- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি আরব: সংস্কারবাদীগণ গোপন বিচার প্রত্যাখ্যান করেছেন

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, আইন, নাগরিক মাধ্যম, মানবাধিকার, রাজনীতি

৮ই সেপ্টেম্বর ২০১২ দিনের প্রারম্ভে দু'জন বিশিষ্ট সৌদি মানবাধিকার কর্মীর চলতি বিচারের তৃতীয় শুনানি অনুষ্ঠিত হয়েছে, সৌদি নাগরিক ও রাজনৈতিক অধিকার সংগঠন [1]‘এর দুজন সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ আল-কাহতানি [2] এবং আবদুল্লাহ আল-হামিদ [3]কে প্রতিবাদের জন্য জনসাধারণকে প্ররোচিত করা এবং দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার অভিযোগে আদালতে জবাবদিহি করতে হয়েছে।

আগের শুনানির সময় [4] বিচারক সিদ্ধান্ত নিয়েছিলেন যে শুনানি জনসমক্ষে অনুষ্ঠিত হবে না, তাই পরে মানবাধিকার সংস্কার সাধনকারীদের মধ্যে মাত্র দশ জন হাজির হয়েছিলেন যা সৌদি রাজনীতিতে একটি অপ্রত্যাশিত মুহূর্ত ছিল।

আজ প্রারম্ভে যখন শুনানির সময় ঘনিয়ে এলো, অপেক্ষারত ডা. আল-কাহতানি ও ডা. আল-হামিদকে একজন পুলিশ সদস্য এসে তাদের কারো সাহায্য ছাড়া একাই আসতে বললেন। তারা তাদের দুজন আইনজীবীকে সাথে নিয়ে আদালত কক্ষে প্রবেশ করেন। ডা. আল-কাহতানির স্ত্রী মাহা আল-কাহতানি টুইট করেছেন:

#محاكمة_حسم دخل د. الحامد ود.القحطاني والمحامي عبدالعزيز الحصان وأستاذً فوزان الحربي على القاضي اما الحضور تم منعهم وهم في قاعة الانتظار
@মাহা১৪১০ [5]: ডা. আল-হামিদ, ডা. আল-কাহতানি, আইনজীবী আব্দুল আজিজ আল-হুসান [6] এবং জনাব ফৌজান আল-হাবরি [7] বিচারকের কাছে গেলেন। সহায়তার নেয়ার জন্য উপস্থিত সঙ্গীদের প্রবেশের অনুমতি ছিল না এবং অপেক্ষার জন্য নির্ধারিত স্থানেই তাদের উপস্থিত থাকতে হয়েছে।

শীঘ্রই তারা ব্যক্তিগত পরামর্শের জন্য বেড়িয়ে এলেন। ডা. আল-হামিদ উপস্থিত সঙ্গীদের বললেন যে তারা একটি গোপন শুনানি কার্যক্রম মানতে রাজি আছেন, এই শর্তে যে, পরবর্তী শুনানিটি জনসমক্ষে অনুষ্ঠিত হবে। উপস্থিত সমর্থকদের একজন, সুলতান আল-আজমি টুইট করেছেন:

اخبرنا ابوبلال عن ان #محاكمة_حسم اليوم احتمال ان تكون سرية .
@আলআজমি০১ [8]: (ডা. আল-হামিদ) আমাদের বললেন যে, এটি সম্ভবত গোপন বিচারে অনুষ্ঠিত হবে।

বিচারক জোর দিয়ে বললেন যে, আজকের শুনানি কার্যক্রম গোপনে অনুষ্ঠিত হবে, এবং আগামী কার্যক্রমের জন্য কোনরূপ পূর্বশর্ত দেয়ার দাবী প্রত্যাখ্যান করা হল। ডা. আল-কাহতানির আইনজীবী, ফৌজান আল-হাবরি টুইট করেছেন যে:

