সৌদি আরবঃ যাবজ্জীবন কারাদন্ড বৈধ করতে যাচ্ছে কমিটি

সৌদি পরামর্শদায়ক সভায় মৃত্যুদণ্ডের প্রয়োজনীয়তা শিথিলকরণ এবং আদালতকে যাবজ্জীবন কারাদণ্ডের অনুমতি দেওয়ার অধিকার দিয়ে যে পরামর্শ দেওয়া হয়েছিল সে বিষয়ে ইসলামী এবং বিচার বিষয়ক কমিটি সমর্থন দিয়েছে।

বর্তমান আইন অনুযায়ী জাতীয় বিচার পরিষদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের  সর্বসম্মত নির্দেশে মৃত্যুদণ্ডের আদেশ হয়। কিন্তু প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে যে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে মৃত্যুদণ্ডের আদেশ পাস হবে।

আল রিয়াদ সংবাদপত্র রিপোর্ট করেছেঃ

وأكدت اللجنة القضائية أن مصلحة الأمة مقدمة على مصلحة الفرد، وقتل التعزير وعقوبته خاصة بالإمام وله مايراه محققاً للمصلحة.
কমিটি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছে যে,ব্যক্তিগত স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে আগে স্থান দিতে হবে এবং একজন শাসকের যখন মনে হবে যে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া উচিৎ তখন তা দেওয়ার অধিকার তার আছে।

এই সংশোধনীতে সমর্থন দেওয়ার কারণ হিসেবে কমিটি বলছেঃ

ما يترتب على بقاء هذه الفقرة من تعطيل الحكم بالقتل تعزيراً وخاصة في قضايا تهريب وترويج المخدرات وقضايا أمن الدولة.
এটি বিশেষত মাদকদ্রব্যের ব্যবসা ও রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে [ঐকমত্য প্রয়োজন] মৃত্যুদণ্ডের আদেশকে প্রতিরোধ করে।

উপরন্তু, কমিটিটি একটি সংশোধনীতে  সমর্থন করেছে যেখানে আদালত অভিযুক্ত নয় এমন বন্দীর আটকের সময় অসীমভাবে বাড়ানোর অধিকার রাখে।

সৌদি সংস্কারক ও প্রাক্তন রাজনৈতিক কয়েদী মোবারোক আল-জুয়াইর মন্তব্য করেছেনঃ

‎‫#لا_لتعديل_المادة_114‬‏ لأن التعديل يعني: استمتع بالقيود بلا حدود ..
@আলজুয়াইরঃ [অনুচ্ছেদ ১১৪ সংশোধণ করবেন না] কারণ সংশোধণী মানে হচ্ছে, চিরদিনের জন্য হাতকড়া পরা…

সৌদি বেসামরিক ও রাজনৈতিক অধিকার সমিতির সদস্য আব্দুল্লাহ আল-সাঈদ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কর্তৃক ১১ জুলাই ২০১১ তে ফাঁস করা কুখ্যাত খসড়া আইনটির উল্লেখ করে বলেছেন যে, এটি ছিল সন্ত্রাস দমন আইন পাসের একটি প্রচেষ্টা।

بعد فشل اصدار ( قانون الارهاب ) تحاول الداخلية تعديل المادة التي تمنع الاعتقال دون محاكمة / لتصبح اعتقالاتها نظامية #لا_لتعديل_المادة_114
@আব্দুল্লাহ১৪০৬: সন্ত্রাস দমন আইনটি পাসের চেষ্টা বিফল হওয়ার পর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানের শাস্তি গুলোকে বৈধ করতে এই অনুচ্ছেদটি সংশোধন করার চেষ্টা করছে।

সৌদি টুইটার ব্যবহারকারী, জিহাদ মন্তব্য করেছেনঃ

مجلس الشورى رسميًا يتواطأ ضد الشعب، تذكروا موقفهم جيدًا يوم الحساب قريب .. قريب جدًا
@চেজিহাদঃ রীতি অনুসারে পরামর্শদায়ক সভাটি জনগণের বিপক্ষে। তাদের অবস্থান ভালো করে মনে করুন, কারণ অবিলম্বে তারা কৈফিয়ত দিতে বাধ্য হবে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .