টুইটারে মুসলমানদের মজার মজার ক্ষোভ

আজ টুইটার মুসলমানদের জন্যে একটি সুখী জায়গা ছিল। এতে তারা তাদের ক্ষোভ প্রকাশ করতে পালাক্রমে একসঙ্গে ১৪০টি চরিত্র ঢেলে দিয়েছে। এদের কেউ কেউ এমনকি মীম (সাংস্কৃতিক অনুকরণ) ভাগাভাগির মতো যথেষ্ট সৃষ্টিশীলতা দেখিয়েছে।

আজকে এর আগে নিউজউইক তাদের আসন্ন প্রচ্ছদ কাহিনী টুইট করেছে: সোমালি-ডাচ এক্টিভিস্ট আয়ান হারিসি আলী কিভাবে মুসলমানদের ক্ষোভ থেকে রক্ষা পেয়েছিল – এবং আমরা কিভাবে সেটা শেষ করতে পারি।

এর পরের টুইটটিতে লেখা রয়েছে:

@নিউজউইক: আমাদের সর্বশেষ প্রচ্ছদ নিয়ে আলোচনা করতে চান? চলুন আমরা সেটা শুনি এই হ্যাশট্যাগে: #মুসলিমক্ষোভ

হ্যাশট্যাগ #মুসলিমক্ষোভ মজা, উপহাস এবং বিরামহীন কৌতুকের সদর দরজা খুলে দিয়েছে। টুইটের পরে টুইট করে নেটাগরিকরা বিশ্বজুড়ে পয়গম্বর মোহাম্মদ এবং ইসলামের অবমাননাকারী মনে করা একটি ১৪মিনিটের ট্রেলারের বিরুদ্ধে প্রতিবাদ করা মুসলমানদের প্রচলিত প্রতিশোধস্পৃহ চেহারাকে হটিয়ে দিয়েছে। ‘মুসলিম ইনোসেন্স’ চলচ্চিত্রটি ইউটিউবে আপলোড করা হয়েছিল।

একটি ক্ষুদ্ধ জনতা লিবিয়ার বেন গাজী্তে মার্কিন যুক্তরাষ্ট্রের (মার্কিন) কনস্যুলেট আক্রমণ করে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ আরো তিনজন দূতাবাস কর্মীকে হত্যা করেছে। সুদানের খার্তুমে আমেরিকান দূতাবাসের দিকে যাওয়ার পথে তারা জার্মান দূতাবাস পুড়িয়ে দিয়েছে

#মুসলিমক্ষোভ হ্যাশট্যাগের পিছনে মুসলমানরা আরেকটি চেহারা দেখিয়েছে। হিজাবি মেয়ে চিৎকার করে বলেছে:

@হিজাবিমেয়েরসমস্যা: বিমানবন্দরে আপনি আপনার ভাতিজাকে হারিয়ে ফেলার পর কিন্তু আপনি তার নাম ধরে চিৎকার করতে পারবেন না, কারণ তার নাম জিহাদ। #মুসলিমক্ষোভ

মুসলমান পুরুষদের একটি সাধারণ নাম জিহাদ  এর ব্যাখ্যা হলো ধর্মীয় দায়িত্ব হিসেবে ইসলামের পক্ষে ঘোষিত ধর্মযুদ্ধ।

@পকেটসারা মুসলমানদের প্রার্থনা রীতি নিয়ে কিছু বিভ্রান্তি ভাগাভাগি করেছেন:

৩ বা ৪ রক৩আস? # মুসলিমক্ষোভ হ্যাশট্যাগের প্রতিক্রিয়ায় @পকেটসারা টুইটারে ভাগাভাগি করেছেন

রুকু হলো মুসলমানদের নামাজে দাঁড়িয়ে থাকার সময় নিচে ঝুঁকা। ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটি ওয়াক্তের উপর নির্ভর করে রুকু’র সংখ্যা দুই থেকে চারটি হয়ে থাকে।

@Hijabidefender shares this picture on Twitter

“ভাই ওটা হারাম!” @হিজাবিরক্ষক টুইটারে এই ছবিটি ভাগাভাগি করেছেন

এবং @হিজাবিরক্ষক উপরের ছবিটিসহ এই টুইটটি করেছেন:

@হিজাবিরক্ষক: শিশা ধূমপান করার সময় আপনি কোন হিজাবিকে ধূমপান করতে দেখলে আপনার প্রতিক্রিয়া হায় খোদা, সে হারাম কাজ করছে #মুসলিমক্ষোভ

কোন মহিলা হিজাব বা মাথার ইসলামী ওড়না (বোরকা) পরে থাকলে তাকে হিজাবি বলা হয়; শিশা হলো মধ্যপ্রাচ্য জুড়ে ধূমপান করা এক ধরনের গড়গড়া বা হুক্কা আর ইসলাম অনুসারে পাপ শব্দের অনুবাদ হলো হারাম।

এদিকে ইয়েমেনে কর্মরত একজন সাংবাদিক এডাম ব্যারন ক্ষুদ্ধ মুসলমানদের এই ছবিটি ভাগাভাগি করেছেন:

ইয়েমেনি বিপ্লবের সময় সাংবাদিক এডাম ব্যারনের ইয়েমেনি বন্ধুরা একটি সরকার বিরোধী বিক্ষোভের সময় হাত নেড়ে ইশারা করেছিল। টুইটারে ভাগাভাগি করা ছবি

তিনি টুইট করেছেন:

@এডামব্যারন: মার্কিন মদদপুষ্ট (এখন প্রাক্তন) প্রেসিডেন্টের বিরুদ্ধে তাদের বিক্ষোভ-মিছিলের একটি ছবি তোলার সময় ২ ইয়েমেনি বন্ধু আমাকে লক্ষ্য করেছিল #মুসলিমক্ষোভ

আরেকটি টুই্টে তিনি লিখেছেন:

@আডামব্যারন: গত অক্টোবরে একজন এক্টিভিস্ট বন্ধু ‘মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি’ মার্কা মারা একটি কাঁদানে গ্যাসের খোল আমার হাতে দিয়ে বলেছিল “দেখ।” (তারপর) পরিহাস করে বলেছিল, “তোমার সরকারের একটি উপহার” #মুসলিমক্ষোভ

মিশর থেকে সারাহ কার কৌতুক করেছেন:

@সারাহকার: আরেকদিন আমি আমার বন্ধু মোহামেদকে ফোন করেছিলাম, কিন্তু সে “আমি এখন কথা বলতে পারবো না বলে আমি এখন রাগ প্রকাশ করছি” বলে জোরে ফোনটা রেখে দিয়েছিল #মুসলিমক্ষোভ

গ্লোবাল ভয়েসেসের লেখক জিলিয়ান ইয়র্ক স্টোরিফাইতে টুইটার থেকে পাওয়া বিভিন্ন প্রতিক্রিয়া সংকলিত করেছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .