চীনের বিতর্কিত তিব্বত থিম পার্ক প্রকল্প

পর্যটকদের আকৃষ্ট করতে গত মাসে চীনা সরকার তিব্বতে ৩ হাজার কোটি রেনমিনবির (৩লক্ষ ৮৫হাজার ১৬৫ কোটি টাকা) একটি থিম পার্ক প্রকল্প শুরুর ঘোষণা দিয়েছে। প্রথমে পার্কটিতে একজন তিব্বতী রাজা কর্তৃক তাঙ-রাজবংশের সম্রাটের ভাইঝিকে বিয়ে করার কাহিনী নিয়ে রাজকুমারী ওয়েনচেঙ নামের একটি সিনেমার চিত্রধারণ করা হবে।

এটি লাসা শহরের প্রান্তে ৮০০ হেক্টর (১৯৭৬.৮৪ একর) জমির উপর প্রতিষ্ঠিত। তিব্বতী ভিন্নমতাবলম্বীরা প্রকল্পটিকে সত্যিকারের তিব্বতী সংস্কৃতির ভাগাভাগি এবং সংরক্ষণের পরিবর্তে বরং “তিব্বতের ডিজনীকরণ” হিসেবে বর্ণনা করেছে।

রাজনৈতিক ও মতাদর্শগত বিতর্ক বাদ দিলেও এমনকি হান চীনা বৃত্তের মধ্যেও উন্নয়ন প্রকল্পটি অত্যন্ত বিতর্কিত। সিনা ওয়েইবো ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০ মনোনীত থিম পার্ক নির্মাণ এলাকার কিছু ছবি পোস্ট করেছেন [চীনা ভাষায়] এবং স্বীকার করেছেন এই উন্নয়নটির জন্যে এমন একটি পরিবেশের ক্ষতিতে তিনি বিরাট দু:খ পেয়েছেন:

Cijiaolin Village. Photos taken by Sina User @1690737580

সিজিয়াওলিন গ্রাম। ছবি তুলেছেন সিনা ব্যবহারকারী @১৬৯০৭৩৭৫৮০

次角林沟,距拉萨城区只有2公里,相传曾是文成公主进藏后随行人员的聚居地,是藏民过林卡的绝佳去处。有山有水,有大片平整的草地,可以远眺布达拉宫。三年内这里就要建什么文化旅游创意园,要建文成公主主题公园,还要盖四星级酒店~~发展旅游肯定有这样那样的好处,但其实我倒希望保持这样,该有多好。

সিজিয়াওলিন গ্রাম লাসা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরে। কিংবদন্তী মতে এখানেই রাজকুমারী ওয়েনচেঙ এবং তার ভৃত্য বসতি স্থাপন করেছিলেন। এটি তিব্বতীদের সময় কাটানোর জন্যে একটি বিস্ময়কর স্থান। এটি একটি বিশাল এক টুকরা তৃণভূমি আর পর্বত ও নদী পরিবেষ্টিত। আপনি সেখান থেকে পোটালা প্রাসাদ [দালাই লামার সাবেক প্রধান বাসভবন] দেখতে পাবেন। তিন বছরের মধ্যে একটি চার তারকা হোটেলসহ একটি তথাকথিত সাংস্কৃতিক পার্ক – প্রিন্সেস ওয়েনচেঙ থিম পার্ক – এই দৃশ্যগুলোকে প্রতিস্থাপিত করবে। অবশ্যই পর্যটনের উন্নয়নের  কিছু সুবিধা আছে। তবে আমি সত্যিই সত্যি আশা করি সবকিছু আগের মতোই থাকুক।

নেটইজ মাইক্রো ব্লগে বিষয়টি নিয়ে নেটাগরিকদের মতামত সংগ্রহের জন্যে একটি ফোরাম [চীনা ভাষায়] স্থাপন করা হয়েছে। এর সমর্থনে (বলেছেন):

况勇 :我支持下拉萨,必定是一个不错的投资项目,政府只是推动者不可能拿很多钱出来,这是招商引资啊,多好!不但对本地旅游很有帮助还可以围绕这工程建设很多相关配套的基础建设如:马路啊大桥啊,对人民也是不错的。还能为拉萨造势使其成为国际旅游圣地。

@০১৪৭৭৩৯২৪১: আমি লাসার জন্যে আমার সমর্থন প্রকাশ করতে চাই। এটি অবশ্যই একটি ভালো প্রকল্প।  সুবিধা প্রদানকারী হিসেবে সরকার সমস্ত টাকা বিনিয়োগ করতে পারে না। এটা বিনিয়োগের একটি আহবান। এটি শুধু স্থানীয় পর্যটন উন্নয়নে সাহায্য করবে না বরং এতে অনেক সড়ক ও সেতুর মতো নির্মাণ প্রকল্পও রয়েছে। এটা জনগণের জন্যে ভাল। লাসা একটি আন্তর্জাতিক পর্যটন স্থানে উন্নীত হবে।

bayniwffg :提倡文化传承是好事,但是就不敢保证这些款项是否能落到实处,杜绝铺张浪费,因为我国还有很多孩子吃不饱,睡不暖,上不了学的。

@বেনিডাব্লিউএফএফজি: ঐতিহ্যকে কিছু প্রদান করা ভাল। শুধু নিশ্চিত নই তহবিল সত্যিকারভাবেই ভাল জায়গায় যাবে নাকি আপচয় হবে। এখনো আমাদের অনেক ক্ষুধার্ত শিশু আছে যাদের শিক্ষা নেওয়ার সামর্থ নেই।

নিচে প্রকল্পটির বিরোধী নেটাগরিকদের কিছু মতামত দেওয়া হলো:

Potala Palace in Lhasa has always been a touristic attraction in Tibet. Photo by Flickr user Jamie Barras (CC: NC-SA)

লাসার পোটালা প্রাসাদ সবসময়েই তিব্বতের পর্যটন আকর্ষণ। ফ্লিকার ব্যবহারকারী জেমি বারাসের ছবি (সিসি: এনসি-এসএ)

行色匆匆 :不应该建主题公园。拉萨本身就具有良好的原生态自然资源、民族风情和人文气息,不需要再搞神马主题公园这种人为景观、风情来招客,如果搞了非但招不了游客,还将拉萨、西藏原本在人们心目中的良好印象给破坏掉,游客反而会减少,而且还造成投资浪费。

@এক্সএসসিসিএলডি১৮৭: আমাদের থিম পার্ক নির্মাণ করা উচিৎ নয়। লাসা প্রাকৃতিক সম্পদ, জাতিগত চরিত্র এবং সংস্কৃতি সমৃদ্ধ। পর্যটকদের আকর্ষণের জন্যে কোন থিম পার্ক ব্যবহার এবং কৃত্রিম নির্মাণের দরকার নেই। প্রকল্পটি ব্যর্থ হলে এটি লাসা সম্পর্কে জনগণের ইতিবাচক চিত্র বিনষ্ট করবে এবং পর্যটকদের সংখ্যা কমে যাবে। অবশেষে এটা অপচয়ে পর্যবসিত হবে।

乌云遮不住太阳 :做正事一分钱都没有,到处哭穷,乱七八糟的事,哪都不差钱

@৪১০৭৫৩২৩৭: আমাদের যখন সঠিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে টাকার দরকার তখন আপনি নিজেকে খুব গরিব বলে কান্নাকাটি করেন। (অথচ এরকম) একটি অগোছালো প্রকল্পের জন্যে আপনার রয়েছ যত সব টাকা।

老鼠皇帝首席村妇 :去西藏是为了离天堂和灵魂更近一点,是希望感受那里的纯净的山水和执着的信仰,我们要看的是真实的活着的西藏,而不是这些打着文化的牌的恶俗的无风格不气质的人造景观。300亿?还是省下来为改善民生做点实在的事儿吧。

@ক্ষুদ্রইঁদুর: আমাদের তিব্বত ভ্রমণের কারণ স্বর্গ এবং আধ্যাত্মিক দুনিয়া কাছাকাছি যাওয়া, পর্বত ও নদী পরিবেষ্টিত বিশ্বাসের শুদ্ধতার অভিজ্ঞতা নেয়া। আমরা বাস্তবের জীবন্ত তিব্বত দেখতে চাই, শিল্প-সংস্কৃতির শ্রুতিমধূরতার আাড়ালে কৃত্রিম এবং কুরুচিপূর্ণ নির্মাণ দেখতে চাই না। ৩০হাজার কোটি রেনমিনবি? এটি জনগণ এবং তাদের জীবিকা উন্নত করার জন্যে ব্যয় করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .