অনলাইনে ফিরে এলো সিরিয়া

সিরিয়া আবার অনলাইনে যুক্ত হয়েছে; বিদেশে বাস করা সিরীয় নেটনাগরিক, যারা যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট বন্ধ করে রাখা ওই তিনদিন উন্মাদের মতে তাদের প্রিয়জনের সাথে যোগাযোগ-এর চেষ্টা করেছে, অন্তত তাদের কয়েকজনের মতে।

টুইটারে, রিমে আলাফ সংবাদটি প্রকাশ করেন:

@রালাফ:দামেস্কের বেশ কিছু সিরীয় বন্ধু আবার অনলাইনে যুক্ত হয়েছে । অনলাইনে স্বাগতম! #সিরিয়া

ব্লগার রাজান ঘাজ্জাউই উল্লসিত উক্তি:

@রেডরাজান: এফবিতে [ফেসবুকে] যা ঘটছে তা অসাধারণ; আমাদের বন্ধুরা এখন সেখানে পোস্ট করছে। আমরা আনন্দের সাথে আমাদের ফেসবুকের হোমপেজ দেখছি। #ইন্টারনেটব্যাকিইনসিরিয়া#সিরিয়া।

সে তার খুশী লুকিয়ে রাখেনি:

@রেডরাজান: দামেস্কে বাস করে এমন বেশ কয়েকজন বন্ধুর সাথে আমি কথা বলেছি। মনে হচ্ছিল আমি যেন এক শিশু, কিন্তু আমি দারুণ খুশী। #ইন্টারনেটব্যাকইনসিরিয়া।

এবং সে-এর সাথে যোগ করেছে:

@রেডরাজান: “কল্পনা করুন আমরা কতটা খুশী হব, যখন আসাদের পতন ঘটবে”। এটি হচ্ছে সেই বাক্য যা অনেক সিরীয় নাগরিক ফেসবুকে পোস্ট করেছে, #ইন্টারনেটব্যাকইনসিরিয়া#সিরিয়া

এদিকে ব্রায়ান হুইটেকার টুইট করেছে:

@ব্রায়ান_হুইট : আজ শনিবার এবং আসমা অনলাইনে কিছু কেনাকাটা করতে চায়#সিরিয়া

আসমা আল আসাদ সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের স্ত্রী যার বিরুদ্ধে অভিযোগ, সে ইন্টারনেটে কেনাকাটায় অত্যন্ত আগ্রহী

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .