প্যারা অলিম্পিক ২০১২: একটি সফল সুচনা, স্মরনীয় গল্প

এই পোস্টটি  লন্ডন অলিম্পিক ২০১২ এর বিশেষ কভারেজের  অংশ 

[সমস্ত সংযোগগুলি ফরাসি নিবন্ধনের অংশ যদি না অন্যকিছু নির্দিষ্ট থাকে]

২৯ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর,২০১২ পর্যন্ত চলমান এবারের লন্ডনে প্যারাঅলিম্পিকের চতুর্দশ আসরে ১৬৬ টি দেশ থেকে আসা ৪২০০ জন ক্রীড়াবিদ বিশটি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এখানে প্যারাঅলিম্পিকস্পোর্টসটিভি [ইংরেজি] র মাধ্যমে প্যারাঅলিম্পিক আসরের একটি ভিডিওচিত্র দেখানো হয়েছেঃ

লন্ডন অলিম্পিক ২০১২ শেষ করে আয়োজকদের পুনরায় অবকাঠামোগুলো গোছানো ও প্রস্তুতির জন্য আরো ১৫ দিন সময় প্রয়োজন ছিল।

চার্লস এল মেলিয়ানি জেওএল প্রেসে লিখেছেন যে এই খেলাগুলোর জন্য রেকর্ড পরিমান টিকিট বিক্রি হয়েছে:

Londres a fait des efforts colossaux en matière de billetterie, mettant sans cesse en avant les Jeux paralympiques dans tous ses points de vente. Avec un résultat impressionnant : au total, ce sont déjà près de 2,3 millions de tickets qui ont trouvé preneur. Sur 2,5 millions mis en vente. En bref, ces Jeux pourraient bien se dérouler à guichets fermés : exceptionnel.

 টিকিট তৈরী ও প্রকাশের জন্য এবং একইসাথে সব টিকিট বিক্রয়কেন্দ্রে প্যারাঅলিম্পিকের প্রচারণা চালাতে লন্ডন প্রচন্ড শ্রম দিয়েছে। যার ফলাফল অত্যন্ত চমৎকার। শুরুতে যে পরিকল্পনা ছিল মোট ২.৫ মিলিয়ন টিকিট বিক্রি করার, তার মধ্যে সর্বমোট প্রায় ২.৩ মিলিয়ন টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে । যা এই খেলার জন্য এক সাদর সম্ভাষণ। সত্যি দারুণ।
The Burkina Faso delegation during the opening ceremony of the Paralympic Games

ছবিতে প্যারাঅলিম্পিক গেমসের উদ্বোধণী অনুষ্ঠানে বারকিনা ফাসো এর প্রতিনিধিদের দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানের স্ক্রিনশট ভিডিও সরবরাহ করেছে প্যারাঅলিম্পিক স্পোর্টস টিভি

প্রতিযোগী খেলোয়াড়দের সবাই জন্ম থেকে প্রতিবন্ধী নয়। জ্যাকুলিন ম্যালেট তাঁর ব্লগ “প্রভিন্স ডি লিকুয়েতর” এ “আমি মৃতের মতো ছিলামঃ প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য এক অবিশ্বাস্য লক্ষ্য” পোস্টটিতে কিছু অসাধারণ গল্প তাদের ছবি সহ ব্যাখ্যা করেছেন।

Certains de ces sportifs ont grandi avec leur handicap, tandis que d’autres ont dû apprendre à le surmonter à la suite d’une guerre ou d’un accident. Frappés par le destin, ils ont trouvé dans le sport un moyen de se reconstruire.

 কিছু খেলোয়াড় রয়েছেন যারা তাদের অক্ষমতা নিয়ে বেড়ে উঠেছেন,যখন অন্যদেরকে যুদ্ধের ক্ষত অথবা দূর্ঘটনার ফলাফলকে জয় করা শিখতে হয়েছে। ভাগ্যের দ্বারা আহত হয়ে তারা নিজেদেরকে আবার প্রতিষ্ঠিত করতে খেলাধুলাকে বেছে নিয়েছেন।

ম্যালেট আরও বেশ কিছু ক্রীড়াবিদদের সম্পর্কে লিখেছেনঃ লন্ডন বোমা হামলায় আহত মার্টিন রাইট; ফিজিতে জন্মগ্রহণকারী একজন সৈনিক ডেরেক ডেরেনালাগি, যিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন; উত্তর কোরিয়া থেকে আসা প্রথম অংশগ্রহণকারী রিম জু সং, যিনি কয়েক মাস আগেও সাঁতার কাটতে পারতেন না; আরও একজন হলেন হাসসিএম আচমাত,যিনি হাঙ্গরের আঘাতে আহত হয়েছিলেন।

আরও একটি ব্লগ পোস্ট যার শিরোনাম“একটি যুদ্ধ যা বহুমাত্রিক পথ তৈরী করেছে আফগান থেকে লন্ডন গেমসের দিকে…”, এতে একজন আফগান খেলোয়াড় মালেক মোহাম্মাদের গল্প লেখা আছে, যিনি ২০০৫ সালে কাবুলে তার বাড়ির কাছে মাটির নিচে থাকা পেতে রাখা একটি বিস্ফোরকের ওপর পা রাখায় দূর্ঘটনায় দুটি পা হারিয়েছেন ।

Afghan swimmer Malek Mohamed at home before the Paralympic Games.

প্যারাঅলিম্পিক গেমসের শুরুর আগে আফগান সাতারু মালেক মোহাম্মাদের তার বাড়িতে। মালেক মহাম্মাদের ভিডিও স্ক্রিনশট এএফপি ইউটিউবে প্রদান করেছে ।

ড্যামন ভ্যান ড্যার লিন্ডে সিয়েরালিওনের ফ্রিটাউন থেকে তার ব্লগ শিরোনাম “একদা যিনি যুদ্ধাহত,এখন তিনি প্যারাঅলিম্পিকের নায়ক” তে মোহাম্মাদ কামারা এর গল্প আমাদের বলেছেন যিনি মাত্র চার বছর বয়সে গৃহযুদ্ধের সময় বিদ্রোহীদের আক্রমনের শিকার হন। বন্দি অবস্থায় তারা তার একটি হাত কেটে নেয়া হয়।

ফ্রান্স হ্যান্ডিক্যাপ ইনফো ওয়েবসাইটে স্টেফানে লাগউটিয়েরে লিখেছেনঃ

L'autre grande star de ces jeux seront bien sur les déficients mentaux, avec un retour après 12 ans d'absence.

 অবশ্যই প্যারাওলিম্পিক গেমসের অন্যান্য বড় খেলার ইভেন্টগুলো আয়োজন করা হয়েছে মানসিকভাবে অক্ষম প্রতিযোগীদের জন্য, যারা ১২ বছর আগের শেষ আসরে অংশ নিয়েছিলেন তারাও আবার অংশ নিবেন।

ফ্রান্সের একটি আঞ্চলিক টেলিভিশন চ্যানেল এই গেমসের সবগুলো ইভেন্ট সম্প্রচার করবে

টুইটার ব্যাবহারকারী @দ্যাপজিটিভ১ পোস্ট করেছেন জ্যামাইকান দলের একটি ছবি

এই পোস্টটি  লন্ডন অলিম্পিক ২০১২ সংক্রান্ত বিশেষ কভারেজের  অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .