইন এই ব্যাপারে নতুন শপথ নেয়া রাষ্ট্রপতি এনরিকে পেনা নিয়েতো’র রেকর্ডের প্রতিও লক্ষ্য রেখেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .