ডেনমার্কঃ বৃহৎ ব্যাংকগুলোর সাথে “শুভ বিচ্ছেদ”

“আপনি কি নিশ্চিত যে আপনি এখান থেকে টাকা তুলতে চান?”

গত সেপ্টেম্বরে ডেনমার্কের বৃহৎ ব্যাংকগুলোর এটিএম গুলোতে এই প্রশ্নটি দেখা ছিল। এটি ছিল ‘ব্যাংক স্থানান্তর দিবস'এর মহড়া যেটি গত পহেলা অক্টোবরে শুরু হয়েছে।

‘ব্যাংক স্থানান্তর দিবস’ অভিযানটি [ডেনমার্ক] একটি নাগরিক উদ্যোগ যার মাধ্যমে ডেনমার্কের নাগরিকেরা তাদের টাকা কোথায় রাখবে সে ব্যাপারটি পুনর্বিচার করতে পারবে- এবং দেখার জন্যে যে তারা তাদের ব্যাংককে সমর্থন করে কি না। এই প্রচারাভিযানের উদ্দেশ্য হল ডেনমার্কের নাগরিকরা যাতে বড় ব্যাংকগুলো বাদ দিয়ে ছোট সঞ্চয় ব্যাংক এবং স্থানীয় সমবায় ব্যাংকগুলিতে সেবা গ্রহণ করতে আগ্রহী হয়।

তারা ফেসবুকে “ব্যাংকের সাথে সম্পর্কের অবসান কর” স্লোগান তুলেছে।

ছবি ফ্লিকার থেকে ৪০১ (কে) ২০১২ এর সৌজন্যে (সিসি-বাই-এনডি)

ঋণ এবং ওভারড্রাফটের উপর সুদের হার বৃদ্ধি হয়ত এই উদ্যোগকে বেগবান করেছে- যেভাবেই হোক, আরও অনেক বেশি ডেনমার্কের নাগরিকেরা তাদের ব্যাংক নিয়ে অসন্তোষ প্রকাশ করছে এবং এমনকি একটি অজানা পরিমাণ লোক ব্যাংক ইতিমধ্যে পরিবর্তন করে ফেলেছে।

‘ব্যাংক স্থানান্তর দিবস’ ফেসবুক পাতাটি [ডেনমার্ক] ৬,০০০ এর বেশি লোক পছন্দ করেছে এবং পুরনো ব্যাংকগুলোকে  “শুভ বিচ্ছেদ” এর মত অবজ্ঞার বার্তা দেয়ার পাশাপাশি নতুন কিছুর প্রস্তাবনা করেছে।

কালুস নরেগারদ [ডেনমার্ক] লিখেছেনঃ

“কাগজপত্রে এইমাত্র স্বাক্ষর করলাম এবং আরবেইদারনেস লান্দসবাঙ্কে [একটি তালিকাবহির্ভূত শেয়ার হোল্ডিং ব্যাংক] গৃহস্থালির অ্যাকাউন্ট স্থানান্তর করলাম”

হাঁটিস উচার [ডেনমার্ক] জিজ্ঞেস করেছেনঃ

আপনার ব্যাংক কোনটি? আপনি কি এটি সুপারিশ করেন এবং কেন?

তবে মনে হচ্ছে, দিনটি শুধুমাত্র ভালো আর্থিক অবস্থাসম্পন্ন লোকের জন্য খুশির। অনেকে উক্ত ফেইসবুকের ওয়ালে মন্তব্য করেছেন যে তারা ব্যাংক পরিবর্তন করতে পারছেন না, যেমন আহু পার্ল অযতুরক [ডেনমার্ক] বলেছেনঃ

“হুম, আমার ব্যাংক আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে না?”

মন্দার আগে এবং পরে ব্যাংকের অবন্ধুসুলভ আচরণ এর একটি প্রতিক্রিয়া হিসাবে ‘ব্যাংক স্থানান্তর দিবস’ অভিযানটি এসেছে। তারা তাদের ফেসবুক পাতা [ড্যানিশ] এবং ওয়েবসাইটে [ড্যানিশ] এর ব্যাখ্যা দিয়েছে।

ড্যানিশদের এই উদ্যোগ একই ধরণের আন্তর্জাতিক উদ্যোগ দ্বারা অনুপ্রানিত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .