- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

লিবিয়াঃ সূফীদের এলাকায় সালাফিস্টদের লড়াই

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., লিবিয়া, ইতিহাস, ধর্ম, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

লিবিয়ার সূফী [1] ধর্মীয় তীর্থস্থান ও এলাকাসমূহে সালাফিস্টরা [2]হামলা করছে। এই অতি-রক্ষণশীল ইসলামিকরা উত্তর-পশ্চিমে জিলতেন শহর, মিসরাতা শহর ও রাজধানী ত্রিপোলিতে প্রধান সুফী এলাকা ও গ্রন্থাগারগুলোতে আক্রমণ করেছে। ইউনেস্কো কর্তৃক নিন্দিত [3] এই হামলা, লিবিয়ানদের ক্ষুব্ধ করেছে।

জাতিসংঘ সংবাদ মাধ্যম অনুসারেঃ

এই জায়গাগুলো ইসলামের কিছু বিষয়ের ভিন্ন মতাবলম্বী সূফীদের তীর্থস্থান।

ফেসবুকে, আলোকচিত্রী আবদুল্লাহ দোমা বেনগাজিতে সুফীদের মসজিদ ও এলাকায় সমাধিস্থলগুলোতে হামলার প্রতিবাদে একটি মিছিলের ছবি প্রকাশ করেছেন।

নিচের ছবিটিতে [4] [ar] চিহ্নগুলোর অর্থ:

ধ্বংস ও উৎপাটন নয়; বই পোড়ানো নয়; চরমপন্থা নয়, সৌদি ফতোয়া নয় [ধর্মীয় নির্দেশ]।

দ্বিতীয় চিহ্নের মানে হলঃ

ওয়াহাবি মতবাদ নয়। এটি লিবিয়া এবং আফগানিস্তান নয়

Benghazi protestors angry at the desecration of tombs [5]

বেনগাজিতে সমাধিস্থল অপবিত্রকরণে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ। ফেসবুক পাতায় ছবিটি আবদুল্লাহ দোমার সৌজন্যে

অপর এক ছবিতে [6] [নিচে ছাপানো] একই মিছিল থেকে, এক মহিলাকে একটি ব্যানার ধরে থাকতে দেখা যাচ্ছে যাতে বলা হয়েছেঃ

মৃত ও জীবিতদের একা ছেড়ে দাও!

A woman protestor in Ben Ghazi holding a sign which reads Leave the dead and the living alone! [7]

এক মহিলার হাতে একটি ব্যানার যাতে বলা হয়েছে মৃত ও জীবিতদের একা ছেড়ে দাও!

ইউটিউবে কালাম রিসার্চ এই ক্ষতির উপর তথ্যচিত্র নিয়ে অনেকগুলো ভিডিও প্রকাশ করেন। এর মধ্যে এই [8] ভিডিওতে [ব্যবহারকারী কর্তৃক অন্য সাইটে ভিডিও এমবেডিং নিষিদ্ধ], জিলতেনে সাইদি আবদুসসালাম মসজিদ ধ্বংসের ছবি, ২০১২ এর ২৪ আগস্ট প্রকাশিত হয়।

ভিডিওটিতে পুরো মসজিদ ধ্বংস দেখানো হয় যার মধ্যে এর সম্মুখভাগ, এবং ভেতর থেকে এর স্তম্ভ ও গম্বুজের ক্ষতিসাধন হয়েছে। মসজিদটি ১৫ শতকের এক সূফী সাধক চিরনিদ্রার স্থান এবং এর একটি ঐতিহাসিক গ্রন্থাগার ছিল যাতে অনেক অমূল্য বই ছিল, যা গ্রন্থাগারে হামলাকারীদের আগুন লাগানোর [9] ফলে ধ্বংস হয়ে গেছে।

আরেকটি ভিডিওতে [10], ত্রিপোলির সা’ত সড়কে সাইদি আল মাকারির সমাধিস্থল ধ্বংসের দৃশ্য দেখানো হয়েছে। এই ফুটেজটিও ২৪ আগস্ট ধারণ করা হয়েছে।

তৃতীয় আরেকটি ভিডিওতে [11] জাইয়াত ব্লাতের ধ্বংস বিস্তারিত দেখানো হয়েছে, এটিও জিলতেনে।

এবং আরেকটি ভিডিওতে [12] ভিডিওতে ত্রিপোলির সা’ত সড়কে তুরস্ক সাম্রাজ্যবাদেরঃ ইউসুফ পাশা কারামালির পরিবারের সমাধিস্থল ধ্বংসের দৃশ্য দেখানো হয়েছে।