- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

লিবিয়াঃ দুঃখিত ক্রিস, বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না

বিষয়বস্তু: মধ্যপ্রাচ্য ও উ. আ., লিবিয়া, আন্তর্জাতিক সম্পর্ক, তাজা খবর, নাগরিক মাধ্যম, প্রতিবাদ, যুদ্ধ এবং সংঘর্ষ, রাজনীতি

এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ [1] সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ। 

লিবিয়দের একটি ছোট সমাবেশ আজ [১২ই সেপ্টেম্বর,২০১২] আল শাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এর উপর হামলার [2] প্রতিবাদে জমায়েত হয়েছিল।

কনস্যুলেট ভবন ঘিরে ফেলার পর নিরাপদ স্থানে পালিয়ে যাবার সময় জঙ্গিদের রকেট নিক্ষেপের [3] ফলে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সহ চার জন আমেরিকান নিহত হন।

খবরে বলা হয়েছে আমেরিকান-ইজরায়েলি একজন চলচ্চিত্র নির্মাতার ছবিতে নবী মোহাম্মদকে উপহাস করার প্রতিবাদে বিদ্রোহীরা কনস্যুলেট ভবন ঘিরে ফেলে। কায়রোতেও একই ধরনের প্রতিবাদের ঘটনা ঘটে, যেখানে বিদ্রোহীরা [4] মার্কিন দূতাবাস দেয়ালে আঁশ ছাড়ায়, মার্কিন পতাকা পদদলিত করে এবং সেখানে ইসলামিক ব্যানার টাঙ্গিয়ে দেয়।

মি স্টিভেন্স এবং অন্য তিন জন মার্কিন কনস্যুলেট স্টাফকে হত্যা করায়  ঐ অঞ্চলের নেট নাগরিকরা নিন্দা জানিয়েছে।

বেনগাজি থেকে আহমেদ সানালা প্রতিবাদকারী দ্বারা কিছু প্রতিবাদের লক্ষণ টুইটারে শেয়ার করেছেনঃ

তিনি টুইট করেছেনঃ

@এসানালঃ [5] #বেনগাজির আলশাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এবং ৪ জন কর্মরত সেনাবাহিনী ও পুলিশ  এর উপর হামলার প্রতিবাদে ছোট সমাবেশ হয়েছে # লিবিয়া

তাদের কথা ছিল এরকমঃ

هذه ثوره شباب لا قاعدة لا إرهاب. هتفات المتظاهرين في ميدان الشجرة
@এসানালঃ [6] এটা হচ্ছে যুবদের বিপ্লব-আল কায়েদা অথবা সন্ত্রাসবাদের নয়। আল শাজারা স্কয়ারে এটাই ছিল অন্যতম উক্তি।

এখানে সানালার পোস্টকৃত প্রতিবাদকারিদের কিছু নির্বাচিত ছবি রয়েছে।

@এসানালঃ [7] ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন। আজ #বেনগাজি থেকে তোলা প্রতিবাদের ছবি #মার্কিনদূতাবাসআক্রমন #লিবিয়া

ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন। [8]

ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন। #বেনগাজি থেকে তোলা প্রতিবাদের আরেকটি ছবি। ছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।

@এসানালঃ [9] দুঃখিত ক্রিস, #বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না। বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।

একজন বেনগাজি প্রতিবাদকারি একটি ব্যানার বহন করছে যেটি বলছেঃ  দুঃখিত ক্রিস [10]

একজন বেনগাজি প্রতিবাদকারি একটি ব্যানার বহন করছে যেটি বলছেঃ  দুঃখিত ক্রিস, বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না। ছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।

@এসানালঃ [11] খুনীদের সহযোগী গুণ্ডারা না #বেনগাজি না #ইসলামের প্রতিনিধিত্ব করে। #বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।

Thugs and killers don't represent islam [12]

খুনীদের সহযোগী গুণ্ডারা ইসলামের প্রতিনিধিত্ব করে না। বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবিটি টুইটারে শেয়ার করেছেন আহমেদ সানালা ।

এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ [1] সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।