আজকে মরক্কোবাসী রাজকীয় বাজেটের বিরুদ্ধে রাজধানী রাবাতে প্রতিবাদ করেছে। পুলিশ সহিংসভাবে তাদের প্রতিবাদ দমন করেছে। তারা বিক্ষোভের কাভার করতে যাওয়া সাংবাদিকদেরসহ এক্টিভিস্টদের পিটিয়েছে।
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে যে মরোক্কোর রাজপ্রাসাদগুলোতে রাজ্যের কোষাগার থেকে প্রতিদিন সাত লক্ষ ইউরো (প্রায় ৭ কোটি ৩৫ লক্ষ টাকা) খরচ হয়, যেখানে গত কয়েক বছরে দরিদ্র মানুষের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গিয়েছে।
বিশ্বব্যাংক প্রকাশিত একটি পর্যবেক্ষণ অনুসারে মরোক্কোতে দরিদ্র মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে:
… মোট দরিদ্র মানুষের সংখ্যা ১৯৯০/৯১ সালের জনসংখ্যার ১৩.১% থেকে বেড়ে ১৯৯০/৯১ সালে ১৯% (অর্থাৎ ৩৪ থেকে বেড়ে ৫৩লক্ষ) হয়েছে। “অর্থনৈতিকভাবে ঝুঁকিপুর্ণ” অর্থাৎ যারা দারিদ্র্যসীমায় বা এর ৫০% উপরে তাদের সংখ্যা ৩৫ থেকে বেড়ে ৪৪% (অর্থাৎ ৯০লক্ষ থেকে বেড়ে ১কোটি ২০লক্ষ) হয়েছে।
প্রতিবাদের প্রতিক্রিয়া হিসেবে, মাম্ফাকিঞ্চ বলেছে বিক্ষোভের সময় এক্টিভিস্ট, মানবাধিকার রক্ষা কর্মী এবং এমনকি সাংবাদিকরা আক্রান্ত হয়েছে। পুরস্কার বিজয়ী যৌথ ব্লগ রিপোর্ট করেছে:
রাবাতে রাজকীয় বাজেট বিরুদ্ধে বিক্ষোভের সময় কয়েকজন মানবাধিকার রক্ষাকর্মী নিরাপত্তা বাহিনী মারাত্মকভাবে নিগৃহিত হয়েছে।
[…]
এমনকি বিক্ষোভটি কাভার করতে আসা সাংবাদিকদেরও ছেড়ে দেওয়া হয়নি। ওমর রাদি, হিন্দ বেনানি এবং একটি স্প্যানিশ সংবাদ সংস্থার একজন সাংবাদিককে ভাল মতো পিটানো হয়েছে। রয়টার্সের সুহালি কারামকেও অপমানিত হয়েছেন।
এমনকি বিক্ষোভ শুরুর আগেই সামিরা এরাজুকি একটি তীব্র প্রতিক্রিয়া অনুমান করেছেন:
@চারকুয়াউইয়া: মরোক্কোর বিক্ষোভকারীরা রাজার বাজেটের বিরুদ্ধে সরাসরি বিক্ষোভ করছে। কিন্তু এটাও কী অসঙ্গত ভিন্নমত হিসেবে কম্বলের তলে ধুয়ে-মুছে যাবে?
তিনি আরো বলেছেন:
@চারকুয়াউইয়া: সামগ্রিক বাজেটের মধ্যে প্রাসাদের বাজেট পরিসংখ্যানের শতাংশের কথা বাদ দিলেও, অর্থনৈতিক পরিমণ্ডলে রাজার ভূমিকা অস্বীকার করা যাবে না।
এবং বিক্ষোভে অংশ নেয়া ওমর রাদি বলেছেন কেন মরক্কোবাসী রাজকীয় বাজেটের প্রতিবাদ করছে [ফরাসী ভাষায়]:
@ওমররাদি: Rappel: Le roi vit à 700000 Euros/jour au frais du contribuable. ##BudgetPalais
স্মর্তব্য: করদাতার ৭লক্ষ ইউরো ব্যয়ে রাজা প্রতিদিন জীবন ধারণ করেন #প্রাসাদবাজেট
বিক্ষোভ শুরুর কিছুক্ষণ পরেই মরক্কোর ব্লগার হিশাম আলমিরাত রিপোর্ট করেছেন:
@__হিশাম: #মরোক্কো’তে এখন: পুলিশ সহিংসভাবে রাজপ্রাসাদের বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ – এক্টিভিস্টদের ছত্রভঙ্গ করছে
পরবর্তী একটি টুইটে তিনি ব্যাখ্যা করেছেন:
@__হিশাম: # মরোক্কো: প্রাসাদের জনগণের টাকার ভাগের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক্টিভিস্টদের প্রহার করা, হুমকি দেয়া হয়েছে, যে দেশ সীমাহীন বাজেট ঘাটতি নিয়ে সংগ্রাম করছে
এবং তৃতীয় একটি টুইটে প্রসঙ্গ উল্লেখ করা হয়:
@__হিশাম: #মরোক্কো প্রতিবাদ (প্রসঙ্গ): রাজা কোন কর দেন না। বেতন দেওয়া হয়, করদাতাদের টাকায়> ওবামার> হল্যান্ডের। #প্রাসাদবাজেট
এরাজুকি আরো ব্যাখ্যা করেছেন:
@চারকুয়াউইয়া: বাস্তবতার বাইরে সত্য যে রাজ্য রাজার প্রাসাদ এবং দরবার টিকিয়ে রাখার জন্যে একটি বাজেট বরাদ্দ করে, তিনি কোন কর দেন না এবং সবচেয়ে ধনী ব্যবসায়ী।
রিউ জাংকা ইউটিউবে দমনের একটি ভিডিও ভাগাভাগি করেছেন:
যথাযোগ্যভাবেই ভিডিওটির নাম দেয়া হয়েছে [আরবী]:
الهراوات في تفريق الاحتجاج على ميزانية القصر
প্রাসাদের বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ব্যাটন (লাঠি) ব্যবহৃত হয়েছে।
মোনতাসের দ্রিসি টুইটারে মারাকেশে রাজার বাজেটের বিরুদ্ধে একটি বিক্ষোভের এই ছবিটি ভাগাভাগি করেছেন:
আরো প্রতিক্রিয়া জানার জন্যে হ্যাশট্যাগ #প্রাসাদবাজেট খুঁজে দেখুন। অনেকেই ফরাসি এবং আরবি ভাষায় টুইট করেছেন।