গত ৬ই অক্টোবর, ২০১২ তারিখ দিনের শুরুতে, রিয়াদ অপরাধ আদালতে বিশিষ্ট মানবাধিকার সংস্কারক ও রক্ষক মোহাম্মদ আল-কাহতানি এবং আবদুল্লাহ আল-হামিদ‘এর চলতি বিচারের চতুর্থ শুনানি অনুষ্ঠিত হয়। প্রথম শুনানি দুটি জনসমক্ষে অনুষ্ঠিত হয়, কিন্তু বিচারক তৃতীয় শুনানিটি গোপন বিচারে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিলে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সিদ্ধান্ত নেন।
এই রাজনৈতিক বিচারটি জনসমক্ষে অনুষ্ঠিত করার জন্য বিচারককে যুক্তি তর্কের মাধ্যমে বোঝাতে এই দুজন সংস্কারক আজ শুনানি কার্যক্রমে অংশগ্রহণ করতে একমত হন।
ডা. আল-কাহতানি টুইট করেছেন:
@এমএফকাহতানি: #এসিপিআরএ_বিচার দু'ঘণ্টা সময় নিয়েছে, জনসমক্ষে শুনানির গুরুত্ব আলোচনায় এ সময়টি অতিবাহিত হয়, কিন্তু বিচারক প্রত্যাখ্যান করেন, আদালতকে মেনে নিতে আমরাও অসম্মত হই।
@এমএফকাহতানি: #এসিপিআরএ_বিচার সভাপতিত্বকারী বিচারক আমাদের কাছে প্রশ্নগুলোর জবাব জানতে চেয়েছিলেন, আমরা উনাকে বলেছি আমরা শুধুমাত্র জনসমক্ষে অনুষ্ঠিত একটি বিচারের উত্তর দিব, আমরা আদালত প্রাঙ্গণ ত্যাগ করি #সৌদি #এসিপিআরএ
তাদেরও কারাবন্দী সমাজ ও রাজনীতি সচেতন ব্যক্তি মোহাম্মদ আল-বাজাদির মামলাটিতে তলব করা হয়েছিল, যাকে গত এপ্রিলে একটি গোপন বিচারের মাধ্যমে চার বছরের কারাদণ্ড দেয়া হয়।
قلت للقاضي اليوم لا نستطيع أن نتنازل عن مبدأ العلانية لأننا نصحنا زميلنا #محمد_البجادي بعدم الإعتراف بالمحكمة الجزائية المتخصصة #محاكمة_حسم
@এমএফকাহতানি: আমি বিচারককে বলেছি যে আমরা জনসমক্ষে বিচারের প্রশ্নে আমাদের অধিকার ছেড়ে দিতে পারব না কারণ আমরা আমাদের সহকর্মী মোহাম্মদ আল-বাজাদিকে (সংস্কারক) বিশেষায়িত অপরাধ আদালতের (গোপন আদালত) বৈধতা গ্রহণ না করতে পরামর্শ দিয়েছি।