القاضي حماد العمر يصر على سرية المحاكمة ودعاة حقوق الانسان والاصلاح السياسي ينسحبون من الجلسة #محاكمة_الحامد_والقحطاني #محاكمة_حسم
@ফৌজানম [9]: বিচারক জোর দিয়ে বললেন যে, বিচারটি গোপনে অনুষ্ঠিত হবে। সংস্কার সাধনকারী মানবাধিকার কর্মীরা শুনানি কার্যক্রম ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন।

ডা. আল-হামিদ উপস্থিত সকলকে বললেন [10]:

يمكن أن نسكت عن حقنا في المحاكمة العلنية وقد لا يحدث لنا شيء. لكن ماذا سيمنعهم حينها من اقتياد أي منكم يا شباب لمحكمة سرية؟
জনসমক্ষে বিচারের কাছে আমরা আমাদের অধিকার ছাড় দিতে পারতাম (মামলায় লড়ে যাওয়া) এবং সম্ভব আমাদের কিছুই হতো না, কিন্তু আমরা যদি তা করি তোমাদের এবং যুবকদের গোপন বিচারের জন্য ধরে নিয়ে যাওয়া থেকে কি তাদের থামাবে?

ডা. আল-কাহতানি বলেছেন:

كانوا يريدون أن يحاكمونا سرا وكان لديهم خطة أن يحيلونا للمحكمة الجزائية المختصة التي تدار من بل المباحث ونحن رفضنا. وهنا يريدون القيام بنفس الشيء ونحن لن نرضى. أصلا من مشى في هذا الطريق فهو مستعد للذهاب للسجون، ولا تخيفنا السجون.
(প্রথমে,) বিশেষায়িত অপরাধ আদালতের সামনে আমাদের গোপন ভাবে বিচার করার তাদের একটি পরিকল্পনা ছিল যা গোপন পুলিশ দ্বারা পরিচালনা করা হতো, কিন্তু আমরা তা প্রত্যাখ্যান করেছি। তারা আবার একই কাজ করতে চায়, কিন্তু আমরা তা মেনে নেব না। যারা এই পথটি বেছে নিয়েছিল (সংস্কার সাধনকারীগণ) তারা কারাগারে চলে গেছেন। আমরা কারাগারে যেতে ভীত নই।

ডা. আল-কাহতানি ও ডা. আল-হামিদ আদালত ভবনের বাহিরে মানুষজনদের সাথে কথা বলছেন, দাঙ্গা পুলিশ পৌঁছানোর একেবারে পূর্বমুহূর্ত। ছবি – @আলআজমি০১ [11]

আদালত ভবনের বাইরে, ডা. আল-কাহতানি ও ডা. আল-হামিদ কথা বলছিলেন তাদের উপস্থিত সঙ্গী সমর্থকদের দলটির সঙ্গে, তারা রাজনৈতিক এই বিচারের নিন্দা প্রকাশ করছিলেন এবং বলছিলেন কেন বিচারক জনসমক্ষে শুনানি হোক এটি চান না কারণ জনসমক্ষে শুনানি হলে অনেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তৃত অত্যাচারের বিপক্ষে সাক্ষী দেবেন। এরপর দ্রুতই, এখানে তাদের ছত্রভঙ্গ করতে এক গাড়ি ভর্তি দাঙ্গা পুলিশ পৌঁছল।

وصول باص مكافحة الشعب مع بدء تفرق الناس #محاكمة_حسم #محاكمة_الحامد_والقحطاني
@ফৌজানম [12]: একটি দাঙ্গা পুলিশের গাড়ি পৌঁছল যখন জনগণ চলে যেতে আরম্ভ করল।
انباء اعتقال اثنين من الراغبين بحضور المحاكمة […]
@ফৌজানম [13]: তারা বলছিল যে যারা এই বিচারে উপস্থিত হতে চেয়েছিল তাদের মধ্যে দুজন গ্রেফতার হয়েছেন (…)

কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়, একটি লিখিত মুচলেকা দেয়ার পর যে তারা আদালতে মামলা চলাকালীন সময়ে আর ছবি তুলবেন না [14]