এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।
লিবিয়দের একটি ছোট সমাবেশ আজ [১২ই সেপ্টেম্বর,২০১২] আল শাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এর উপর হামলার প্রতিবাদে জমায়েত হয়েছিল।
কনস্যুলেট ভবন ঘিরে ফেলার পর নিরাপদ স্থানে পালিয়ে যাবার সময় জঙ্গিদের রকেট নিক্ষেপের ফলে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্স সহ চার জন আমেরিকান নিহত হন।
খবরে বলা হয়েছে আমেরিকান-ইজরায়েলি একজন চলচ্চিত্র নির্মাতার ছবিতে নবী মোহাম্মদকে উপহাস করার প্রতিবাদে বিদ্রোহীরা কনস্যুলেট ভবন ঘিরে ফেলে। কায়রোতেও একই ধরনের প্রতিবাদের ঘটনা ঘটে, যেখানে বিদ্রোহীরা মার্কিন দূতাবাস দেয়ালে আঁশ ছাড়ায়, মার্কিন পতাকা পদদলিত করে এবং সেখানে ইসলামিক ব্যানার টাঙ্গিয়ে দেয়।
মি স্টিভেন্স এবং অন্য তিন জন মার্কিন কনস্যুলেট স্টাফকে হত্যা করায় ঐ অঞ্চলের নেট নাগরিকরা নিন্দা জানিয়েছে।
বেনগাজি থেকে আহমেদ সানালা প্রতিবাদকারী দ্বারা কিছু প্রতিবাদের লক্ষণ টুইটারে শেয়ার করেছেনঃ
তিনি টুইট করেছেনঃ
@এসানালঃ #বেনগাজির আলশাজারা স্কয়ারে মার্কিন কনস্যুলেটের এবং ৪ জন কর্মরত সেনাবাহিনী ও পুলিশ এর উপর হামলার প্রতিবাদে ছোট সমাবেশ হয়েছে # লিবিয়া
তাদের কথা ছিল এরকমঃ
এখানে সানালার পোস্টকৃত প্রতিবাদকারিদের কিছু নির্বাচিত ছবি রয়েছে।
@এসানালঃ ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন। আজ #বেনগাজি থেকে তোলা প্রতিবাদের ছবি #মার্কিনদূতাবাসআক্রমন #লিবিয়া

ক্রিস স্টিভেন্স সকল লিবিয়ানদের বন্ধু ছিলেন। #বেনগাজি থেকে তোলা প্রতিবাদের আরেকটি ছবি। ছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।
@এসানালঃ দুঃখিত ক্রিস, #বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না। বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।

একজন বেনগাজি প্রতিবাদকারি একটি ব্যানার বহন করছে যেটি বলছেঃ দুঃখিত ক্রিস, বেনগাজি আপনাকে রক্ষা করতে পারল না। ছবিটি আহমেদ সানালা টুইটারে শেয়ার করেছেন।
@এসানালঃ খুনীদের সহযোগী গুণ্ডারা না #বেনগাজি না #ইসলামের প্রতিনিধিত্ব করে। #বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবি।

খুনীদের সহযোগী গুণ্ডারা ইসলামের প্রতিনিধিত্ব করে না। বেনগাজি থেকে তোলা আজকের প্রতিবাদের ছবিটি টুইটারে শেয়ার করেছেন আহমেদ সানালা ।
এই পোস্টটি আমাদের লিবিয়া বিপ্লব ২০১১ সংক্রান্ত বিশেষ কভারেজের অংশ।