ইসলামিক সমাজে কি গণতন্ত্র থাকতে পারে? আজ বাহরাইনের ব্লগারদের আলোচনার বিষয় ছিল এটি।
বাহরাইনের শিল্পী আল শেখ টুইট করার সময় এই প্রশ্নটি তুলেছেন [আরবি]:
في المجتمعات الاسلامية من الصعوبةالفصل بين ماهو سياسي وديني ولذا لن تنجح الديمقراطيةحتى لو كتبنا افضل الدساتير وقبلنا بالتناوب السلمي للسلطة
@আনাস _আল_শেখঃ ইসলামিক সমাজে কোনটি রাজনৈতিক আর কোনটি ধর্মীয় তা পার্থক্য করা কঠিন এবং এ কারনে এখানে গণতন্ত্র কখনই সফল হবে না, যদিওবা আমরা সবচেয়ে ভালো সংবিধান লিখি অথবা ক্ষমতার শান্তিপূর্ণ আবর্তন গ্রহণ করি।
ফেয়ারলেস বা৭রাইনিয়া উত্তর দিয়েছেনঃ
الديمقراطيةهي الحل و العلاج لمثل هذه المشاكل إذا تطورت القوانين سيتطور الناس بشكل طبيعي الدولة المدنية هي الخلاص لهذا الشعب
@ফেয়ারলেসবাহরাইনঃ গণতন্ত্রই এই সমস্যার সমাধান। যদি আইনের উন্নতি করা যায়, জনগণও স্বাভাবিক ভাবেই উন্নত মানসিকতার হবে। একটি সুশীল সমাজ আমাদের জনগণের ত্রাণকর্তা।
বাহরাইনের সাংবাদিক আব্বাস বুসাফান অন্য কথা বলেছেন। আল শেখের মূল টুইটের সাড়া দিয়ে তিনি লিখেছেনঃ
والله هالاستنتاج مؤلم، لكنه قد يكون تعميميا، ربما نجحت تجربة تركيا
@আব্বাসবুসাফানঃ এই সমাধান সত্যিই দুঃখজনক। এটা সার্বজনীন হতে হবে। সম্ভবত সাফল্যের উদাহরণ হল তুরস্ক।
আল শেখ উত্তর দিয়েছেনঃ
تركيا لم توازن بين الشأن السياسي والديني والدليل ان هناك حقوق للشواذ وانا شفتهم بنفسي يتظاهرون في شارع “تقسيم” الشهير هههه
@আনাস _আল_শেখঃ তুরস্ক ধর্ম এবং রাজনৈতিক ব্যাপারগুলোর সমতা আনতে পারে নি। তুরস্কে সমকামীদের জন্য অধিকার আছে এবং আমি নিজের চোখে বিখ্যাত তাক্সিম রাস্তায় তাদের প্রতিবাদী হতে দেখেছি।
এবং আহমেদ আল হাদাদ যোগ করেছেনঃ
تـركيا ليست في عهد اليوم بل في زمان أتاترك // وتركيا اليوم وأردوغان الشهير أعادوها لما قبل أتتارك
@দিয়াবলোহাদাদঃ আজকের তুরস্ক আতাতুরকের শাসনামলের মত ছিল না। বিখ্যাত তায়িপ তুরস্ককে প্রাক আতাতুর্ক যুগে নিয়ে গিয়েছিলেন।
এর উত্তরে বুসাফান মজা করেছেনঃ
اعتقد ان السعودية احسن نموذج للديمقراطية والشورى وحقوق الانسان والاعلام المقتوح والتوازن بين السياسي والديني!
@আব্বাসবুসাফানঃ আমি মনে করি গণতন্ত্রের সর্বাপেক্ষা ভাল উদাহরণ হল সৌদি আরব, যেখানে সূরা, মানবধিকার, মুক্ত সাংবাদিকতা ধর্ম এবং রাজনীতির মধ্যে সমতা এনেছে।
রাজনীতি এবং ধর্ম যে কখনো মিশবে না সে ব্যাপারে আবু ইউসুফ একমতঃ
انا معك،يجب ان لا نخلط الدين والسياسة فهم لا يتفقان،فنصبح نظام قمعراطي مثل ايران،
@এক্সরনস২: আমি একমত। যারা একমত নয় তাদের জন্য রাজনীতি এবং ধর্মকে এক সাথে মেশানো উচিৎ নয়। তাহলে আমরা ইরানের মতো দমনমূলক শাসক হয়ে যাব।
এবং আবু করিম বলেছেন যে আমরা ইতিমধ্যে স্বীয় কিছুর পরিবর্তে পাশ্চাত্য ধরনার গণতন্ত্রের যে আমদানি করছি তার উন্নতি হওয়ার প্রয়োজনঃ
مشكلتنا اننا نريد تطبيق النظريات الغربية على مجتمعاتنا بدل البحث عن ما يوجد لدينا وتحديثه
@আবুকরিম১: আমাদের সমস্যা হচ্ছে সমাজে নিজেদের কি আছে তা না দেখেই এখানে পাশ্চাত্য ধরনার গণতন্ত্রের প্রয়োগ করতে চাই এবং তা আধুনিকায়নের চেষ্টা করি।