ফিলিপাইনস: টুইটারে টেডএক্সদিলিমান আলোচিত

গত ১৫ই সেপ্টেম্বর, ২০১২ তারিখে টেডএক্সদিলিমান ২০১২ দেখার জন্যে ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের দিলিমান ক্যাম্পাসে একশ’রও বেশি অংশগ্রহণকারী জড়ো হয়েছিল। ক্যানভাস (শিল্পকলা, নতুন উদ্যোগ এবং টেকসই উন্নয়ন কেন্দ্র) দ্বিতীয়বার এই টেডএক্সদিলিমান অনুষ্ঠিত করে যার মূল বিষয় ছিল “ভবিষ্যত”। এই বছর ফিলিপাইনের সাবেক সিনেটর লেতিসিয়া র‌্যামোস-শাহানি, চলচ্চিত্র পরিচালক হোসে হ্যাভিয়ে রেয়াস এবং বিতর্কিত সাংস্কৃতিক অ্যাক্টিভিস্ট কার্লোস সেলড্রানসহ কয়েকজন স্বীকৃত ব্যক্তিত্ব বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলেন।

ক্যানভাসের গিগো এলাম্পে’র প্রারম্ভিক মন্তব্য

গানের দল কাসা দে সান মিগুয়েলের সঙ্গীতের ভবিষ্যত

টেড টে’র মানবাধিকারের ভবিষ্যত

হোসে হ্যাভিয়ে রেয়াসের মিডিয়ার ভবিষ্যত

জেমার্ক তোর্দেসিলা’র ফিলিপাইনের ক্রীড়ার ভবিষ্যত

কার্লোস সেলড্রানের অতীতে ভবিষ্যত

লেতিসিয়া শাহানি’র একটি সামুদ্রিক শক্তি হিসেবে আমাদের ভবিষ্যত

লেতিসিয়া শাহানি  বিশেষভাবে বাজো দে ম্যাসিনলক (স্কারবরো মগ্নচড়া  বা পাতাঙ মগ্নচড়া নামেও পরিচিত) এবং কালাইয়ান দ্বীপপুঞ্জ (স্প্রাতলিস নামেও পরিচিত) নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যেকার আঞ্চলিক বিরোধের পিছনের কূটনৈতিক ইতিহাস অন্বেষণ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে দেশে সামরিক এবং নৌবাহিনীর প্রযুক্তিগত সামর্থের সুস্পষ্ট অভাব সত্ত্বেও ভবিষ্যতের জন্যে ফিলিপাইনের নিজেকে প্রস্তুত এবং এর চারপাশের সমুদ্র ও সম্পদ সুরক্ষার জন্যে ক্রমাগত চেষ্টা করা উচিৎ।

“আমারা পিছনে পড়ে গিয়েছি”, ফিলিপাইনের সশস্ত্র বাহিনী এশিয়ার প্রতিবেশী দেশের বিরুদ্ধে জড়ো হওয়ার পর লেতিসিয়া শাহানি মনে করেন।

এদিকে নেটাগরিকরা সাগ্রহে সমগ্র উপলক্ষের জন্যে সরাসরিপ্রবাহের মাধ্যমে প্রতীক্ষা এবং অনুসরণ করেছে। টুইটারে হ্যাশট্যাগ #টেডএক্সদিলিমান বিশাল পরিমাণ অনূসারী জড়ো করে দ্রুতই ফিলিপাইনের একটি আলোচিত বিষয় হয়ে উঠে।

টুইটারে #টেডএক্সদিলিমান আলোচিত হয়ে উঠে। জোসেফ উবালদে’র পাঠানো ছবি, অনুমতি নিয়ে ব্যবহৃত।

@সেফ_উবালদে: টুইটারে #টেডএক্সদিলিমান চাউর! মিডিয়া অংশীদার এবং প্রত্যেককে শুভেচ্ছা @ইন্টারাক্সিঅন pic.twitter.com/weYMWRaV

@চেরিমার্ক্যাদো: মার্কিন যুক্তরাস্ট্র ভিত্তিক টেড সম্পর্কে বিশেষজ্ঞ বক্তারা উৎসাহজনক কথাবার্তা বলেছেন 🙂 ইউটিউবে এটি খূঁজে দেখুন

@মিক্কাহিপোল: এমন আবেগী নাগরিকে পরিপূর্ণ একটি দেশ উন্নতি থেকে বেশি দূরে নয়। #বাড়িফেরো #টেডএক্সদিলিমান

@ক্লারাইস্ক্রা: সেটা খুবই মজার এবং সমৃদ্ধ! আগামী বছর আমি এতে আবার অংশগ্রহণের আশা করি! #টেডএক্সদিলিমান http://twitpic.com/autlz2

এই বছরের সাফল্যের কারণে ক্যানভাসের গিগো আলাম্পে আগামী বছর আরো বড় করে ভাল করে টেডএক্সদিলিমান আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

@জুয়ানকেখূঁজছি: Next year ulit! Babalik kami, puede na mas marami! #TEDxDiliman

@জুয়ানকেখূঁজছি: আগামী বছর দেখা হবে! আমরা ফিরতে আসবো এবং আমরা আরো অনেককে জায়গা দিব! #টেডএক্সদিলিমান

টেডএক্সদিলিমানের আনুষ্ঠানিক ফেসবুক পৃষ্ঠায় আরো ছবি পাওয়া যাচ্ছে।

দেশে অনেকগুলো স্থানীয় টেডএক্স উদ্যোগের উদ্ভব ঘটেছে যারা আন্দোলনটি উদার এবং উচ্চাভিলাষী ভাবাদর্শের কারণে গত কয়েক বছর ধরে মনোযোগ আকর্ষণ করতে পেরেছে। গত ১৬ই জুন এটেনিও ডি ম্যানিলা ইউনিভার্সিটি প্রথম টেডএক্সকাতিপুনান এর পৃষ্ঠপোষকতা করে ফেসবুক ও টুইটারে নেটাগরিকদের মধ্যে ভীষণভাবে অনুরণন তুলেছিল। এছাড়াও গত ১১ই এপ্রিল তারিখে টেডএক্সমাকাতি অনুষ্ঠিত হয়। এদিকে ৭ই ডিসেম্বর তারিখে অনুষ্ঠেয় টেডএক্সম্যানিলা ২০১২ আয়োজনের বড় পরিকল্পনা গড়ে উঠছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .