- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

বাংলাদেশঃ বিক্রমপুর- মাটির নীচে চাপা পড়ে যাওয়া এক শহর

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ইতিহাস, নাগরিক মাধ্যম, শিল্প ও সংস্কৃতি

বাংলাদেশ আনলকড [1], দেশটির আরেকটি প্রাচীন রহস্যের উন্মোচন করেছে- মাটির নীচে চাপা পড়ে থাকা ৬ ষষ্ঠ এবং ৭ তম শতকের বিক্রমপুর শহরের ধ্বংসাবশেষ (যা আধুনিক মুন্সীগঞ্জ শহর)।

[1]

বিক্রমপুরের শিব মন্দির। ছবি বাংলাদেশ আনলকড এর সৌজন্যে।