গাজার সমর্থনে বিশ্বব্যাপী প্রতিবাদের আয়োজন

মিশরের নোরা শালাবি একটি নথীর কথা টুইটারে জানিয়েছেন যেটাতে গাজার সমর্থনে সারা বিশ্বে ঘটা প্রতিবাদের তথ্য সাম্প্রতিকীকরণ হচ্ছে। এই নথীতে প্রাপ্ত তালিকাটি প্রস্তুত করছেন ওমর রবার্ট হ্যামিলটন যার টুইটার চিহ্ণ @RiverDryFilm (রিভারড্রাইফিল্ম) এবং @southsouth (সাউথ সাউথ).

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .