৪ অক্টোবর কারাকাসে প্রেসিডেন্ট হুগো শাভেজ একটি সমাপনী প্রচারণা চালিয়েছেন। বৃষ্টি সত্ত্বেও, তার সমর্থকরা, ৭ অক্টোবর নির্বাচনের পূর্বে পতাকা উড়িয়ে ও উল্লাস করে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় কারাকাসের প্রধান এলাকাসমূহে জড়ো হয়েছিল।
এল ইউনিভার্সালের ইংরেজি সংস্করণ প্রতিবেদন করেছে:
[প্রেসিডেন্ট শাভেজ] ৩২ মিনিটের একটি ভাষণ দেন যেখানে তিনি “ভেনেজুয়েলায় জীবন সংকটপূর্ণ” বলে নিজেকে ভবিষ্যতের প্রার্থী হিসেবে বলে একটি বার্তা দেন।
শাভেজের সমাপনী র্যালিতে যারা যোগ দিয়েছেন তাদের অনেকেই ইউটিউবে ভিডিওচিত্র প্রকাশ করেছেন, তার মধ্যে একজন এডওয়ার্ডো ফ্লাওয়ার আগুইলার:
ব্যবহারকারী কারিনিসাব কর্তৃক প্রকাশিত, নিচের ভিডিওতে, আমরা সমর্থকদের কণ্ঠ শুনতে পাই “শাভেজ নো সে ভা” (“শাভেজ কোথাও যাচ্ছেন না”) যেহেতু তারা র্যালিতে যোগ দেয়ার উদ্দেশ্যে ট্রেনের জন্য অপেক্ষা করছিলঃ
http://www.youtube.com/watch?v=nJkjw9gHvZw
কালেকটিভরক শাভেজের সমর্থকদের মাঝে উৎসবমুখর চিত্র তুলে ধরেনঃ
http://www.youtube.com/watch?v=nzRaEdu4QfY
ব্যবহারকারী দাগুয়েরোটিপো২০০৯ এসো আলভারেজ কর্তৃক প্রকাশিত ভিডিওয়ের মত একটি ভিডিও প্রকাশ করেন।
ভেনেজুয়েলান অ্যানালাইসিস এর আরও ভিডিও দেখুন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন সম্পর্কিত অনুচ্ছেদঃ