জাপানঃ ফুকুশিমার পারমাণবিক পরিষ্কারকরণ কর্মীদের বিপদ উন্মোচিত

এই পোস্টটি আমাদের জাপান ভূমিকম্প ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। 

জাপানের নতুন অনলাইন নাগরিক মাধ্যম ৮বিট খবরে গত ১৮ সেপ্টেম্বর, ২০১২ তেসুয়া হায়াশি একটি ভিডিও আপলোড করেছেন, যিনি দুর্ভাগ্যজনকভাবে ফুকুশিমা দাইচি পারমানবিক পাওয়ার প্লান্টে পরিষ্কারকরণ কর্মী হিসেবে যোগদান করেন।

তিনি তার কাজে ‘ব্যাকআপ লজিস্টিক সাপোর্ট’ কৌশল প্রয়োগ করেন। কিন্তু উচ্চ মাত্রার বিকিরণের মধ্যে কাজ করা কর্মীদের মধ্যে তিনি নিজেকে প্রথম সারির একজন হিসেবে আবিষ্কার করেন, যে বিকিরণের হার প্রতি মিনিটে প্রায় ১ এমএসভি।

জাপানে ২০১১ সালের ভূমিকম্প আর সুনামির ক্ষয়ক্ষতির অন্যতম হচ্ছে উপকূলীয় পাওয়ার স্টেশনগুলো ধ্বংস হয়ে যাওয়া

ভিডিওটি [এখন দেখা যাচ্ছে না] ফুকুশিমা দাইচিতে কর্মীদের করুণ পরিস্থিতির বর্ণনা করছে:

18、19の未成­年も含め、放射線作業の知識や経験もない素人集団が、十分な教育も受けられないまま、経歴を詐称させられ安い賃金で現場に送り込まれる現実に直面した。

১৮,১৯ বছরের যুবাদের উপযুক্ত প্রশিক্ষণ ও শিক্ষা ছাড়াই কাজের জন্য পাঠানো হয়েছে। আমাদের জীবনবৃত্তান্তে  মিথ্যে কাজের অভিজ্ঞতার কথা লিখতে বলা হয়েছে।

একজন টুইটার ব্যবহারকারি ব্যাপারটিতে এতোটাই ব্যাথিত যে তিনি ভিডিওটি ইংরেজিতে অনুবাদ করার সিদ্ধান্ত নিয়েছেনঃ

あまりにひどいので、英語発信しました。→【実名告発・特ダネ】原発作業員を「嘘の履歴書」で現場に。下請け構造不正の実態 @8bit_HORIJUN さんより

এটা অতিরিক্ত। আমি ইংরেজিতে অনুবাদ করেছি। →[প্রকৃত নাম/ টুকরো খবর] পারমাণবিক পরিষ্কারকরণ কর্মীদের কাজের জন্য সাইটে মিথ্যে জীবনবৃত্তান্ত দিয়ে পাঠানো হচ্ছে। @৮বিট_হরিজন এর মাধ্যমে সত্য প্রকাশিত।

ইউরি হিরানুমার করা ভিডিওচিত্রটির অনুবাদ এখানে পড়া যাবে।

এই পোস্টটি আমাদের জাপান ভূমিকম্প ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .