সৌদি আরবঃ স্বীয় রীতিতে জাতীয় দিবস উদযাপন

সৌদি আরবের জনগণ ২৪ শে সেপ্টেম্বরকে তাদের জাতীয় দিবস হিসেবে উদযাপন করে এবং এ বছর সৌদির তরুণ প্রজন্ম স্বকীয়তা রীতিতে এ দিবসটি পালন করেছে। টুইটারে এই দিনটির জন্য একটি বিশেষ হাশ ট্যাগ #اليوم_الوطني ব্যবহার করা হয়েছে, যার অর্থ জাতীয় দিবস।

সামাজিক মাধ্যমের তথ্য অনুযায়ী, এই দিন যুব সমাজ রাস্তায় নেমে এসেছিল এবং নাচ ও গাড়িতে করে প্যারেডের মাধ্যমে তারা দিবসটি উদযাপন করেছে। কেউ কেউ এটাকে পবিত্র দিন উদযাপনের সাথে তুলনা  করেছেন, যেটি ইসলামিক রাষ্ট্রসমুহে নিষিদ্ধ। আবার অন্যরা বলেছে এই বছরের জাতীয় দিবস ছিল নাচের প্রদর্শন। সুতরাং যদি মনে কর যে তুমি নাচতে পার, তবে নাচ।

হামাদ দ্রায়ে তার হতাশার কথা বলেছেনঃ

@হামাদদ্রায়েঃ “কিছু” লোক #জাতীয় দিবস ‫#اليوم_الوطني‬ যেভাবে উদযাপন করল তা সত্যি হতাশার।

রাশা মোহাম্মদ ছিলেন কৌতুহলীঃ

@রাশাএমবিঃ রাস্তায় জাতীয় দিবস উদযাপনের ব্যাপারে আমি এতোই কৌতুহলী ছিলাম যে তা সরাসরি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ‫#اليوم_الوطني

আমাল ঐ দিন যুবকদের আচরন আমলে না নেয়ার কথা বলেছেনঃ

@_হোপ২১: ইডিয়টদের আচরণে কেউ মনোযোগ দেয় না, তারা এটার প্রাপ্য না। একারনে তারা ঐ ‫‫#اليوم_الوطني এ সবাই নেকড়েতে পরিণত হয়েছিল।

রিম আলহিন্দি উদযাপনের এই ছবিটি শেয়ার করেছেনঃ

A bus full of young Saudi men celebrating National Day

একটি বাস ভর্তি সৌদি যুবক ছেলেরা জাতীয় দিবস উদযাপন করছে। ছবিটি রিম আলহিন্দি টুইটারে শেয়ার করেছেন।

ফয়সাল মাহমুদ নিচের ছবিটি শেয়ার করেছেন যেখানে এই উৎসব উদযাপনে সবুজ রঙের একটি পিক আপ ট্রাক দেখা যাচ্ছেঃ

A pick up truck painted green to celebrate Saudi National Day

সৌদি জাতীয় দিবস উদযাপনের জন্য একটি পিক আপ ট্রাক সবুজ রঙ করা হয়েছে। ফয়সাল মাহমুদ টুইটারে ছবিটি শেয়ার করেছেন।

মোহাম্মদ আবুথানাইন মন্তব্য করেছেনঃ

@এম_আবুথানাইনঃ ক্ষমা করা হবে ভেবে আজ রাতে সৌদি বার খোলা আছে।

এবং সৌদি নিউজ খারাপ সংবাদ পরিবেশন করেছে [আরবি]:

سقوط شاب من أعلى كوبري شارع صاري أخرج جسده من نافذة السيارة ، حينما كان يحتفل بـ #اليوم_الوطني ..

@সৌদিনিউজ৫০: গাড়ির জানালা দিয়ে শরীর বের করে জাতীয় দিবস উদযাপনের সময় সারি রাস্তার ফ্লাইওভার থেকে এক যুবক নিচে পড়ে যায়।

এই ছবিটিতে [সতর্ক বার্তাঃ গ্রাফিক বিষয়বস্তু] রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত একজনের শরীর দেখা যাচ্ছে।

ইতিমধ্যে, ইমান উইলবি রিলাই মন্তব্য করেছেনঃ

@এক্সসৌদিমহিলাঃ #اليوم_الوطني ওহ দাঁড়াও, আমার মনে হয় আমি জানি। তুমি তোমার মূঢ়তা, কাপুরুষতা, স্ত্রী – বিদ্বেষতা, কুসংস্কার, আত্মরতি, আহংকার এবং ঘৃণাকে উদযাপন করছ।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .