- Global Voices বাংলা ভার্সন - https://bn.globalvoices.org -

নেপালঃ রাজনৈতিক কারনে জলবিদ্যুৎ খাত ধবংসের উপক্রম

বিষয়বস্তু: দক্ষিণ এশিয়া, নেপাল, দুর্যোগ, নাগরিক মাধ্যম, পরিবেশ, ব্যবসা ও অর্থনীতি

নেপালে এখন বিদ্যুতের (ইলেকট্রিসিটি) প্রচণ্ড ঘাটতি দেখা দিয়েছে এবং এই বাস্তবতা সত্বেও সাম্প্রতিক সময়ে এই বাড়তি চাহিদা পূরণের জন্য কোন নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়নি। দেশটিতে জল বিদ্যুৎ উৎপাদনের দারুণ এক সম্ভাবনা রয়েছে, কিন্তু তার জন্য এই খাতে বিদেশী বিনিয়োগ প্রয়োজন এবং সরকারের সমর্থন প্রয়োজন। সম্প্রতি নেপালে জলবিদ্যুৎ নিয়ে যে রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসি ফর নেপাল [1] ব্লগ তার এক সার-সংক্ষেপ তৈরি করেছে।