কিরগিজস্তান: সংঘাতের দুই বছর পর

সংঘর্ষটি অনেকটা শারীরিক চিহ্নের মতো দাগ রেখে গিয়েছে শহরটির উপর। ব্যক্তিজীবনে এবং শহরের উপর রেখে যাওয়া ক্ষতচিহ্নটি একটি কমিউনিটি হিসেবে অনেক জায়গাতেই সেরে উঠছে – এবং যেখানে সারেনি সেখানে মনে হচ্ছে এটি অন্যান্য দাগের বা চ্যালেঞ্জের পটভূমিতে মিশে যাচ্ছে।

নোয়াহ টাকার রেগিস্তান.নেট-এ দক্ষিণ কিরগিজস্তানের ওশ শহরের কিরগিজ এবং উজবেক সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের দুই বছর পর সেখানকার পরিস্থিতি সম্পর্কে লিখেছেন (১ম খণ্ড২য় খণ্ড)।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .