সিরিয়াঃ শুভ জন্মদিন বাশার

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

সিরিয়ার নাগরিকরা নিজের মত করে তাদের রাষ্ট্রপতি বাশার আল আসাদের জন্মদিনের কথা জানাচ্ছে, ১১ সেপ্টেম্বর ২০১২-এ, যিনি ৪৭ বছরে পা দিলেন। যখন সিরিয়ার বিপ্লব তার সবচেয়ে রক্তাক্ত অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছে, তখন অনেক নেট নাগরিক তাদের কম্পিউটারের কি-বোর্ড হাতে নিয়েছে এই আশায় যে এটাই হয়ত বাশারকে শেষ জন্মদিন পালন। অন্যরা শুভেচ্ছায় তার দীর্ঘায়ু, নিরাপদ এক সিরিয়ার কামনা করেছে।

শুভেচ্ছায় মিশ্র প্রতিক্রিয়া

সালুম, ১১ সেপ্টেম্বর-এর হামলা এবং আল আসাদের জন্মদিনের মাঝে একটা সংযোগ তৈরি করেছে [আরবী ভাষায়]:

#ذكرى_11سبتمبر و #عيد_ميلاد_الاسد ! بيوم واحد !!! يا ناس هاي مؤامرة كونية !! العمى !! #بشار_الاسد #سوريا

@সালোম_২৭: ১১ সেপ্টেম্বর-এর হামলার বার্ষিকী এবং বাশারের জন্মদিন একই দিনে!! বন্ধুরা, এটা একটা বিশাল চক্রান্ত!!!

সিরীয় নাগরিক ফ্রি দিদি বিস্মিত:

@কেদানা৬৪:আজ #দামেস্ক নিশ্চুপ, কারণ আজ তারা #বাশারের জন্মদিন পালনের প্রস্তুতি গ্রহণ করছে? #মিওয়ান্ডারিং

এবং অনেকের মত ইসসাম আশা করছে যে এটাই হয়ত হবে স্বৈরশাসকের শেষ জন্মদিন পালন:

@ইসসাম৫১০: আজ বাশার#আসাদের জন্মদিন। আমি তাকে, তার শেষ জন্মদিনের শুভেচ্ছা জানাই #سوريا

শিআহানার জানানো শুভেচ্ছাতে তেমন একটা আনন্দ ঝরছে না [আরবী ভাষায়]:

اللهم اجعلها آخر الشموع التي يطفأها في حياته ،فكم ميلاد اطفأ شموعه #عيد_ميلاد_الاسد

@ শিআহানার: হে ঈশ্বর! যে সকল মোমবাতিতে সে নেভাবে, সেগুলো যেন তার নেভানো সর্বশেষ মোমবাতি হয়। আর কত জন্মদিন সে কাটাবে?

মোহরা-ওয়াইল (ফোল এন্ড গাজেলা) একই দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে [আরবী ভাষায়]:

كل عاام وانت بخيرر وشعبك ينزف ؟! اطفي شمعتك اليوم يابشار !! فهذي اخر الشموع التي تحرقها على ظهر شعبك

@মোহরা-ওয়াইল: বাশার, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, এদিকে আপনার জনগণ রক্তাক্ত? আজকে আপনি ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দিন!!! আপনার জনগণের জীবনের মূল্যে যে মোমবাতি আপনি নেভাচ্ছেন, তা হবে আপনার শেষ মোমবাতি নেভানো।

লেবাননের নাগরিক হেবা বেন্ডাক টুইট করেছে:

@হেবাবেন্ডাক: কি ভাবে বাশার তার জন্মদিন পালন করবে তাই ভেবে আমি বিস্মিত। সম্ভবত তার লোকজন তাকে প্রদান করা জন্মদিনের উপহার হিসেবে আরো নারীদের ধর্ষণ এবং শিশুদের খুন করবে।

গত বছর, ইউটিউব ব্যবহারকারী সিরিয়ানগাই২০২০, আসাদের জন্মদিন উপলক্ষে একটি ভিডিও আপলোড করেছিল, যে ভিডিওতে সে গেয়েছিল, রক্তাক্ত হোক তোমার জন্মদিন, হে বাশার:

তবে সিরীয় রাষ্ট্রপতিরও অনেক সমর্থক রয়েছে, যারা তার দীর্ঘ জীবন কামনা করেছে:

@আইএ্যামস্ম্যাকটিঃ : ওহ, যাই হোক, আজ #সিরিয়ার রাষ্ট্রপতি ডঃ বাশারের জন্মদিন 😀 আমাদের নেতা, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা~ইশ্বর আপনাকে রক্ষা এবং দেশটিকে নিরাপদ রাখতে সাহায্য করুন।

জার্মানিতে বাস করা সিরিয়ার নাগরিক ম্যারি আসওয়াদ, তার শুভ কামনা জানিয়েছে:

@ম্যারি_আসওয়াদ সবচেয়ে মহান রাষ্ট্রপতি বাশার আল আসাদকে জন্মদিনের শুভেচ্ছা!

এবং দুবাই থেকে, মারকো আল তামিমি প্রার্থনা করেছেন [আরবী ভাষায়]:

#عيد_ميلاد_الاسد عيد ميلادك اتى واعداءك قد سحقوا تحت بساطيل جيش سورية الباسل. عيد ميلادك اتى ومعارضيك يرفعون لك القبعه لصمودك لحب الشعب لك

@মার্কোতামিমি: আপনার জন্মদিনে, আপনার শত্রুরা যেন সিরিয়ার সাহসী সৈনিকদের হাতে ধ্বংস প্রাপ্ত হয়। আপনার জন্মদিনে, আপনার প্রতিরোধে এবং আপনার প্রতি জনতার ভালোবাসা দেখে বিরোধীরা আপনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে।

ফেসবুকে বাশার-পন্থীদের তৈরি এক পাতায়, আমরা একটা ব্যানার দেখতে পাব, যা বিশেষ এই দিবসকে উৎসর্গ করে বানানো হয়েছে:

A pro-Assad page on Facebook marks his birthday with a banner

বাশার আল-আসাদের জন্মদিন উপলক্ষে বাশার –পন্থী এক ফেসবুক পাতা, ব্যানার দিয়ে সাজানো হয়েছে।

এর শিরোনামে লেখা রয়েছে :

তারা বলছে, আজ দামেস্ক উৎসবে আর ফুলে ছেয়ে গেছে, আমি তাদের বলেছি, আজ সাধারণ কোন উৎসব নয়, আজ আমাদের প্রাণপ্রিয়, সিংহ হৃদয় (দামেস্কের আসাদ) পুরুষের জন্মদিন।

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ ২০১১/১২ সম্বন্ধে করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .