- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

কিউবা: ৩০ ঘন্টা আটক থাকার পর ইওয়ানি সানচেজ মুক্ত

বিষয়বস্তু: ক্যারিবিয়ান, ল্যাটিন আমেরিকা, কিউবা, ডিজিটাল অ্যাক্টিভিজম, তাজা খবর, নাগরিক মাধ্যম, বাক স্বাধীনতা, মানবাধিকার, জিভি এডভোকেসী

৫ই অক্টোবর শুক্রবার পূর্বাঞ্চলীয় মান সময় অনূসারে রাত ৯টায় প্রখ্যাত কিউবান ব্লগার ইওয়ানি সানচেজ এবং ব্লগার অগাস্টিন দিয়াজ ও রেইনালদো এসকোবার (সানচেজের স্বামী) আগের দিন পূর্বাঞ্চলীয় শহর বায়ামো’তে আটক থাকার পর কিউবার হাভানা পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন। তার অব্যবহিত পরই সানচেজ টুইট করেছেন [1],

@YoaniSanchez: #Cuba [2] Acabamos de ser liberados!! 30 horas de arresto y muchas anecdotas que contar 🙁

@ ইওয়ানিসানচেজ: #কিউবা [2] আমরা কেবলই মুক্তি পেয়েছি!! ৩০ ঘন্টার বন্দিত্ব এবং খুঁটিনাটি অনেক বলার আছে 🙁

ব্লগার ইওয়ানি সানচেজ। ছবি, আন্দ্রে দেয়াক এবং সিসি-বাই-২.০ লাইসেন্সের আওতায় পুণঃপ্রকাশিত

সানচেজ এবং তার সহকর্মীরা একটি গাড়ী দূর্ঘটনায় গণতন্ত্র সমর্থক অসোয়াল্ড পায়া [3] এবং এক্টিভিস্ট হ্যারল্ড সেপেরো নিহত হলে যানাবাহন আরোহীদের গণহত্যার দায়ে অভিযুক্ত [4] স্প্যানিশ নাগরিক এঞ্জেল কারোমেরো’র বিচার প্রত্যক্ষ এবং প্রতিবেদন তৈরী করার জন্যে বায়ামো গিয়েছিলেন। দ্বীপটির মানবাধিকার এক্টিভিস্টদের সঙ্গে দেখা করার জুলাই মাসে কারোমেরো কিউবা ভ্রমণে গিয়েছিলেন। সানচেজ টুইট করেছেন [5] যে তার ইচ্ছে ছিল বিচারটি কাভার করা।

@YoaniSanchez: #Cuba [2] Mi intencion era totalmente periodistica. Asistir al juicio a @angelcarromero [6] y reportar desde #Bayamo [7] a traves de mi cuenta #Twitter [8]

@ইওয়ানিসানচেজ: #কিউবা [2]  আমার উদ্দেশ্য ছিল পুরোপুরি সাংবাদিকতা বিষয়ক।  @এঞ্জেলকারোমেরো [6]’র বিচারে উপস্থিত হয়ে #বায়ামো [7] থেকে আমার #টুইটার [8] অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতিবেদন পাঠানো।

মুক্তি পাওয়ার পরে সানচেজ রিপোর্ট করেছেন যে, তিনি অনলাইনে কারোমেরো’র বিচারের সংবাদ অনুসরণ করার চেষ্টা করছিলেন। তিনি টুইট করেছেন [9] যে পায়া’র পরিবার যে অভিজ্ঞতা লাভ করেছে সে তুলনায় গ্রেপ্তারটি “কিছুই না”।

@ ইওয়ানিসানচেজ: #কিউবা [2] সবচেয়ে দূঃখজনক এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে নাটকটি @অসোয়াল্ডপায়া [10] পরিবার পার করেছে। আমাদের গ্রেপ্তার তাদের ক্ষতির তুলনা কিছুই নয়।