- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

৭.৬ মাত্রার ভূমিকম্পে কোস্টারিকা কম্পিত

বিষয়বস্তু: ল্যাটিন আমেরিকা, কোস্টা রিকা, তাজা খবর, দুর্যোগ, নাগরিক মাধ্যম

২০১২ এর ৫ই সেপ্টেম্বর সকাল ৮:৪২ মিনিটে সংঘটিত ৭.৬ (মারকালি) মাত্রার ভূমিকম্পের ব্যাপারে কোস্টারিকানরা সাথে সাথেই টুইটবার্তা পাঠিয়েছেন। গুয়ানাকেস্ট [1] এলাকায় ভূকেন্দ্রে থেকে সৃষ্ট ভূমিকম্প পার্শ্ববর্তী লাইবেরিয়া [2] এবং সান জোসেও [3] অনুভূত হয়। টুইটার ব্যবহারকারীরা আরো জানিয়েছেন যে এই ভূমিকম্প অনেক সময় ধরে হয়েছিল। নাগরিকরা হ্যাশট্যাগ #temblorcr [4]#terremotocr [5] ব্যবহার করছে।

এরিয়েল আরবুলোরা (@এরিয়েলআরবুলোরা [6]) [স্প্যানিশ ভাষায়] টুইট করেছেন:

@arielarburola [7]: Casi corro pero me dió tiempo de poner #temblorcr [4]

@এরিয়েলআরবুলোরা [7] [স্প্যানিশ ভাষায়]: আমি প্রায় দৌড়েছি কিন্তু আমার লেখার সময় ছিল #temblorcr [4]

ক্ষতির কিছু প্রতিবেদন আসছে, এমনকি টুইটারেও। সার্জিও পাচেকো (@লাফোতো [8]) [স্প্যানিশ ভাষায়] মন্টেজুমায় উপকেন্দ্রের কাছে, তার বোনের বাড়ির ক্ষতির কথা জানিয়েছেনঃ

@lafoto [9]: la casa de mi hermana en Montezuma en Guanacaste con el piso levantado #temblorcr [4]

@লাফোতো [9] [স্প্যানিশ ভাষায়]: মন্টেজুমা গুয়াকাস্টে আমার বোনের বাড়ির মেঝে উপড়ে পড়েছে #temblorcr [4]

কয়েকটি মোবাইল নেটওয়ার্ক অকেজো হয়ে পড়েছে, ক্রিস্টিয়ান ক্যামব্রোনেরো (@ক্যামব্রোনেরো [10]) [স্প্যানিশ ভাষায়] জানান:

@cambronero [11]: Caída la red de Movistar, el ICE funciona parcialmente #terremotocr [5]

@ক্যামব্রোনেরো [11] [স্প্যানিশ ভাষায়]: আইসিই [কোস্টারিকান ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিসিটি] পার্শ্বীয়ভাবে কাজ করছে #terremotocr [5]

ফাবিয়ান কালভো (@ফাবিয়ানকালভো [12]) [স্প্যানিশ ভাষায়] উত্তর দিয়েছেনঃ

@FabianCalvo [12]@cambronero [11] Acá por el contrario, yo tengo Movistar y puedo llamar a Claro y a líneas fijas del ICE, a los celulares Kolbi no puedo del todo

@ফাবিয়ানকালভো [12] [স্প্যানিশ ভাষায়]: @ক্যাম্ব্রোনেরো [11] এখানে পুরোই উল্টো, আমার মোভিস্টার আছে এবং আমি ক্লারো আর আইসিইর ল্যান্ডলাইনগুলোতে কল করতে পারছি, কলবি মোবাইলে পুরোপুরি সংযোগ পাচ্ছি না।

অভসিকোরি [13] (কোস্টারিকার সিসমোলজিকাল প্রতিষ্ঠান) প্রতিবেদন করেছে যে নিকয়া পেনিনসুলার উপকূল ভূমিকম্পের কারণে এক মিটার উপরে উঠতে পারে, যেমন কোস্টারিকার এল পিরিওডিকো (@এলপিরিওডিকোকোর.কম [14]) [es] প্রতিবেদন করেছেঃ

@elperiodicocr.com [15]: Terromoto levantó la Penínzula [sic] de Nicoya en por lo menos un metros, dice Marino Protti, del OVSICORI.

@এলপিরিওডিকোকোর.কম [15] [স্প্যানিশ ভাষায়]: ভূমিকম্প নিকয়া পেনিনসুলাকে কমপক্ষে এক মিটার উপরে তুলে দিয়েছে, অভিসকোরির মারিনো প্রত্তি এ কথা বলেছেন।

এডিএন এফএম রেডিওর [16] [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে সরাসরি সিগন্যাল শোনা যেতে পারে, যেখানে লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন, ছাদ ধস, ও ভাঙন, সম্পর্কে তথ্য দিচ্ছে, যদিও এখনো কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি।

প্রশান্ত অঞ্চল ও চিলিতে একটি স্বয়ংক্রিয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু জাতীয় জরুরি কমিশন (সিএনই) কোস্টারিকান প্রশান্ত উপকূলে তা বন্ধ করে দিয়েছে।

টুইটার ও গণমাধ্যমে, যেমন রেডিও এডিএন এফএম-এ, নাগরিক ও সাংবাদিকগণ মন্তব্য করেছেন যে জনসাধারণ ইন্টারনেট ও টুইটারের মত সামাজিক মাধ্যমগুলোতে নিজেদেরকে প্রতিবেদিত করছে।

দেশটির প্রেসিডেন্ট, লরা চিনচিলা (@লরা_সিএইচ [17]) [স্প্যানিশ ভাষায়] জাতীয় জরুরি বিভাগ থেকে তথ্য প্রদানের কথা তুলে ধরেছেনঃ

@Laura_Ch [18]: Ante dificultades en el sistema de telecomunicaciones me dirijo a CNE para recibir informe sobre seismo q sacudió al país.

@লরা_সিএইচ [18] [স্প্যানিশ ভাষায়]: টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে দেশে ভূমিকম্পের তথ্য জানার জন্য আমি সিএনইতে যাচ্ছি।