১লা জুন ২০১২ থেকে এই পর্যন্ত ইকুয়েডর কর্তৃপক্ষ সারাদেশে ২,৫৬৮ টি বন দাবানলের রিপোর্ট [স্প্যানিশ] করেছে।
ইকুয়েডরে কর্তৃপক্ষ ও নাগরিকেরা সতর্ক সংকেত দেওয়ার সাথে সাথে টুইটারে #ইনসেনডিওফরেস্টালেস (বন দাবানল) হ্যাশট্যাগটি একটি ঝোঁকের বিষয়ে পরিনত হয় এবং দেশের জরুরী অবস্থায় জনগণের মতামত জানতে এবং তা সবার সাথে শেয়ার করার অনুমতি দেওয়া হয়।
কুইতো এর মেয়র, অগাসতো বারেরা গামা টিভিতে যে সাক্ষাৎকার দিয়েছিলেন তা হুবহু ছেপেছিল এল কমেরকি [স্প্যানিশ] সংবাদপত্রটিঃ
[…] el 99% de los incendios son provocados por las personas, no solo en Quito, sino en todo el callejón interandino, lo que se suma a otros tres componentes propios en estos meses que son: la temporada seca que según Barrera es una de las más graves de la historia, el nivel alto de radiación solar, y los fuertes vientos.
রিকার্ডো রসেরো বি.(@রিকরোসেরোব) [স্প্যানিশ] এর ছবিটি টুইটার ব্যবহারকারীরা বেশ পছন্দ করেছে যেখানে কুইতো শহরের বন দাবানলের ভয়াবহতা দেখানো হয়েছেঃ
মার্থা মেদ্রান্দা এ. (@মার্থা_এলেনা_এম ) [স্প্যানিশ] আক্ষেপ করে বলেছেনঃ
@martha_elena_m: Que tristeza que el verdor de las colinas que circundan Quito se tornen grises!!.. Emergencia!!..
#incendiosforestales
অতঃপর রামিরো বেনাভিদেস (@রামিরবল২০১২) [স্প্যানিশ] এ বিষয়ে তার মতামত দিয়ে টুইটারে লিখেছেনঃ
@ramirobl2012: No todos los #incendiosforestales son provocados. Hay hojarasca y basura que se enciende espontáneamente. Falta limpieza en los bosques.
ড্যাভিড ওসো পেরেজ (@মাকনহোসো) [স্প্যানিশ] কুইতো শহরের উত্তরে অবস্থিত কারসিলিন এলাকার একটি ছবি দিয়েছেন। যেখানে ধোঁয়ায় পিছনের পাহাড়গুলো আচ্ছন্ন হয়ে গেছেঃ
কুইতো শহরের অগ্নি নির্বাপণ বিভাগ (@বোমবারসকুইতো)[স্প্যানিশ] বিভিন্ন বন দাবানলের আগুন নিয়ন্ত্রণ করতে যেসব কাজ করছে তার শেষ সংবাদটুকু তারা জনগণকে জানাচ্ছে তাদের টুইটার একাউন্টের মাধ্যমে। প্রাথমিকভাবে তারা প্যানেসিলো, এ্যাংগামারকা, বাল্কনেস দেল নরতে, সান বারতোলো, টার্মিনাল কুইতামবে, প্লায়া সিকা, জাম্বিয়া ওয়াই পোমাসকুই এলাকাগুলোতে কাজ করছে।
@বোমবারসকুইতো [স্প্যানিশ] জনগণের মনোযোগ আকর্ষণ করছে এবং যারা বন দাবানলের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করার যোগ্য তাদের সম্বন্ধে নাগরিকদের রিপোর্টও করতে বলছেঃ
@BomberosQuito: Denuncie e identifique a quienes provocan #incendiosforestales al siguiente número telefónico 2505560
১১ সেপ্টেম্বর সন্ধ্যায় এ্যাকুয়াভিসা [স্প্যানিশ] রিপোর্ট করেছেনঃ
Guayaquil será la primera ciudad del país con una división de bomberos especializada en incendios forestales. Por esta razón el Benemérito Cuerpo de Bomberos conformó este año una unidad especializada en este tipo de incendios. El equipo empezará sus operaciones en uno de los 43 carteles con los que cuenta la ciudad.
পরিবেশ মন্ত্রনালয় (এমএই), ঝুঁকি ব্যবস্থাপনা সচিব, অগ্নি নির্বাপক কর্মী এবং বিভিন্ন সংস্থা এই পরিস্থিতি মোকাবেলা করতে কাজ করে যাচ্ছে যেন তা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়; এমএই [স্প্যানিশ] এর ওয়েবসাইটে দেওয়া ঘোষণাতে বলা হয়েছে যে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এছাড়াও দাবানলের মাধ্যমে পরিবেশের ক্ষতি রোধে পরিবেশ মন্ত্রণালয় “বন রক্ষা কর” শিরোনামে একটি জাতীয় ক্যাম্পেইন শুরু করেছেঃ
দেশের বিভিন্ন অংশ থেকে কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে এবং সতর্ক [স্প্যানিশ] করছে যে বীমা করা সম্পত্তিতেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগায় তাহলে তা সম্পর্কেও সর্বসাধারণ এই নম্বরে ‘১ ৮০০ দেলিতো’ রিপোর্ট করতে পারবে। সামাজিক যোগাযোগ মাধ্যম #কুইদেমসলোসবোসকুয়েস (বন রক্ষা কর) হ্যাশট্যাগের সাহায্যে কর্তৃপক্ষ জনসচেতনতা বাড়ানোর অনুরোধ জানিয়েছে।