সিরিয়াঃ উইসাম আল জাহারির নকশাতে বিপ্লব

এই পোস্টটি আমাদের সিরিয়া বিদ্রোহ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। 

সিরিয়ার বিপ্লব অনেক শিল্পী, লেখক, চিত্রশিল্পী, পরিচালক ও আলোকচিত্রীকে অনুপ্রাণিত করেছে। এটা অনেক উদ্ভাবনী সিরীয় যারা এতদিন তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারে নি, তাদের জাগিয়ে তুলেছে এবং তারা তাদের কাজ অনলাইনে প্রকাশ করছে।

অসম্ভব সুন্দর এইসব আলোকচিত্র, ছবি, গান এবং কবিতাগুলো শুধু সিরিয়দের সংগ্রাম আর ভোগান্তির কথাই বলে না, বরং এগুলো একটি মুক্ত এবং গণতান্ত্রিক দেশ পাবার জন্য তাদের উচ্চ আশা এবং আকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি।

উইসাম আল জাহারি একজন তরুন সিরিয় গ্রাফিক্স ডিজাইনার, যিনি তার ব্লগ এবং ফেসবুক পেজে এই বিপ্লবে অবদান রাখতে তার নিজস্ব উপায় ব্যবহার করেছেন।

তিনি গ্লোবাল ভয়েসেসকে বলেনঃ

২০১১ সালের এপ্রিলে দারার আল ওমারি মসজিদে ঝড়ের পর থেকে আমি এই বিপ্লবের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। গতানুগতিক এবং সাধারণ রাজনৈতিক নকশার পরিবর্তে আমার ধারনা প্রকাশের ক্ষেত্রে আমি দর্শনশাস্ত্র কে অবলম্বন করার চেষ্টা করেছি।

উইসামের কাজগুলো তার জন্য খুব সহজ কিছু ছিল না। তিনি অনেক হুমকির সম্মুখীন হয়েছেন এবং সিরিয়ার শাসকরা তাকে ধরার জন্য গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছিল। তিনি বর্তমানে আত্মগোপন করে আছেন, যেখানে তার অভিভাবকরা তাদের নিরাপত্তার স্বার্থে সিরিয়া থেকে পালিয়ে যান।

নিচে তার আঁকা কিছু নকশা রয়েছে। পোস্টগুলো তার অনুমতিক্রমে প্রকাশিত এবং এগুলো তার ফেইসবুক পাতা ও তার ওয়েবসাইটেও পাওয়া যাবে।

 বিপ্লব একটি নারী, তাই নিজেকে মুক্ত করে দাও।

মৃত্যুর জমিতে রুটি এবং মানুষ

গায়াথ মাতার স্মৃতির প্রতি

একনায়কের দণ্ডাদেশের মধ্যে নর্তকীরা

সিরিয়ার সমস্ত শিল্পীর জন্য স্বাধীনতা

শ্রমের স্বাধীনতা

বিপ্লব হল অতীত এবং ভবিষ্যতের মধ্যে একটি দ্বন্দ্ব

একটি স্বপ্নের জন্য মৃত ব্যক্তির আত্মার শান্তি কামনায় সমবেত প্রার্থনা

o

জীবন থেমে থাকে না

সর্বশেষ ইচ্ছা

এই পোস্টটি আমাদের সিরিয়া বিদ্রোহ ২০১১/১২ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। 

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .