
বর্তমানে কায়রোর তাহরির স্কোয়ারে হাজার হাজার নাগরিক বিক্ষোভ করছে। টুইটারে ছবি প্রদর্শন করেছে নাজলি হোসাইন (@নাজলিহোসাইন )
কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কোয়ারে হাজার হাজার নাগরিক সংবিধান সংশোধনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। বিক্ষোভকারী বলছে যে সংবিধানের এই সংশোধন মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ন করবে এবং সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ মোরসিকে একচেটিয়া ক্ষমতা প্রদান করবে।