সৌদি আরবঃ ইউ টিউব বন্ধে কর্তৃপক্ষের অবরোধ

সৌদি সরকারি সংবাদ সংস্থা এস পি এ  আজ সকালে রিপোর্ট করেছে যে, সৌদি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি কমিশন ইউ টিউব বন্ধের হুমকির মাধ্যমে “ইনোসেন্স অফ মুসলিম”চলচ্চিত্রটির বিশেষ বিজ্ঞাপনী অংশের প্রতি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং বিবৃতি প্রকাশিত হওয়ার পর যার অন্তত একটি ক্লিপ অবরোধ করা হয়েছে।

এস পি এ  রিপোর্ট করেছে [আরবি]:

قامت هيئة الاتصالات وتقنية المعلومات بتوجيه شركات الاستضافة في المملكة بحجب هذا الفيلم […]، كما قامت الهيئة بمخاطبة شركة جوجل لحجب جميع روابط اليوتيوب الالكترونية المحتوية على الفيلم وفي حال عدم الاستجابة لهذا الطلب فستقوم الهيئة بحجب موقع يوتيوب بالكامل.

সৌদি যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি কমিশন সৌদি আই এস পি কে চলচ্চিত্রটি ব্লক করার নির্দেশ দিয়েছে […]। এছাড়াও কমিশনটি গুগলের সাথে যোগাযোগ করে সেই সিনেমা সম্বলিত ইউ টিউবের  সমস্ত ইউ আর এল গুলো অবরুদ্ধ করার অনুরোধ জানিয়েছে। যদি গুগল থেকে কোন ধরণের সহযোগিতা পাওয়া না যায়, তবে কমিশনটি ইউ টিউব পুরোপুরি বন্ধ করে দিবে।

সৌদি আরবের জনগণ যারা বিশ্বব্যাপী ইউ টিউব ব্যবহারে শীর্ষস্থানীয় তারা সামগ্রিকভাবে এই বিবৃতিতে রাগ এবং বিদ্রূপের সঙ্গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউ টিউবে  অন্তত একটি ক্লিপ অবরোধ করা হয়েছে, @এসামজ থেকে প্রাপ্ত

সৌদি ব্লগার থুমার আল মারজোগী টুইট করেছেনঃ

على احتمالين، بسوء ظن: الدولة تريد استغلال فرصة الفيلم لتقوم #حجب_اليوتيوب بما يشمل نشاطاته الفكرية والسياسية، بحسن ظن: ماهيب عارفه وشو حجب

@থুমারম: এর পেছনে দুই ধরণের সম্ভাবনা থাকতে পারেঃ রাষ্ট্র তার নিজস্ব ভাবনা এবং রাজনৈতিক বিবেচনায় এই সুযোগ কাজে লাগিয়ে ইউ টিউব অবরোধ করে দিতে চায়, অথবা তারা নিজেরাই জানে না অবরোধ করা বলতে কি বোঝায়।

সৌদি টুইটার ব্যবহারকারী মৌসাব ফুয়াদ টুইট করেছেনঃ

اليوم #حجب_اليوتيوب عشان مقطع ١٥ دقيقة بكرا حجب تويتر عشان ١٤٠ حرف! اللعنه اللعنه

@ডরয়কঃ তারা একটি 15 মিনিটের ক্লিপ জন্য ইউ টিউব অবরুদ্ধ করেছে। পরে তারা একটি 140-অক্ষর বিশিষ্ট টুইটের জন্য টুইটার অবরুদ্ধ করবে! এটা অভিশাপ!

সৌদি কলামিস্ট এবং অর্থনীতিবিদ ইসাম আল জামিল টুইট করেছেন:

الفيلم المسيء تم حجبه عن مصر وليبيا. لذلك حجبه عن السعودية من قبل يوتيوب سهل جدا. ولا يحتاج تهديد ووعيد!. #حجب_اليوتيوب

@এসামজঃ আক্রমণাত্মক মুভিটি [ইউ টিউব দ্বারা] মিশর এবং লিবিয়ায় অবরোধ করা হয়েছে এবং সৌদি আরবেও এই ইউ টিউব অবরুদ্ধ করা খুব সহজ। এ জন্য কোন ভীতি প্রদর্শনের প্রয়োজন নেই!

এই বিবৃতি প্রকাশিত হওয়ার পর ইউ টিউবের অন্তত একটি ক্লিপ অবরোধ করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .