গ্লোবাল ভয়েসেস পডকাস্ট: প্রযুক্তি ক্ষমতায়নে সহায়তা করে!

গ্লোবাল ভয়েসেস পডকাস্ট হোমপেইজআইটিউনসে সাবস্ক্রাইব করুন

হ্যালো বিশ্ব!

গ্লোবাল ভয়েসেস পডকাস্টের এই সংস্করণে আপনি শুনতে পাবেন মিশরের নারীরা হয়রানীর বিরুদ্ধে লড়ার জন্য কিভাবে প্রযুক্তি ব্যবহার করছেন, এবং গ্লোবাল ভয়েসেস এর লেখক ও সম্পাদকগণ ২০১১ সালের নভেম্বর মাসে লন্ডনে অনুষ্ঠিত মোজিলা উৎসবে গিয়ে কি অভিজ্ঞতা সংগ্রহ করেছেন।

আমরা বিশ্ব এইডস দিবসও পালন করেছি মিশর এবং কেনিয়ার এইচআইভি/এইডস কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকারী ব্যক্তিদের সাথে কথা বলেছি তাদের বিশেষ কাজটি সম্বন্ধে বিস্তারিত জানার জন্যে।

নারীর ক্ষমতায়নে প্রযুক্তি

প্রথমেই আমরা দেখে নেব মিশরের রাস্তাগুলোতে নারীদের হয়রানীর চিত্র। কায়রোর এন্জি ঘোজলান একজন কমবয়সী মেয়ে যিনি যৌন হয়রানীর বিরুদ্ধে লড়াই করছেন এবং এই বিষয়টির সামাজিক স্বীকৃতির ব্যাপারটি পরিবর্তনের ভার নিজের হাতে নিয়েছেন। তিনি ম্যাপ প্রযুক্তি ব্যবহার করেছেন সেই নারীদের কণ্ঠস্বরগুলো তুলে ধরার জন্যে যারা বলতে চায় রাস্তায় তাদেরকে কিভাবে উত্যক্ত করা হয়েছিল।

ফলাফলটি হল হ্যারাসম্যাপ বা হয়রানির চিত্র। গ্লোবাল ভয়েসেস এর লেখক, মারিয়া গ্রাবোস্কি কিজায়ের এন্জির সাথে প্রকাশ্যে নারীদের স্বস্তি ও সুরক্ষার বিষয়ে তাঁর কাজ নিয়ে কথা বলেছিলেন।

বিশ্ব এইডস দিবস

প্রতি বছর পহেলা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়। এটি একটি সময় সেইসব মানুষদের কথা চিন্তা করার যারা এইচআইভি বা এইডস নিয়ে বেঁচে আছেন এবং এ সময় বিশেষভাবে ভাবা হয় তাদের ও তাদের সেবাকারীদের সাহায্যের জন্য কি করা যেতে পারে। আমার দুজন লোকের সাথে কথা হয়েছিল যারা এ অবস্থার উন্নতির জন্য ও জনসচেতনতা সৃষ্টিতে কঠোর পরিশ্রমের কাজ করছেন।

প্রথমজন আহমেদ আওয়াদাল্লা মিশরি নাগরিক। তিনি কায়রো পরিবার পরিকল্পনা ও উন্নয়ন সমিতিতে ছিলেন এবং বর্তমানে নাগরিক অধিকার রক্ষায় মিশরীয় পদক্ষেপ নামক সংস্থার সাথে কাজ করছেন। তিনি এই বিষয় নিয়ে সামাজিক লজ্জার ব্যাপারটি বলছিলেন এবং বর্তমান মিশরে অভ্যুত্থান যে ঝুঁকি পূর্ণ জনগোষ্ঠীকে সাহায্য করার পথে প্রধান বাঁধা সেটির উপর আলোকপাত করেছেন।

দ্বিতীয়জন লিয়াহ ওকিও একজন সমাজ সচেতন ব্যক্তি, ব্লগার, লেখক এবং ওয়ার্ল্ড প্লাস’ এর প্রতিবেদক। জেকোলো রুরাল উইমেন রেসপন্স টু এইচআইভি/এইডস এবং পজিটিভ অ্যাকশন ফর চেঞ্জ (পিএসিএইচও) নামে নারীদের দুটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা এই ভদ্রমহিলা রাইজিং ভয়েসেস এর এইচআইভি/এইডস এ আক্রান্ত ব্যাক্তিদের কণ্ঠস্বর তুলে ধরার প্রকল্প ‘ব্লগিং পজিটিভলি‘ এর একজন অংশগ্রহণকারীও। আমরা তাঁর সাথে কথা বলেছিলাম কেনিয়ার স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা এবং তাঁর ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে।

