স্পেনঃ কাতালান বিচ্ছিন্নতাবাদী পতাকা দিয়ে রিয়াল মাদ্রিদকে অভিনন্দন

Imatge de l'event de Facebook: "El clàssic de la llibertat. El món està escoltant".

অফিসিয়াল ফেসবুক ইভেন্ট থেকে ছবিটি নেওয়া হয়েছেঃ “স্বাধীনতার সর্বোত্তম। সারা বিশ্ব শুনছে।”

আগামী ৭ ই অক্টোবর, ২০১২ এফসি বার্সেলোনা এবং স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী ফুটবল দল রিয়াল মাদ্রিদ নু্ ক্যাম্পে (শেষবর্তী স্টেডিয়ামটি) মুখোমুখি হবে যেটি সাম্প্রতিক সময়ে “এল ক্ল্যাসিকো” নামে পরিচিত । খেলার ছয় দিন বাকি থাকতেই কাতালান কর্মী দলটি ভিউস পার লা ইন্দিপেন্দেন্সিয়া [সিএ] অথবা “স্বাধীনতার জন্য কণ্ঠস্বর” ভক্তদের উৎসাহ দিচ্ছে মাঠে তাদের এসতেলাদাস (কাতালান বিচ্ছিন্নতাবাদীদের পতাকা) নিয়ে আসার জন্য যাতে তারা প্রিয় দলের স্টেডিয়ামটি তাদের জাতীয়তাবাদের সমর্থক প্রতীকগুলো দিয়ে ভরিয়ে ফেলতে পারে।

তাদের অন্য উদ্যোগের মধ্যে আছে যখন ঘড়িতে ১৭:১৪ টা বাজবে তখন কাতালান জাতীয় সংগীতের একটি গণ আবৃত্তির আয়োজন করা (১৭১৪ সালের একটি ঘটনা যে কাতালানরা জাতীয় ছুটির দিন হিসেবে উদযাপন করে)।

“ক্ল্যাসিক দ্যি  লা লিবার্ত্যাত” অথবা “স্বাধীনতার সর্বোত্তম’’ শিরোনামে ফেসবুক ইভেন্টে ভিউস পার লা ইন্দিপেন্দেন্সিয়া প্রশ্ন করেছেনঃ

El proper 7 d'octubre al Camp Nou el món ens tornarà a mirar, es juga un dels partits amb més audiència al món, el Barça-Madrid. Us demanem que un cop més i de forma cívica però majoritària, mostrem al món la nostra voluntat de ser.

“আসছে ৭ ই অক্টোবরে নু্ ক্যাম্পে, সারা বিশ্ব তাদের অন্যতম একটি প্রিয় ম্যাচ দেখবেঃ বার্সেলোনা-মাদ্রিদ। আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে এবং নাগরিক আন্দোলনে একত্রিত হওয়ার জন্য আপনাকে আহ্বান জানাই, বিশ্বকে দেখাতে যে কাতালানদের অস্তিত্ব থাকবেই।”

এই খেলা সম্পর্কিত টুইটগুলো #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস হ্যাশট্যাগটি থেকে জানা যাবেঃ

‏@jordanesku10 Queden 6dies x l Barça-Madriz serà 1altre dia HISTORIC cm #11S2012 #27S2012 #7OCT12 #CampNouPleDEstelades HO VEURÀ TOT EL MÓN! #tenimpressa

@জর্ডানেসকু১০ বার্সা-মাদ্রিদ এর খেলা শুরু হতে আরও ছয় দিন বাকি, #১১এস২০১২ #২৭এস২০১২ #৭০সিটি১২ #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস এর মতো এটি হবে আরও একটি ঐতিহাসিক দিন! সারা বিশ্ব তা দেখবে! #তেনিম্প্রেসা 
@quvic #CampNouPleDEstelades les nostres armes: la força de la gent expressant-se lliure,pacífica i democràticament.Que ho vegi TOT EL MÓN ││*/││
@কিউভিক #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস আমাদের হাতিয়ারঃ মানুষের নৈতিক শক্তিই তাদের নিজেদেরকে মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে তুলে ধরছে। সারা বিশ্ব দেখবে!!
@sc_cat Això! Que els espanyols q veuen el partit, s.enterin del q volen els catalans realment! #campNouPleDEstelades!! #@barcelona11s @annacat1973
@এসসি_ক্যাট এটা ঠিক, আমি আশা করি স্পেনের অধিবাসীরা যারা এই খেলাটি দেখবেন তারা শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কাতালানরা সত্যিকার অর্থে কি চায়! #ক্যাম্পনোউপ্লিডিইস্তেলাদেস!! #@বার্সেলোনা১১এস @এ্যানাক্যাট১৯৭৩

বার্সেলোনায় ১.৫ মিলিয়ন বিচ্ছিন্নতাবাদী ব্যক্তির শোকসঙ্গীতের আট দিন পর, ১৯ শে সেপ্টেম্বরে একটি ম্যাচ চলাকালে স্বাধীনতার জন্য একদল মানুষের স্বতঃষ্ফূর্তভাবে সমস্বর উল্লাসে নু ক্যাম্প পরিপূর্ণ হয়ে উঠেছিলো। এমন কিছু টুইটার ব্যবহারকারী আশা প্রকাশ করে বলেছেন যে ধারণাটি খুব দ্রুত গতিশীলতা পেয়েছিলো, বিশেষকরে পরের সপ্তাহে যখন রিয়াল মাদ্রিদ বার্সেলোনাতে এসেছিলো।

১১ ই সেপ্টেম্বরের একটি গণ প্রতিবাদের ফলস্বরূপ বিচ্ছিন্নতাবাদীতার দিকে সাম্প্রতিক কালের রাজনৈতিক পরিস্থিতির জোরালো পরিবর্তন ঘটেছে- নির্ধারিত সময়ের পূর্বেই ২৫ শে নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং স্বাধীনতার জন্য একটি গণভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে- একটি প্রসঙ্গ সৃষ্টি করেছে যা আসন্ন ক্ল্যাসিকো ম্যাচটির গুরুত্ব আরও বাড়িয়ে দিবে। এমনকি একদল রিয়াল মাদ্রিদ সমর্থকও দলটির প্রেসিডেন্ট ফ্লোরেনটিনো পেরেজের কাছে মাঠটি ছেড়ে দেওয়ার আবেদন [স্প্যানিশ] করেছে, যদি এফ সি বার্সেলোনার সমর্থকেরা “ইন্দেপেন্দেনসিয়া” বলে একসাথে গান গেয়ে ওঠে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .