- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইজরায়েল কী গাজায় স্থল আক্রমণের পরিকল্পনা করছে?

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., ইজরায়েল, প্যালেস্টাইন, তাজা খবর, নাগরিক মাধ্যম, যুদ্ধ এবং সংঘর্ষ

একটি ইজরায়েলী স্থল আগ্রাসনের সম্ভাবনার খবর বেরুনোর পর গাজার অধিবাসীরা টানা গোলাবর্ষণের আরো এক দিন নিজেদের আটকে রেখেছে। যে কারণে ইজরায়েল এবং গাজার মধ্যে সর্বশেষ দফা যুদ্ধ উদ্দীপ্ত হয়েছে তার সংক্ষিপ্ত সংস্করণটি হলো বুধবার ইজরায়েল গাজায় একটি বিমান হামলা করে হামাসের সামরিক নেতা আহমেদ আল-জাবারীকে হত্যা করা [1]র পর থেকে ইজরায়েল এবং গাজার মধ্যে এখনো পর্যন্ত চলমান গোলাগুলি বিনিময়।

গাজা থেকে পাওয়া খবর:

গতকালের মতোই গাজার ফিলিস্তিনি ব্লগাররা সারাদিন সামাজিক মিডিয়ায় অনুসরণকারীদের আপডেট জানিয়েছেন। গাজা থেকে রানা টুইট করেছেন:

@রানাগাজা [2]: আবার বিমান হামলা। এবার সেগুলো. বজ্রধ্বনির মতো শোনা গেলো। #গাজা

গাজা থেকে ব্রিটেনের অধিবাসী সাংবাদিক হ্যারি ফিয়ার রিপোর্ট করেছেন:

@হ্যারীফিয়ার [3]: আমি প্রেস টিভিতে অনুষ্ঠান চালানোর সময় ১বার স্টুডিওর দরজা কাঁপিয়ে খুলে ফেলা সহ গাজা শহরের উপর চারবার হামলা হয়েছে।

এবং এখন গাজায় অবস্থানরত এজেন্সে ফ্রান্স প্রেস (এএফপি) প্রতিবেদক সারা হুসেইন টুইট করেছেন:

@সারাহুসেইন [4]: কোথায় নিরাপদ সে সম্পর্কে #গাজায় কথোপকথন শুনছিলাম। জনগণ নিশ্চিত নয় কোথায় যেতে হবে। ছেড়ে যেতে পারছি না+ আশ্রয় নেই। #ইজরায়েল #ফিলিস্তিনি

ঘটনাস্থলে তার চারপাশে বিস্ফোরণের শব্দ শুনে শুনে রিপোর্টগুলো করার কারণে তার বর্ণনা অনুমান নির্ভর। এখানে তার কিছু কিছু টুইট প্রদত্ত হলো:

@সারাহুসেইন [5]: আমি #গাজা শহরের একটি বাড়িতে একজন পাঁচ বছর বয়েসী, একজন গর্ভবতী মহিলা, তার স্বামী, ভাইয়ের সঙ্গে আছি।  সর্বশেষ আসা পাঁচটি বিষ্ফোরণ ঘরটিকে কাঁপিয়ে দিয়েছে।

@সারাহুসেইন [6]: সর্বশেষ বিস্ফোরণটি খুব কাছেই (ঘটেছে),সবকিছু কাঁপিয়ে দিয়েছে, কাঁচ ভেঙ্গে গিয়েছে। @এএফপিরঋপোর্টারের মেয়ে কাঁদতে শুরু করেছে। এখন আবার মি. বিনের ভিডিও দেখে খলখলিয়ে হাসছে #গাজা

@সারাহুসেইন [7]: এখন #গাজা শহর থেকে যা যাচ্ছে বা আসছে বলে মনে হচ্ছে সবই শুনতে পাচ্ছি বলে মনে হচ্ছে #ইজরায়েল #ফিলিস্তিনি

মৃতের সংখ্যা:

ইজরায়েলী সাংবাদিক জোসেফ ডানার ভাষ্যমতে ফিলিস্তিনি মৃতের সংখ্যা কমপক্ষে ২৯জনে উন্নীত হয়েছে। তিনি টুইট করেছেন:

@ইবনেজরা [8]: অপারেশন মেঘের মিনার শুরুর পর থেকে গাজায় ফিলিস্তিনি মৃতের সংখ্যা অন্ততঃ ২৯ জনে উন্নীত হয়েছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে

বিলাল রান্দেরী হতাহতগুলো নিচের মতো করে বন্টন করেছেন:

@বিলালআর [9]: #গাজা/ #ইজরায়েল আপডেট: বুধবার থেকে ৭জন শিশুসহ ২৭জন ফিলিস্তিনি – এবং ৩জন ইজরায়েলী নিহত। মাধ্যম/ @বিবিসিব্রেকিং

তারপরে কী?

আয়াদ এল-বাগদাদী বলেছেন:

@আয়াদ_এলবাগদাদী [10]: বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে #ইজরায়েল একটি স্থল আক্রমণের একটি পদক্ষেপ হিসেবে #গাজা অভিমুখী কয়েকটি রাস্তা বন্ধ করে দিয়েছে।

ডানা ব্যাখ্যা করেছেন:

@ইবনেজরা [11]: কেবলি @এমিলি _বুজা [12]’র সঙ্গে  কথা বলেছি। তিনি বলেছেন যে সাংবাদিকরা উদ্বিগ্ন, শীঘ্রই তারা ইজরায়েলী স্থল আক্রমণের আশংকা করছেন।

তিনি যোগ করেছেন:

@ইবনেজরা [13]: একটি বৃহৎ সামরিক অভিযানের পরিকল্পনা করা না হলে আপনি বেসামরিক রাস্তা-ঘাট বন্ধ করেন না। #গাজা #ইজরায়েল

রেডিও ফ্রান্সের সংবাদদাতা এমিলি বুজা  টুইট করেছেন:

@এমিলি _বুজা [14]: #গাজা’তে বিষয়গুলো উন্মত্ত হয়ে উঠছে। প্রত্যেকেই একটি স্থল অভিযান আশা করছে। গাজার কেন্দ্রস্থল এবং সমুদ্র সৈকত থেকে রকেট ছোঁড়া হচ্ছে

এবং ইজরায়েলী এলিজাবেথ সুরকভ উল্লেখ করেছেন:

@এলিজরায়েল [15]: ইজরায়েলী মন্ত্রিসভা ৭৫,০০০ সংরক্ষিত সৈন্যদের (২য় লেবানন যুদ্ধে ডাকা সংখ্যার চেয়ে বেশি) কিনা সে বিষয়ে আলোচনা করছে।

আকাশে কী আবারো একটি পুরোদস্তর যুদ্ধের ঘনঘটা?