৭.৬ মাত্রার ভূমিকম্পে কোস্টারিকা কম্পিত

২০১২ এর ৫ই সেপ্টেম্বর সকাল ৮:৪২ মিনিটে সংঘটিত ৭.৬ (মারকালি) মাত্রার ভূমিকম্পের ব্যাপারে কোস্টারিকানরা সাথে সাথেই টুইটবার্তা পাঠিয়েছেন। গুয়ানাকেস্ট এলাকায় ভূকেন্দ্রে থেকে সৃষ্ট ভূমিকম্প পার্শ্ববর্তী লাইবেরিয়া এবং সান জোসেও অনুভূত হয়। টুইটার ব্যবহারকারীরা আরো জানিয়েছেন যে এই ভূমিকম্প অনেক সময় ধরে হয়েছিল। নাগরিকরা হ্যাশট্যাগ #temblorcr#terremotocr ব্যবহার করছে।

এরিয়েল আরবুলোরা (@এরিয়েলআরবুলোরা) [স্প্যানিশ ভাষায়] টুইট করেছেন:

@arielarburola: Casi corro pero me dió tiempo de poner #temblorcr

@এরিয়েলআরবুলোরা [স্প্যানিশ ভাষায়]: আমি প্রায় দৌড়েছি কিন্তু আমার লেখার সময় ছিল #temblorcr

ক্ষতির কিছু প্রতিবেদন আসছে, এমনকি টুইটারেও। সার্জিও পাচেকো (@লাফোতো) [স্প্যানিশ ভাষায়] মন্টেজুমায় উপকেন্দ্রের কাছে, তার বোনের বাড়ির ক্ষতির কথা জানিয়েছেনঃ

@lafoto: la casa de mi hermana en Montezuma en Guanacaste con el piso levantado #temblorcr

@লাফোতো [স্প্যানিশ ভাষায়]: মন্টেজুমা গুয়াকাস্টে আমার বোনের বাড়ির মেঝে উপড়ে পড়েছে #temblorcr

কয়েকটি মোবাইল নেটওয়ার্ক অকেজো হয়ে পড়েছে, ক্রিস্টিয়ান ক্যামব্রোনেরো (@ক্যামব্রোনেরো) [স্প্যানিশ ভাষায়] জানান:

@cambronero: Caída la red de Movistar, el ICE funciona parcialmente #terremotocr

@ক্যামব্রোনেরো [স্প্যানিশ ভাষায়]: আইসিই [কোস্টারিকান ইন্সটিটিউট অফ ইলেক্ট্রিসিটি] পার্শ্বীয়ভাবে কাজ করছে #terremotocr

ফাবিয়ান কালভো (@ফাবিয়ানকালভো) [স্প্যানিশ ভাষায়] উত্তর দিয়েছেনঃ

@FabianCalvo@cambronero Acá por el contrario, yo tengo Movistar y puedo llamar a Claro y a líneas fijas del ICE, a los celulares Kolbi no puedo del todo

@ফাবিয়ানকালভো [স্প্যানিশ ভাষায়]: @ক্যাম্ব্রোনেরো এখানে পুরোই উল্টো, আমার মোভিস্টার আছে এবং আমি ক্লারো আর আইসিইর ল্যান্ডলাইনগুলোতে কল করতে পারছি, কলবি মোবাইলে পুরোপুরি সংযোগ পাচ্ছি না।

অভসিকোরি (কোস্টারিকার সিসমোলজিকাল প্রতিষ্ঠান) প্রতিবেদন করেছে যে নিকয়া পেনিনসুলার উপকূল ভূমিকম্পের কারণে এক মিটার উপরে উঠতে পারে, যেমন কোস্টারিকার এল পিরিওডিকো (@এলপিরিওডিকোকোর.কম) [es] প্রতিবেদন করেছেঃ

@elperiodicocr.com: Terromoto levantó la Penínzula [sic] de Nicoya en por lo menos un metros, dice Marino Protti, del OVSICORI.

@এলপিরিওডিকোকোর.কম [স্প্যানিশ ভাষায়]: ভূমিকম্প নিকয়া পেনিনসুলাকে কমপক্ষে এক মিটার উপরে তুলে দিয়েছে, অভিসকোরির মারিনো প্রত্তি এ কথা বলেছেন।

এডিএন এফএম রেডিওর [স্প্যানিশ ভাষায়] মাধ্যমে সরাসরি সিগন্যাল শোনা যেতে পারে, যেখানে লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন, ছাদ ধস, ও ভাঙন, সম্পর্কে তথ্য দিচ্ছে, যদিও এখনো কোন মৃত্যুর খবর পাওয়া যায় নি।

প্রশান্ত অঞ্চল ও চিলিতে একটি স্বয়ংক্রিয় সুনামি সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু জাতীয় জরুরি কমিশন (সিএনই) কোস্টারিকান প্রশান্ত উপকূলে তা বন্ধ করে দিয়েছে।

টুইটার ও গণমাধ্যমে, যেমন রেডিও এডিএন এফএম-এ, নাগরিক ও সাংবাদিকগণ মন্তব্য করেছেন যে জনসাধারণ ইন্টারনেট ও টুইটারের মত সামাজিক মাধ্যমগুলোতে নিজেদেরকে প্রতিবেদিত করছে।

দেশটির প্রেসিডেন্ট, লরা চিনচিলা (@লরা_সিএইচ) [স্প্যানিশ ভাষায়] জাতীয় জরুরি বিভাগ থেকে তথ্য প্রদানের কথা তুলে ধরেছেনঃ

@Laura_Ch: Ante dificultades en el sistema de telecomunicaciones me dirijo a CNE para recibir informe sobre seismo q sacudió al país.

@লরা_সিএইচ [স্প্যানিশ ভাষায়]: টেলিযোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে দেশে ভূমিকম্পের তথ্য জানার জন্য আমি সিএনইতে যাচ্ছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .