আরব বিশ্বঃ ওবামার পুণঃনির্বাচনের ফলে কি পরিবর্তন আসবে?

বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু আরব বিশ্ব জুড়ে নেট নাগরিকদের মধ্যে তিনি কতটুকু প্রভাব বিস্তার করতে পারবেন? তাঁর পুণঃনির্বাচন সম্পর্কে টুইটারে কথোপকথনের একটি অংশ এখানে দেওয়া হল। প্রতিক্রিয়াগুলো ছিলো বিভক্ত, যেখানে অনেকেই এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে সন্তুষ্ট নয়। ওবামার জয়ে আবার অনেকেই খুশী।

সৌদি আরবের এসাম আল জামিল টুপি থেকে টেনে তুলেছেন ষড়যন্ত্র তত্ত্ব। তিনি লিখেছেন [আরবি]:

إسرائيل كانت تفضل فوز رومني. رغم ذلك خسر. غريبة!! ما كانوا يقولون إن إسرائيل والصهاينة يتحكمون العالم ويحركوننا كأننا بيادق على رقعة شطرنج؟!

@এসামজেডঃ ইসরাইল [মিট] রমনির জয় চেয়েছিলো। তা সত্ত্বেও, সে হেরে গেছে। আশ্চর্য!!! তারা কি বলেনি যে, ইসরাইল ও প্যালেস্টাইনের ইহুদিরাই বিশ্বটাকে নিয়ন্ত্রন করেছে? এবং তারা কি এমনভাবে আমাদের চালায়নি যেন আমরা দাবার গুটি?

ওবামা যদি একজন আরব প্রেসিডেন্ট হতেন তবে জয়ের পর তাঁর প্রতিক্রিয়াকে [তাঁর স্ত্রী এবং মেয়েদের প্রশংসা করা] কিভাবে গ্রহণ করা হতো তা নিয়ে বিস্ময় প্রকাশ করে মিশরের জিগি ইব্রাহিম বলেছেনঃ

@জিস্কয়ার৮৬: ওবামা জনসমক্ষে মিশেলকে বলছেন তিনি তাকে কতোটা ভালোবাসেন এবং তাঁর মেয়েদের সাথে কথা বলছেন। হাহা, কল্পনা করুন মুরসি অথবা অন্য কোন মিশরীয় প্রেসিডেন্ট এটা করছে।

এবং কুয়েতের আল সাকার একই ধরনের একটি ভাবনা শেয়ার করেছেনঃ

اوباما يحتضن زوجته بعد الفوز بالرئاسة وربعنا يفوز بانتخابات جمعية يتزوج على مرته !! هههههههههههه

@আলসাকার ৮৭: ওবামা প্রেসিডেন্সিয়াল নির্বাচনে জয়ের পর তাঁর স্ত্রীকে আলিঙ্গন করেন, যেখানে আমাদের বন্ধুরা যদি কোন সোসাইটি নির্বাচনে জয়ী হন তবে তারা দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন!! হাহা

কুয়েতি রাজনীতিবিদ ডঃ আসিল আল আযাধি ওবামার জয় পরবর্তি বক্তব্যের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেছেনঃ

خطاب اوباما بعد اعلان فوزه يجب ان يدرس كمادة اساسية لكل القيادات العربية. نستورد منهم كل شئ ليش ما نستورد نوعية خطابهم السياسي؟

@আসিলআলআযাধিঃ জয় ঘোষিত হওয়ার পর ওবামার দেওয়া বক্তব্য সকল আরব নেতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হওয়া উচিৎ। আমরা তাদের কাছ থেকে সবকিছু আমদানি করি তবে কেন আমরা তাদের রাজনৈতিক শিষ্টাচারও গ্রহণ করিনা?

এবং ব্যঙ্গভরে সিরিয়ার বিনতে আল রিফাই ওবামা প্রশাসনের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেছেনঃ

@বিনতেআলরিফাইঃ ওবামা প্রশাসন…ঠোট পরিচর্যার শিল্পে পারদর্শি।

প্রেসিডেন্ট পরিবর্তন হলেও মার্কিন পররাষ্ট্র নীতির কোন পরিবর্তন হয়না, এই বলে কারণ দর্শানোর চেষ্টা করেছেন মিশরীয় রাফাত রহিমঃ

الناس العبيطة اللي مفكره أن سياسة أمريكا الخارجيه هتتغير لو رومني فاز، والنبي آتوكسو. لو كيم كارداشين بقت الرئيس السياسه مش هتتغير يا مواشي

@রাফাতোলোজিঃ বোকারা মনে করে [মিট] রমনি জিতলে মার্কিন পররাষ্ট্র নীতির পরিবর্তন ঘটতে পারতো। এমনকি যদি কিম কারদাশিয়ানও প্রেসিডেন্ট হতো তাহলেও তাদের নীতির কোন পরিবর্তন হতো না।

মিশরীয় সাংবাদিক আয়মান মোহিয়ালদিন মন্তব্য করেছেনঃ

@আয়মানএমঃ ২ বছরের গণসংযোগ, বিলিয়ন ডলার খরচ, ওবামার জয়, সিনেটে ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ, রিপাবলিকানদের হাউস পরিচালনা, কিন্তু এতে কি কোন কিছুর পরিবর্তন হবে?

ওবামার ইসলামিক সংযুক্তি সম্পর্কে যখন জর্ডানিয়ান নাসিম তারাওয়ানাহ কৌতুক করে বলেনঃ

@তারাওয়ানাহঃ যদি প্রেসিডেন্ট ওবামা তাঁর বিজয় ভাষণে মহান আল্লাহকে ধন্যবাদ দেন তবে তিনি সবাই বিমোহিত হবে। সবাই।

অতঃপর, জর্ডানিয়ান ফাদি জাঘমোত ওবামাকে তাঁর সমর্থন জানিয়ে বলেছেনঃ

@আরবঅবজারভারঃ একজন বিশ্ব নাগরিক হিসেবে আমি #ইউএসনির্বাচন #আইভোটেড এ ওবামাকে ভোট দিতাম।

তিনি আরও বলেছেনঃ

@আরবঅবজারভারঃ আমার আমেরিকান বন্ধুদের ধন্যবাদ, যারা মনের বা দেহের সুস্থতার জন্য গতকাল ভোট দিয়েছেন। এটা আমাদের সবার বিজয়। অভিনন্দন!

এবং মিশরীর নাদিয়া এল-আযাদি আমেরিকার সৌভাগ্য কামনা করে বলেছেনঃ

@নাদিয়াইঃ #ওবামার জয়ের খবর পেয়ে আজ সকালে ঘুম থেকে ওঠা সত্যিই দারুণ। আমেরিকাকে অভিবাদন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .