বলিভিয়াঃ খনি শ্রমিকদের দ্বন্দ্বে লা পাজ অবরুদ্ধ

বেসরকারি সমবায়ের শত শত খনি শ্রমিক বলিভিয়ার রাজধানী লাপাজের প্রধান প্রবেশ সড়ক অবরোধ করে রেখেছে, যা কিনা দেশটির সরকারে আবাসস্থল।

এই অবরোধ লা পাজের কেন্দ্রীয় সমবায় খনি শ্রমিক সংস্থার বেসরকারি সমবায়-এর খনি শ্রমিক (স্প্যানিশ ভাষায় ফেডেকোমিন) বনাম বলিভিয়ার সরকারী খনি শ্রমিক সংস্থার (স্প্যানিশ ভাষায় কোমিবল) নিয়োগ প্রাপ্ত খনি শ্রমিকদের মধ্যে দ্বন্দ্বের কারণে এই অবরোধের ঘটনার সূত্রপাত। প্রতিদ্বন্দ্বী দুটি খনি শ্রমিক দল কোলকুইরির জিংক এবং টিন-এর যে খনি, তার নিয়ন্ত্রণ নিতে চাইছে, গ্লেনকোর ইন্টারন্যাশনালের এই খনিটি বলিভিয়ার সরকার ২০১২ সালে জাতীয়করণ করে নেয়

রাষ্ট্রপতি ইভো মোরালেস স্বাক্ষরিত সুপ্রিম ডিক্রি ১৩৩৭ নামক আইন জারি থেকে এই ঘটনার সূত্রপাত, যা কিনা দেশটির উত্তরে অবস্থিত কোলকুইরি খনি, আরো বিশেষ করে বললে রোজারিও এলাকার খনিসমূহের পরিচালনার উপর নিয়ন্ত্রণ গ্রহণকে নিশ্চিত করে।

খনি এলাকার কার্যক্রম পরিচালনা করার সীমা নিয়ে এই সংঘর্ষের শুরু। কোলকুইরির শ্রমিক ইউনিয়নের খনি শ্রমিক, যাদের দক্ষিণের খনির কার্য পরিচালনা করার কথা, তারা সমবায় খনি শ্রমিকদের খনির কাজ পরিচালনা করতে দিতে অস্বীকার করেছে। আর এখন ইউনিয়নের খনি শ্রমিকরা কলকুইরির খনিতে যাবার যে রাস্তা তা বন্ধ করে দিয়েছে, যা রাজধানী লাপাজ থেকে ৯২ মাইল (১৪৯ কিলোমিটার) দূরে অবস্থিত।

সরকার প্রতিদ্বন্দ্বী দলগুলোর মাঝে আলোচনার উদ্যোগ গ্রহণ করেছিল এবং এই বিষয়ে তারা একমত হয়েছিল যে বুধবার ১২ সেপ্টেম্বর তারিখ সন্ধ্যায় অবরোধ উঠিয়ে নেওয়া হবে। তবে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়নি এবং খনি শ্রমিকরা আরো হুমকি দিয়ে যাচ্ছে [ স্প্যানিশ ভাষায়]।

বেসরকারি সমবায় খনি শ্রমিকরা রাষ্ট্রপতি ইভো মোরালেস বাম সরকারের জোটের ঘনিষ্ঠ। এই দলটি ঘোষণা প্রদান করেছে যে একই সাথে বলিভিয়ান ওয়ার্কারস সেন্টার (স্প্যানিশ ভাষায় কব)- সদস্য হওয়া ইউনিয়ন খনি শ্রমিকরা “ মিমাংসার অযোগ্য শত্রু”।

ভিডিওআর্জেন্ট (জরুরী ভিডিও) নামক ব্লগে [স্প্যানিশ ভাষায়] পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে লা পাজে ইউনিয়ন শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করছে:

আমেরিকা কোয়াটারলি নামক ব্লগের সংবাদ অনুসারে জানা গেছে:

রাষ্ট্রপতি মোরালেস সংঘর্ষে লিপ্ত শ্রমিক দলকে একে অন্যের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। উভয় খাতের শ্রমিকদের…সাংবিধানিক অধিকার রয়েছে এবং তাদের একে অন্যের বিষয় উপলব্ধি ভিন্ন ও পরস্পরের ক্ষেত্রে একে অন্যের খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে বাঁধা রয়েছে। এই সমস্ত বিষয় বলিভিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে, এডুয়ার্ডো বোউলেস তার ব্লগে বিবৃতি প্রদান করেছেন যে [স্প্যানিশ ভাষায়] উভয় খনি শ্রমিক দল খনি শিল্পকে ক্ষতিগ্রস্থ এবং রাষ্ট্রীয় স্বার্থকে আক্রান্ত করছে:

En este momento, ambos grupos de mineros están haciendo lo que todos los sectores sociales han hecho en la última década: desafiar la autoridad, imponer el principio del caos, violentar las leyes y seguir minando las posibilidades de construir un Estado en Bolivia. La única diferencia es que en esta ocasión ha sido el propio Estado Plurinacional el impulsor de su propia desaparición.

এই বাস্তবতায়, উভয় দল সেই কাজটি করেছে, যা সামাজিক আন্দোলনগুলো বিগত দশকে করে এসেছেঃ কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করা, বিশৃঙ্খলার নীতি প্রয়োগ করা, আইন না মানা এবং বলিভীয় নামক রাষ্ট্র নির্মাণের সম্ভাবনাকে ক্রমাগত জটিল করে ফেলা। আগের ঘটনাগুলোর সঙ্গে এবারের ঘটনার একমাত্র পার্থক্য হচ্ছে এই যে, এবার বহু জাতীয়তাবাদী একটি রাষ্ট্র নিজের দুর্দশা স্বয়ং নিজে ডেকে এনেছে।
নোটঃ বলিভিয়ার খনি সম্বন্ধে জানতে চাইলে আরো পাঠ করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .