বোমা বিস্ফোরনে নিহত লেবাননের গোয়েন্দা প্রধান উইসসাম আল হাসানের মৃত্যুর জন্য সিরিয়া, ইরান, হিজবুল্লাহ এবং ইসরাইলকে সন্দেহ করা হচ্ছে। গতকাল [২০ অক্টোবর] বৈরুতে এ হামলায় আট জন হত ও প্রায় ৮০ জন আহত হয়েছে।
বিস্ফোরণের পর জয়েস কারাম জানানঃ
@জয়েস_ কারাম: ১৪ ফেব্রুয়ারি ২০০৫ এবং ২০০৬ সালের যুদ্ধের পর নিঃসন্দেহে #লেবাননের জন্য এ দিনটি সবচেয়ে বাজে দিন ছিল। এ ঘটনা আঞ্চলিক+ অভ্যন্তরীন ভঙ্গুরতাকেই প্রমান করে, পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
তিনি আরও বলেনঃ
@জয়েস_ কারাম: #লেবাননের জন্য জাতীয় ঐকমত্যের সরকারের উপযুক্ত সময় এখনই। ২০০৫ সালের পর অস্থিতিশীলতার সর্বোচ্চ ঝুঁকি।
লেবাননে চাপা উত্তেজনা বেড়েই চলেছে, সবাই সবার দিকে সন্দেহের আঙ্গুল তুলছে।
নির্ভানা ব্লগ করেনঃ
মধ্যপ্রাচ্যে যখন এ ধরণের ঘটনা ঘটে তখন স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে স্থির থাকা, যৌক্তিক থাকা এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্তে উপনীত হওয়া কঠিন হয়ে পড়ে।প্রকৃতপক্ষে বিশ্বে আমাদের এ অঞ্চলে রাজনৈতিক হত্যাকাণ্ডেরঘটনা দ্রুততম সময়ে ঘটে, এটা বিবাদ মেটানোর সহজ উপায়, এটা এমন এক ঘোলাটে পরিস্থিতির উদ্ভব ঘটায় যেখান থেকে সত্য বের করে আনা অসম্ভব হয়ে পড়ে। তবু এ কথা আবিষ্কার করে আমি আনন্দিত যে বিগত দিনগুলোতে যারা আল-হাসানকে ইসরাইলি চর বলে আখ্যায়িত করেছিলেন আজ তারাই তার হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করছেন।
এরপর তিনি এই হত্যাকাণ্ডে কারা জড়িত থাকতে পারে এবং কেন এ হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে সম্ভাব্য চিত্র উপস্থাপন করেন।
টুইটারে প্রদত্ত ইয়াসিম কোমার্টের তোলা ছবি- বৈরুতের খালি রাস্তা। তিনি লিখেনঃ
@ইয়েসিমসিএফঃ গতকালকের গাড়ি বোমা বিস্ফোরণের পর আজ # বৈরুতের সুন্দর খালি রাস্তা #Lebanon pic.twitter.com/vd51K6jg
প্যাট্রিক বাজ বলেনঃ
@প্যাট্রিক _বাজ: #বৈরুতকে মনে হচ্ছে পরিত্যক্ত শহর। ৮০’র দশকের মতই লেবাননীরা বিভক্ত, ধীক তাদের। মনে হচ্ছে #লেবাননে কোন পরিবরতন ঘটে নি
লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জেনারেল হাসান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেনঃ
@নাজিব _মিকাতি: জেনারেল উইসাম হাসানের মৃত্যু#লেবাননের জন্য এবং আমার জন্য#একটা বড় ক্ষতি, তিনি ছিলেন একজন বিশেষ ব্যক্তি ও জ্ঞানী মানুষ।সৃষ্টিকর্তার কাছে তার আত্মার শান্তি কামনা করি। এনএম।
আরেকটি টুইটে তিনি ঘোষনা করেনঃ
@নাজিব _মিকাতি: লেবাননের স্থিতিশীলতা ধরে রাখার স্বার্থে আমার এই #পদত্যাগ।#গণ্ডগোল আমার পছন্দ নয়! লেবাননের স্বার্থে জাতীয় ঐক্য# প্রয়োজন!
টম গারা বলেনঃ
@টমগারা: হোসনী মুবারকের মৃত্যুতে লেবাননে একটি নতুন গৃহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে,প্রত্যেকেই এ বিষয়ে আগে নিশ্চিত না থাকলেও এখন নিশ্চিত।
লেবানিজ কাম আশাবাদ ব্যক্ত করেনঃ
@কামটুইটিং: আমার দেশ লেবানন সদা জাগ্রত, শান্তি ও আশাবাদের আলোকবর্তিকা। আজ রাতে কাদানে গ্যাস, আর আগামীকাল… সুন্দর স্বপ্ন।