আপনিও ব্লগিং পজিটিভলি উদ্যোগের সাথে যুক্ত হতে পারেন যদি আপনি এইচআইভি/এইডস'এর সঙ্গে যুক্ত নাগরিক মিডিয়ায় আগ্রহী হন। যদি আপনি বিশ্ব এইডস দিবস নিয়ে টুইটারে অংশ গ্রহণ করেন, অনুগ্রহ করে #BlogPos (#ব্লগপজ) হ্যাশ ট্যাগটি ব্যবহার করলে আমরা আপনাকে খুঁজে নেব।

সক্রিয় গ্লোবাল ভয়েসেস

মোজিলা উৎসব প্রযুক্তি মেলা।

মোজিলা উৎসব প্রযুক্তি মেলা। ছবি মোজিলা ইন ইউরোপের সৌজন্যে – সিসি লাইসেন্সের আওতায় ব্যবহৃত

“গণমাধ্যম, স্বাধীনতা এবং ওয়েব” এর উপর ২০১১ সালের নভেম্বর মাসে মোজিলা উৎসবটির আয়োজক ছিল লন্ডন। এর বিজ্ঞান মেলায় গ্লোবাল ভয়েসেস এর প্রতিনিধিত্ব করেছিলেন একটি চমৎকার দল। একসাথে এতজন গ্লোবাল ভয়েসেস মেধা এক জায়গায় হওয়ায় আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল তারা কি করেছেন। এমা ব্রেউইন আমাদের নাগরিক সাংবাদিক সংস্থার সহ-সম্পাদক। মার্তা কুপার আমাদের একজন লেখক যিনিও গ্লোবাল ভয়েসেস এর বোর্ডেও আছেন। পলা গোজ আমাদের বহুভাষী প্লাটফর্মের সম্পাদক যিনি একটি সরাসরি ভিডিও সংযোগ দিয়ে একজন সহকর্মীকে এই ইভেন্টটির সবকিছু দেখাচ্ছিলেন।

১০বছর বয়সী আমিরা সম্ভবত গ্লোবাল ভয়েসেস পডকাস্টে এ পর্যন্ত সবচেয়ে কম বয়স্ক সাক্ষাৎকার গ্রহীতা। সে আমাদের ইরাকের লেখক সালাম আদিলের সাক্ষাৎকার নিয়েছিল।

মজিলা উৎসবে গ্লোবাল ভয়েসেস

এমা ব্রেউইন, মার্তা কুপার, সালাম আদিল, এবং পলা গোজ

বেশ, এগুলোই ছিল গ্লোবাল ভয়েসেস পডকাস্টের এই সম্পাদনায় যা আমরা তুলে ধরেছি। শোনার জন্য সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ আমাদের সকল প্রদায়কদের এবং সাক্ষাৎকার দাতাদের। আগামী মাসে আমরা আবার আসবো কিন্তু আপনি সর্বদাই আসবেন টুইটার অথবা ফেইসবুকের মত আমাদের সোশ্যাল মিডিয়া স্পেসে এবং বলবেন হাই।

সঙ্গীতের জন্যে কৃতজ্ঞতা:

পডকাস্টটিতে আপনি শুনতে পাবেন প্রচুর উপভোগ্য ক্রিয়েটিভ কমন্স সঙ্গীত। আপনি যদি আরও খুঁজে বের করতে চান এখানে লিংকগুলো আছে এই শিল্পীদের সম্বন্ধে। অর্ব গেতারকে ধন্যবাদ আটলান্টিনস লেমুরিয়ান ক্যান্ডিডেট সঙ্গীতের জন্য, মার্ক কটোনকে স্পিরিচুয়ালাইজ হামিজ এর জন্য, সুপারবাস এবং এনএস'কে ফুজাদ'এর জন্য! অধিকাংশ সঙ্গীতই খুঁজে পাওয়া গিয়েছে ওপিসাউন্ড ডট অর্গ, মুক্ত মিউজিক সংরক্ষণ অথবা সরাসরি শিল্পীদের কাছ থেকে। এই পডকাস্ট করতে ব্যবহৃত অপূর্ব সব সঙ্গীতের শিল্পী এবং এর সাথে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ।

গ্লোবাল ভয়েসেস পডকাস্ট হোমপেইজSubscribe in iTunes

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .