- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

চীনের নতুন নেতৃত্ব কী সংবাদমাধ্যমের আরো স্বাধীনতা আনবে?

বিষয়বস্তু: পূর্ব এশিয়া, চীন, নাগরিক মাধ্যম, প্রচার মাধ্যম ও সাংবাদিকতা, বাক স্বাধীনতা

চীনা কেন্দ্রীয় টেলিভিশনকে (সিসিটিভি) সবসময় সরকা্রী প্রচারণা হিসেবে বিবেচনা করা হয়। তবে ইন্টারনেটে বক্তব্যের জন্যে রেন জিয়াইউ নামের একজন যুবকেকে শ্রমশিবিরে পাঠানোর সংবাদ [1]টিসহ গত সপ্তাহে সংবাদ কাভারেজে অগ্রগতি দেখা গিয়েছে।

চীনা নেটাগরকরা ভাবছে: নতুন নেতৃত্ব কী সংবাদমাধ্যমের আরো স্বাধীনতা নিয়ে আসবে? আরো আলোচনা পড়ুন টিলিফনেশন (চা-পাতার জাতি) [2]-তে।