সৌদি বিচারক: “শাসকের জন্যে যা প্রযোজ্য, তা শাসিতের জন্যে প্রযোজ্য নয়”

আজকের দিনের শুরুতে রিয়াদ ফৌজদারী আদালতে দুইজন বিশিষ্ট মানবাধিকার এক্টিভিস্ট মোহাম্মমাদ আল-কাহতানি এবং আব্দুল্লাহ আল-হামিদের চলমান বিচারের ষষ্ঠ শুনানি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ শুনানিটিতে বিচারক এক্টিভিস্ট দু’জনকে অভিযোগের প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্যে দুই সপ্তাহ সময় দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজকের অধিবেশনটি কেটেছে শুধুমাত্র বিচারক এবং আসামীদের মধ্যে একটি বিতর্কে এবং পাবলিক প্রসিকিউটর মোটেই কথা বলেননি। এই অধিবেশনটিতে পঁয়ষট্টি জন মানুষ উপস্থিত ছিল, যা গতবারেরটি থেকে ২০জন বেশি। প্রথমবারের মতো দুটি সংবাদ চ্যানেলের সংদাদদাতারা অধিবেশনটি কাভার করার জন্যে উপস্থিত ছিলেন: আল জাজিরা এবং স্কাই নিউজ।

অধিবেশনের আগে মোহাম্মদ আল-কাহতানি (বামদিকে) এবং আব্দুল্লাহ আল হামিদ (ডানদিকে), @থামার্ম এর মাধ্যমে

আজকেরটি নিয়ে তৃতীয় প্রকাশ্য শুনানি, এবং আগের অধিবেশনটির মতো অংশগ্রহণকারীদেরকে আদালতের বাইরে তাদের মোবাইল ফোন রেখে আসার আদেশ দেয়া হয়েছিল। সেখানে ৬৫ জন অংশগ্রহণকারীর মধ্যে দু’জন ছিল নারী। উপরন্তু, একটি রাজনৈতিক নিবন্ধ লেখার জন্যে ২০১০ সালে গ্রেপ্তার হওয়া ড. মোহাম্মেদ আল-আব্দুলকরিম প্রথমবারের মতো বিবাদীপক্ষে যোগদান করেছিলেন।

আগের অধিবেশনটির মতো আজকেরটি প্রধানতঃ একটি ধর্মীয় বিতর্ক ছিল:

القاضي:كل ما يشرعه ولي الأمر فهو مطابق للشريعة . رد الحامد:المظاهرات أجازها ولي الأمر بالانضمام الى الميثاق العربي لحقوق الانسان #محاكمة_حسم

ওয়ালিদসুলাইস: বিচারক: শাসক যা করেন তার সবকিছু শরিয়া-সম্মত। আল-হামিদ: শাসক আরবীয় মানবাধিকার সনদ লংঘন করায় প্রতিবাদ অনুমোদিত হয়ে গিয়েছে।

خلال #محاكمة_حسم الدكتور العبدالكريم: نصوص آيات واحاديث دفع الظلم واضحة على الجميع حاكما ومحكوما. القاضي: لا يقاس ما على المحكوم بالحاكم

@থামার্ম:  এসিপিআরএ ([সৌদি] আরবীয় নাগরিক ও রাজনৈতিক অধিকার সংস্থা) বিচারের সময় ড. আল-আব্দুলকরিম [বলেন]: অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করার সময় কুরআন এবং হাদীসের শাসিত এবং শাসক – প্রত্যেকের জন্যে আহবান খুবই স্পষ্ট। বিচারক: শাসকের জন্যে যা প্রযোজ্য, শাসিতের জন্যে তা প্রযোজ্য নয়।

বিবাদীপক্ষ আরেকবার কর্তৃপক্ষকে তাদের দ্বৈতমানের জন্যে দায়ী করার চেষ্টা করে:

خلال #محاكمة_حسم الحامد: الدولة وقعت اتفاقيات حقوق الانسان الي تنص بكفالة حق التظاهر، فأي شرع نتهم بمخالفته!، الا ان الدولة تخالفه قبلنا!

@থামার্ম: এসিপিআরএ বিচারের সময় আল-হামিদ [বলেন]: রাষ্ট্র যেসব মানবাধিকার ঘোষণায় স্বাক্ষর করেছে সেগুলো প্রতিবাদের অধিকারের নিশ্চয়তা দেয়। আমরা যদি শরিয়া আইন লংঘন করে থাকি,  রাষ্ট্রও সেই কাজ আমাদের সামনে করেছে!

বিচারক বিবাদীপক্ষকে ৩০,০০০ এর বেশি বিনা বিচারে আটক রয়েছে – একথা প্রমাণ করতে বললে ড. আল-হামিদ বলেছেন:

نطالب بتشكيل لجنة لتقصي الحقائق في سجون المباحث, المعلومات التي لدينا ليست قطعية وهناك دلائل أنهم أكثر من 30 ألف سجين, تخبط البيانات الرسمية هو السبب

আমরা একটি সত্য-উদ্ঘাটন কমিশন দাবি করছি। আমরা যে তথ্য জানি তা সুনির্দিষ্ট নয়, সরকারী রিপোর্টের মধ্যে অসঙ্গতি থাকার কারণে আমরা ইঙ্গিত পেয়েছি যে ৩০,০০০ এর বেশি বিনা বিচারে বন্দী রয়েছে।

পরবর্তী শুনানিটি অনুষ্ঠিত হবে আগামী শনিবার, ১লা ডিসেম্বর তারিখে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .