গাজা সম্পর্কে আলোচনা করার জন্যে আরব লীগ তার মিশরের কায়রোস্থ সদর দপ্তরে সভা করছে – এবং নেটনাগরিকরা তাদের শ্বাস ধরে রাখতে অথবা একটি শক্ত প্রতিক্রিয়া আশা করতে পারছে না।
মিশরীয় মোনা এলতাহাভি প্রশ্ন করছেন:
@মোনাএলতাহাভি: ২টি প্রশ্ন। ১. স্বৈরাচারীদের ক্লাব ওরফে আরব লীগ কী অবশেষে গাজা নিয়ে সভায় বসেছে? ২. আইডিএফ (ইজরায়েলী প্রতিরক্ষা বাহিনী) কী এখনো ফ্যাসিবাদী উচ্ছৃংখল তরুণদের মতো টুইট করছে?
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহবান করে বুধবার রাতে [১৪ই নভেম্বর, ২০১২] গাজায় সাম্প্রতিক ইজরায়েলী বিমান হামলা এবং ইজরায়েলে হামাসের পালটা রকেট হামলা নিয়ে আলোচনা করার জন্যে জরুরী বৈঠক ডাকা হয়েছে। আরব বিশ্বের নেটাগরিকদের উপহাস ও ক্ষোভ উস্কে দিয়ে আরব লীগ (সেটা করতে) আজ [১৭ই নভেম্বর, ২০১২] পর্যন্ত অপেক্ষা করেছে।
সংযুক্ত আরব আমিরাত মন্তব্যকারী সুলতান আলকাসেমী তার শব্দকে সংযত করে আরব লীগ প্রতিনিধিদের অসারতাকে সংকলিত করেছেন। তিনি বিদ্রুপাত্মকভাবে টুইট করেছেন:
@সুলতানআলকাসেমী: ইজরায়েলের গাজা আগ্রাসন নিয়ে আরব লীগের সভা থেকে সরাসরি আপডেট: আমরা সহ্য করবো না ব্লা ব্লা! বাজে বাজে কথা সহ্য করা হবে না! আমরা অবশ্যই সমুন্নত রাখবো ব্লা ব্লা ব্লা।
এবং তিনি আরো বলেছেন:
@সুলতানআলকাসেমী: ইজরায়েল অবশ্যই ভয় পাবে – আরব লীগের মহাসচিব: আমরা ২০০২ সালের আরব শান্তি উদ্যোগ পুণর্মূল্যায়ন করবো
ইজরায়েলী সাংবাদিক জোসেফ ডানা উল্লেখ করেছেন:
@ইবনেজরা: কায়রোতে আরব লীগের জরুরী সভার ব্যাপারে ইজরায়েল কোন বিবৃতি বা স্বীকৃতি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
এদিকে জশ শাহরিয়ার কৌতুক করেছেন:
@জেশাহরিয়ার: ইজরায়েলের জন্যে আরব লীগের ভাষা অত্যন্ত কঠোর ছিল। আরো কঠোর শব্দ উদ্ভাবন না করা পর্যন্ত সভা মুলতবি।
ইরাকী সাংবাদিক আহমেদ হাবীব তীর্যক মন্তব্য করেছেন:
@আহমেদহাবিব: সারা বিশ্বের বিজ্ঞানীরা #আরব লীগের সদস্যদের #অতিমানবীয় ক্ষমতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে গিয়ে নিজেরাই হতবিহ্বল।
এবং তিউনিস থেকে সালেম আমাদের মনে করিয়ে দেন:
@তিউনিসথেকেসালেম: তাদের কান্না করার প্রাচীর আছে, (আর) আমাদের রয়েছে কান্না করার লীগ।