- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

ব্লগ এ্যাকশন ডে-তে! আসুন আমরা ‘আমাদের মাঝে ক্ষমতাকে’উদযাপন করি

বিষয়বস্তু: নতুন চিন্তা, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

প্রতি বছর, সারা বিশ্বের ব্লগাররা একটি দিনে, একটি বিশেষ বিষয়ের উপর লেখার জন্য একত্রিত হয়, সম্মিলিত লক্ষ লক্ষ পাঠকের কাছে পৌঁছাবার জন্য। আজ হচ্ছে সেই ব্লগ এ্যাকশন ডে (১৩ অক্টোবর, ২০১২)। এবারের ব্লগ এ্যাকশন ডে-তে সারা বিশ্বের ব্লগাররা, ‘আমাদের মাঝে যে ক্ষমতা [1]’ [পাওয়ার অফ উই] সে বিষয়ে মনোযোগ প্রদান করেছে- পৃথিবীকে আরো সুন্দর এক স্থানে পরিণত করার জন্য জনতার সম্মিলিত হওয়ার মাঝে যে ক্ষমতা টের পাওয়া যায়। ব্লগ এ্যাকশন ডে-তে অংশগ্রহণ করার জন্য আপনি ব্লগ এ্যাকশন ডে [2] ওয়েব সাইটে গিয়ে আপনার নিজের ব্লগের নাম নিবন্ধন করতে পারেন । তাদের একটি লাইভব্লগ [3] এবং একটি টাম্বলার ব্লগও [4] আছে, যেখানে তারা সকল লেখা অনুসরণ করতে পারে। এই ক্ষেত্রে টুইটারে যে হ্যাশট্যাগের উপর আপনি নজর রাখবেন, সেটি হচ্ছে #বিএডি১২ [5]

গ্লোবাল ভয়েসেস-এর প্রতিটি দিন আসলে ব্লগ এ্যাকশন ডে, বিশেষ করে যখন আমরা প্রতিদিন বিশ্বের সকল অঞ্চলের অনলাইন আন্দোলন এবং সাহসী নাগরিকদের সংবাদ তুলে ধরছি। ‘আমাদের মাঝে যে ক্ষমতা’ তার উপর প্রতিফলিত যে কোন দিন এবং যে কোন উদ্যোগ, যার মধ্যে দিয়ে প্রদর্শিত হয় যে সম্মিলিতভাবে ব্লগাররা একটি পার্থক্য গড়ে দিতে পারে, এ রকম ঘটনাকে আমার উষ্ণ সমর্থন জানাই।

#বিএডি১২-তে এ জমা দেওয়া গ্লোবাল ভয়েসেস-এর কন্ট্রিবিউটরদের সকল লেখার লিঙ্ক প্রদানের মাধ্যমে সেদিন সারাদিন আমরা এই পোস্টটি আপডেট করতে থাকব।