প্রেসিডেন্ট ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ইয়েমেনে নতুন একটি ড্রোন হামলার আঘাতের খবর এসেছে। হামলাটি হয়েছে সানহানের আল সারিন গ্রামে। নিহত হয়েছে আদনান আল কাধি, রাবেয়া লাহিব এবং রাদওয়ান আল হাশধি, আর হয়েছে আহত একটি ছেলেসহ আরো অনেকে। তবে এই হামলা আগের গুলো থেকে ভিন্ন। কারণ সানহান রাজধানী সান’আ থেকে ৪০ কিলোমিটারেরও কম দূরে এবং এটা সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ’র নিজ শহর।
অনেক ইয়েমেনি নে্টাগরিকরা উদ্বিগ্ন এবং হতবিহব্বল। এখানে তাদের কিছু প্রতিক্রিয়া প্রদত্ত হলো:
ইয়েমেনি এক্টিভিস্ট ইব্রাহিম মোথানা টুইট করেছেন:
@আইমোথানাইয়েমেন: আজকের ড্রোন হামলাটি সান’আ প্রদেশের সানহানে, রাজধানীর সবচেয়ে নিকটবর্তীতম। # ইয়েমেন
@আইমোথানাইয়েমেন:
গুগল মানচিত্র: সানহানের আল-সিরিন গ্রাম থেকে ইয়েমেনের রাজধানীর কেন্দ্রস্থলের দূরত্ব মাত্র ৩৭ কিলোমিটার এখানে ক্লিক করুন
@আইমোথানাইয়েমেন: একজন “নোবেল শান্তি বিজয়ী”র “গোপন যুদ্ধ”! জীবন আর বেশি অধিবাস্তব হতে পারবে না #ইয়েমেন
ইয়েমেন ভিত্তিক ফ্রিল্যান্স সাংবাদিক এডাম ব্যানরন টুইট করেছেন:
@এডাম্মব্যারন: আসন্ন> ওবামার পুণঃনির্বাচনের ২৪ ঘন্টার মধ্যে একটি বার্তা হিসেবে সানহানে সন্দেহভাজন মার্কিন হামলা না হতে দেখাটাই দুস্কর… যদি না এটি একটি উস্কানি হয়। # ইয়েমেন
‘শেষ আশ্রয়স্থল: ইয়েমেন আল কায়েদা এবং আরবে মার্কিন যুদ্ধ’ গ্রন্থের লেখক গ্রেগরি জনসেন টুইট করেছেন:
@গ্রেগরিডিজনসেন: আজকের হামলাটি যদি সত্যিকার অর্থেই একটি মার্কিন হামলা হয়ে থাকে তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার আছে: ‘আদনান আল-কাধিকে কী আমেরিকার বিরুদ্ধে সক্রিয় ষড়যন্ত্রকারী বিবেচনা করা হয়েছিল?
তিনি আরো যোগ করেছেন:
@গ্রেগরিডিজনসেন: এনওয়াইটি (নিউ ইয়র্ক টাইমস) এর নিবন্ধে জিজ্ঞেস করা হয়েছে ওবামা “ড্রোন হামলার উপর তার প্রশাসনের অতি নির্ভরতা পুনর্বিবেচনা” করবে কিনা #ইয়েমেন আজ না সুপারিশ করছে http://nyti.ms/VTrh2e
জনসেন তার ব্লগের (ওয়াক আল ওয়াক) সর্বশেষ পোস্ট ‘আদনান আল কাধি এবং তার পরের দিন’-এ উল্লেখ করেছেন:
এটা (ভেবে দেখা) গুরুত্বপূর্ণ। আমার হিসেব মতে মার্কিন যুক্তরাষ্ট্র এই বছর ৩৭-৫০টি হামলা প্রচেষ্টায় ১০-১৫ জন মানুষ হত্যা করেছে। তাদের অনেকে এখনও জীবিত (দেখুন: নাসির আল-ওয়াহায়সি, সাঈদ আল-শিহরি, কাসিম আল-রায়মি, ইব্রাহিম আসিরি এবং আরো অনেকে), কিন্তু ইয়েমেনের জনগণ মারা যাচ্ছে।
মার্কিন নির্বাচনের ফলাফলের আগে এক্টিভিস্ট এবং ফিলিস্তিনি কবি রেমি কানাজি টুইট করেছেন:
@রেমরুম: আমার নাম বারাক ওবামা এবং আমি এই বোমাবর্ষণ অনুমোদন করেছি। #আফগানিস্তান #পাকিস্তান #ইয়েমেন #নির্বাচন২০১২
ইয়েমেনি ব্লগার আফরাহ নাসের ব্যঙ্গাত্মকভাবে টুইট করেছেন:
@আফরাহনাসের: “হ্যাঁ আমরা # ড্রোন করতে পারি” #ওবামা #ইয়েমেন #সোমালিয়া #পাকিস্তান
তারপরও শুধুমাত্র ইয়েমেনিরা নয় অনেক আরব নেটনাগরিক স্বস্তি পেয়েছে যে মিট রমনি নির্বাচনে জেতেন নি। কারণ অনেকে তাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে’ আরো বেশি আগ্রাসী বিবেচনা করেছিল। তথাপি সাম্প্রতিক হামলাটি থেকে মনে হচ্ছে, ওবামা একটি স্পষ্ট বার্তা পাঠিয়েছেন যে ইয়েমেন সম্পর্কিত তার নীতির কোন পরিবর্তন হচ্ছে না। তবে (কথা হচ্ছে) ইয়েমেন আর কতদিন ড্রোন সহ্য করবে?
ওয়েদাদ আবুদ টুইট করেছেন:
@ওয়েদাদআবুদ: @বারাকওবামা আরো ৪বছর #ড্রোন হামলা করে নিরপরাধ মানুষ হত্যা, নারী ও শিশুদের ভুলে যাবেন না #কোনড্রোননয় #ইয়েমেন