- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

সৌদি আরবঃ জাতীয় দিবসে অভিযোগহীন বন্দীদের পরিবারের বিক্ষোভ

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., সৌদি আরব, তাজা খবর, নাগরিক মাধ্যম, মানবাধিকার

সৌদি আরবের শীর্ষ মানবাধিকার সমস্যা হলো অভিযোগ ছাড়াই কারাবাস। সৌদির স্বাধীন মানবাধিকার সংস্থা সৌদি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এসোসিয়েশন এর হিসেবে অভিযোগহীন বন্দীদের সংখ্যা ৩০,০০০ এর ওপরে [1], যেখানে সরকারী হিসেবে তা  মাত্র ৪,৩৯৬ জন [2]। এদের বেশীর ভাগই ৯/১১ এর পরবর্তী “সন্ত্রাস বিরোধী যুদ্ধের” সময় গণ গ্রেফতারের শিকার [3]

২৩ শে সেপ্টেম্বর,২০১২, সৌদির জাতীয় দিবসে [4] অভিযোগহীন বন্দীদের পরিবার তাদের মামলা সম্পর্কে সচেতনতা সৃষ্টির সুযোগ গ্রহণ করেছিল। বুরাইদাহের [5] কাছাকাছি আল-তুরফিয়া কারাগারের বাইরে তারা অবস্থান নেয়। রয়টার্সের খবর অনুযায়ী [6], ৬০ জন পুরুষ, ৪৫ জন মহিলা এবং ১৬ টি শিশু এই অবস্থান কর্মসূচীতে অংশ নিয়েছিলো।

প্রথমে দাঙ্গা পুলিশের বাস বিক্ষোভকারীদের ঘিরে রেখেছিলো এবং তাদের কাছে খাবার ও পানি পৌঁছাতে বাঁধা দেয়। সৌদি সিভিল এন্ড পলিটিক্যাল রাইটস এসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল-কাহতানী টুইট করেছেন [আরবি] :

বিক্ষোভকারীরা সারা রাত বসে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, @আবুসাইদ৩৩৩১ [7] থেকে পাওয়া ছবি।

 

 

باصات الطوارئ تحاصر المعتصمين في #تجمع_الطرفية ولا يسمحون لأحد الدخول أو الخروج إلى المنطقة، مع أخذ أرقام السيارات، ومنعم من الماء! #حسم

এমএফকাহতানীঃ [8] আল-তুরফিয়া কারাগারের বাইরে বসে থাকা সবাইকে দাঙ্গা পুলিশ বাসগুলো ঘিরে রেখেছিলো এবং তারা কাউকেই এর মধ্যে ঢুকতে বা বের হতে দেয়নি। বিক্ষোভকারীদের গাড়ির রেজিস্ট্রেশন প্লেটের নাম্বারগুলোও তারা সংগ্রহ করেছিল এবং পানি নিতে বাধা দিচ্ছিলো!

যদি পুলিশ তাদের খাবার ও পানি নিতে না দেয় তবে, একজন বিক্ষোভকারী বউয়াজিজি [9] এর অনুসরণে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয় [আরবী]:

لتشهد وزارة الداخلية والحكومة ،، إمّا أن يتم إدخال الطعام والماء ،، وإلّا سأكون أبو عزيزي آخر ،، فقد أعددت عدتي ،، رتويت

@আবুসাইদ৩৩৩১:  [10]সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে দিন, যদি তারা খাবার ও পানি নিতে না দেয় তবে আমি হব আরেকজন বউয়াজিজি। আমি এর জন্য প্রস্তুত। আবারও টুইট করছি।

যাহোক, একজন বিক্ষোভকারী পুলিশের পাহারাকে ফাঁকি দিয়ে অন্যদের জন্য কিছু খাবার নিয়ে আসতে সক্ষম হয় [আরবি]:

الماﺀ والطعام وصل من أحد الإخوة بطريقة غير نظامية..!

@আবু_ওতমানঃ [11] কেউ একজন পানি ও খাবার অবৈধভাবে নিয়ে এসেছিলো!

আল-কাহতানি রিপোর্ট করেছিলেন [12] যে সৎ গুণাবলী উন্নতকরণ এবং পাপ দমনকারী কমিটির সদস্যরা, যারা তথাকথিত “ধার্মিক পুলিশ”, তারাই দাঙ্গা পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলো। পরিবারগুলো কারাগারের সামনে সারা রাত কাটিয়েছে [13]। তাদের দাবী ছিলো কারাগার কর্তৃপক্ষকে তাদের সাথে অবশ্যই দেখা করতে হবে।

দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের হুমকি দেওয়ার চেষ্টা করেছিলো [14] [আরবি]:

أبواب المسئولين مفتوحة ولا تعرضوا أنفسكم وعوائلكم للخطر

কর্মকর্তাদের দরজা [আপনাদের জন্য] খোলা আছে। আপনারা নিজেদেরকে ও আপনাদের পরিবারকে বিপদে ফেলবেন না।

বিক্ষোভকারীরা একটা মীমাংসায় আসার পর চারিদিকে ছড়িয়ে পরেছিলো, কিন্তু তারা একটি পুলিশ চেক পয়েন্টের কাছে যেখানে সমর্থকেরা তাদের জন্য খাবার ও পানি নিয়ে অপেক্ষা করছিলো সেখানে পৌছার পর দাঙ্গা পুলিশ খুব দ্রুত তাদের ঘিরে ফেলে এবং পেটাতে শুরু করে [15]মার খাওয়া বিক্ষোভকারীদের [16] একজন রীমা আল-জোরেশ [17]যে গাড়িগুলো চলে গিয়েছিলো পুলিশ সেগুলোকেও ধাওয়া করেছিলো [18]

এই অবস্থান কর্মসূচীতে অংশ নেওয়া ৫০ জনেরও বেশী যুবক [19] এখনও আটক রয়েছে।