- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ইয়েমেনঃ টোটালের অন্যায্য তেলের মূল্য নির্ধারণ

বিষয়বস্তু: নাগরিক মাধ্যম

বছরের পর বছর ধরে ইয়েমেনের অর্থনীতি সমস্যা জর্জরিত, ফলে দেশটিতে দারিদ্র্য এবং অপুষ্টির হার অতি উচ্চ। তবে ইয়েমেনের প্রাক্তন শাসকদের, দেশটির সম্পদ অব্যবস্থাপনা ও নয়ছয় করার মত দূর্নীতির ঘটনা উন্মোচন হয়ে পড়া হচ্ছে ক্রমবর্ধমান অন্যতম এক বিষয়, যার কারণে দেশটির এই অবস্থা। সাম্প্রতিক যে দূর্নীতির ঘটনা উন্মোচিত হয়েছে সেটি হচ্ছে ইয়েমেনের তরল প্রাকৃতিক গ্যাস (লিকুইড ন্যাচারাল গ্যাস) বিক্রয় চুক্তি। দেশটির দুর্নীতিপরায়ণ সরকার ফরাসী কোম্পানী টোটাল [1] গ্যাসের সাথে ২০ বছরের এক চুক্তি স্বাক্ষর করেছে, যে চুক্তি অনুসারে ইয়েমেন প্রতি মিলিয়ন বিটিইউ গ্যাস ৩.২ ডলার মূল্যে টোটালের কাছে বিক্রি করবে। বিবেচনা করা হচ্ছে যে বিশ্ব বাজারের চেয়ে কম মূল্যে এই দাম নির্ধারণ করা হয়েছে। চুক্তি অনুসারে বর্তমান দরে গ্যাস বিক্রি করা হলে বছরে ইয়েমেনের মোট ক্ষতির পরিমাণ হবে ২.৮ বিলিয়ন মার্কিন ডলার [2]

গত কয়েক মাস ধরে, ইয়েমেনের নাগরিকরা শাসকদের কাছে গচ্ছিত দেশের সম্পদ পুনরুদ্ধারে [3]শোভাযাত্রার আয়োজন করছে। ইয়েমেন সরকার রাস্তার এই দাবীর প্রতি সাড়া প্রদান করেছে এবং ৪ অক্টোবর তারিখে ফ্রান্সে রাষ্ট্রপতি আব্দু মানসুর হাদি ও টোটাল গ্যাসের কর্মকর্তাদের মাঝে মূল্য পুনঃনির্ধারণ বিষয়ে এক আলোচনা অনুষ্ঠিত হয়। যদিও টোটাল গ্যাস কোম্পানী মূল্য ৭ মার্কিন ডলার পর্যন্ত বৃদ্ধি করতে রাজি হয়েছে [4], তারপরে এই মূল্য বর্তমান বিশ্ববাজারের চেয়ে কম। বর্তমানে বিশ্ব বাজারে প্রতি মিলিয়ন বিটিইউ গ্যাসের মূল্য হচ্ছে ১৩-১৮ মার্কিন ডলার [5]
[6]

ইলেকট্রনিক কোর্ডিনেশন অফ দি ইয়েমেন রেভ্যুলেশন [7], টোটাল গ্যাসকে উদ্দেশ্য করে একটি কঠিন চিঠি লিখেছে, যা তারা আরবী [8], ইংরেজী [9] এবং ফারসী [10] ভাষায় তাদের ফেসবুকের পাতায় প্রকাশ করেছে এবং ইয়েমেনের প্রধান মন্ত্রী মোহাম্মদ বাসানদাওয়াহ এবং তেল ও খনিজ সম্পদমন্ত্রী আহমেদ দারিসের কাছে এর কপি পাঠিয়েছে।

এক হুমকি ভরা স্বরে তারা উল্লেখ করেছে:

আমরা আপনাদের নিশ্চয়তা প্রদান করতে পারি যে ইয়েমেনের জনগণ আপনাদের ক্ষমা করবে না। আমরা দাবি করছি, কেবল আমাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ নয়,একই সাথে সরকারি কর্মকর্তাদের প্রদান করা ঘুষের টাকা ফেরত ও আমাদের সম্পদ তছরুপ করার জন্য ক্ষতিপূরণ দাবী করছি। এই বিষয়টি ফরাসী এবং আন্তর্জাতিক আদালতে উত্থাপন করা হবে।

সানায় গতকাল এক মিছিলের [11] আয়োজন করা হয়, এই মিছিলটি রাষ্ট্রপতি ভবনের দিকে যাত্রা করেছিল, যেখানে মন্ত্রী পরিষদের একটি সভা অনুষ্ঠিত হচ্ছিল।

[12]

গতকাল যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সেখানে আরবী ভাষায় ব্যানারে লেখা আছে “মন্ত্রীদের দায়িত্ব হচ্ছে এলএনজি বিক্রয় চুক্তির মাধ্যমে আমাদের চুরি হয়ে যাওয়া সম্পদ উদ্ধার করা, বিষয়টিকে ধামাচাপা দেওয়া নয়। টোটাল গ্যাস কোম্পানী, আপনারা আমাদের সম্পদের অনেক সুবিধা গ্রহণ করেছেন, যথেষ্ট হয়েছে, আর নয়।

[13]

গতকালের বিক্ষোভে আরেকটি ব্যানারে হাতে নিয়ে বিক্ষোভকারীরা।

[14]

গতকালের বিক্ষোভ মিছিলে আরেকটি ব্যানার, যেখানে ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে লেখা রয়েছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন বন্ধ কর। “

ইয়েমেনি অ্যাব্রোড টুইট করেছে:

@নটআনটিলহিফলস [15]:সস্তায় গ্যাস কেনার জন্য নাগরিকরা কেন #টোটাল গ্যাসকে দায়ী করছে, এটা কোন দাতব্য কাজ নয়, এটা তাদের ব্যবসা। এর জন্য সরকারকে দায়ী করুন #টোটালরিপঅফইয়েমেন”

একই সময়ে লেবাননে বাস করা ইয়েমেনি একটিভিস্ট রাশা জারহুম,বেশ কয়েক বছর ধরে ইয়েমেনে কার্যক্রম চালিয়ে আসা টোটাল গ্যাসের কাছ আরো বেশী সামাজিক কর্পোরেট দায়িত্ব (সিএসআর) দাবী করে একটি প্রচারণা আরাম্ভ করেছে।

ভদ্রমহিলা টুইট করেছেন:

‏@আরআরজে_৯৩৪ [16]: #টোটালরিপঅফইয়েমেন হচ্ছে একটি নতুন হ্যাশট্যাগ, যার মধ্যে দিয়ে ইয়েমেনে টোটাল গ্যাসের চার বছরের লুটপাটের পর, তাদের আরো উন্নত মানবিক সাহায্য এবং কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনে বাধ্য করার এই প্রচারণা যোগ দিন।

‏@আরআরজে_৯৩৪ [17]: #টোটালরিপঅফইয়েমেন, ২০০৭ থেকে ২০১০ সালের মধ্যে মাত্র #৪৮ জন ইয়েমেনি ছাত্রকে বৃত্তি প্রদান করেছে, আর এটাকে তারা তাদের কর্পোরেট সামাজিক দায়িত্ব মনে করছে #সিএসআর http://www.total-ep-yemen.com/pages.aspx?pageid=92 …

‏@আরআরজে_৯৩৪ [18]:
ইয়েমেনে, টোটাল যে পরিমাণ লাভ করেছে, তার তুলনায় এখানে তাদের সিএসআরের পরিমাণ হচ্ছে সমুদ্রে এক ফোঁটা শিশিরের মত। http://www.total-ep-yemen.com/pages.aspx?pageid=92 [19]

নাজলা আলহামাদি–এর প্রতি উত্তরে সাড়া প্রদান করেছেন:

@নাজলাআলহামাদি [20]: @আরআরজে_৯৩৪ #যতদিন আমাদের তেল সম্পদ তাদের অধিকারে থাকবে, ততক্ষণ আমরা #টোটালকে আরেকটি স্বৈরশাসক হিসেবে পাচ্ছি। #ইয়েমেন সবসময় দরিদ্র থেকে যাবে।

লোয়াই আহমেদ-পরিহাসের সাথে যোগ করেছেন:

@জাস্টলোয়াই [21]: আমরা হয়ত কেবল টোটাল নামক কোম্পানীটিকে নিয়ে কথা বলতে পারি, অথবা কেবল বলতে পারি যে ইয়েমেন পুরোপুরি সকল কিছু এবং সকলের দ্বারা নষ্ট হয়েছে।

টোটাল হচ্ছে সরাসরি জনতার সাথে তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য করা বিশ্বের চতুর্থ বৃহত্তম কোম্পানী এবং অনেকে সংশয়ে আছেন যে তারা আরো একবার নতুন করে মূল্য নির্ধারণের বিষয়টি বিবেচনা করবে কিনা। তবে ইয়েমেনের বিপ্লবী তরুণ এবং একটিভিস্টরা এই প্রচারণার মধ্যে দিয়ে তাদের সরকারের উপর চাপ প্রয়োগ করছে এবং বিশ্বের কাছে প্রমাণ করেছে যে তারা সতর্ক এবং কোন দুর্নীতিযুক্ত চুক্তি বা রহস্যময় চুক্তিকে গ্রহণ করবে না অথবা আগামীতে ইয়েমেনে সম্পদ লুণ্ঠিত হতে দেবে না। ইয়েমেনের মাটিতে যে সমস্ত কোম্পানী ইয়েমেন তাদের কার্যক্রমের মাধ্যমে লাভবান হচ্ছে, তরুণরা তাদের প্রতি দাবী জানিয়েছে, যেন তারা আরো বেশী উন্নয়ন প্রকল্প যুক্ত হয়।

ইয়েমেনের প্রাকৃতিক সম্পদের কথা শুনে ওমার মাসহাজারি বুদ্ধিমত্তার সাথে টুইট করেছে:

@ওমার_মাশ [22]: শত শত মাইলের সমুদ্র উপকূলে, ব্যাপক আকারে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস/তেলের ভাণ্ডার, কৌশলগত এক বন্দর এবং বিশাল জনসংখ্যা, ইয়েমেনের গরীব থাকার কোন কারণ নেই।

ঘটনা হচ্ছে, ইয়েমেনের রয়েছে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার এবং যদি দেশটির দুর্নীতিমুক্ত কর্মকর্তা এবং অংশীদার কোম্পানিগুলো যদি তা যথাযথ ভাবে ব্যবহার করতে পারে, তাহলে রাজস্ব আয়ের উৎসগুলো লাভজনক হতে পারে এবং এর প্রেক্ষাপটে ইয়েমেনের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। ইয়েমেনের তরুণরা এই উদ্দেশ্য নিরলস প্রহরা দিয়ে যাচ্ছে এবং কাজ করে যাচ্ছে।