আরেকটি মার্কিন ড্রোন আক্রমণ রোববার (২রা সেপ্টেম্বর) ইয়েমেনের আল বায়ধাতে সাধারণ “সন্দেহভাজন” জঙ্গিদের লক্ষ্য করে আঘাত হেনেছে। এবারেও বরাবরের মতোই লক্ষ্যভ্রষ্ট হয়ে স্থানীয় বিভিন্ন রিপোর্ট অনুসারে তিনজন নারীসহ ১৩ বেসামরিক জনগণ নিহত হয়েছে।
মার্কিন ড্রোনগুলোকে চিহ্নিত করার একটি ব্যবহারিক প্রযুক্তি (অ্যাপ্লিকেশন) প্রস্তুতকারী (যদিও অ্যাপল সেটা অস্বীকার করেছে) – জশ বেগলি টুইট করেছেন:
@জশবেগলি: অ্যাপল আমার ড্রোন+ অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান করার ৬দিনের মধ্যে ৫দিনই ইয়েমেন ও পাকিস্তানে ড্রোন আক্রমণ করেছে।
ইয়েমেনে কর্মরত সাংবাদিক আইয়োনা ক্রেগ উল্লেখ করেছেন:
@আইয়োনাক্রেগ: একে কী বলা যেতে পারে: ‘মার্কিন ড্রোন আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনজন নারী নিহত': http://bit.ly/PBj8gN #ইয়েমেন
একজন ইয়েমেনী কর্মকর্তার জবাবে তিনি টুইট করেছেন:
@আইয়োনাক্রেগ: #ইয়েমেনে মার্কিন যুক্তরাস্ট্রের মার্কামারা আক্রমণ (এটি): “এসব লোকজন কারা ছিল এবং তারা কীভাবে আল কায়েদার সাথে সেটা আমরা এখনো তদন্ত করছি” http://bit.ly/R9QmTg
সাংঘর্ষিক প্রতিবেদনে বিভ্রান্ত নেটনাগরিকরা। প্রথমে এই আক্রমণটিকে একটি মার্কিন ড্রোন হামলা বলা হলেও তারপর কীভাবে যেন গল্পটি বদলে গিয়ে একটি ইয়েমেনী সামরিক বিমানে পরিবর্তিত হয়ে যায়।
গার্ডিয়ানের কলাম লেখক গ্লেন জিগ্রীণওয়াল্ড জিজ্ঞেস করেছেন:
@জিগ্রীণওয়াল্ড: রবিবার ইয়েমেনে বেসামরিক জনগণ হত্যাকারী আক্রমণটি করেছে একটি মার্কিন ড্রোন (http://is.gd/sVTw5d) নাকি ইয়েমেনী সামরিক বিমান (http://is.gd/wi8McU)?
পরে তিনি পরিষ্কার করেছেন:
@জিগ্রীণওয়াল্ড: @আইয়োনাক্রেগ সরকারী কর্মকর্তা এবং “অধিবাসীদের” উদ্ধৃত করে রয়টার্স এখন আবার দাবি করছে যে এটি একটি ইয়েমেনী বিমান http://is.gd/YJ60AI
আইয়োনা ক্রেগ জবাব দিয়েছেন:
@আইয়োনাক্রেগ: @জিগ্রীণওয়াল্ড এতে অবাক হওয়ার কিছু নেই যে রয়টার্স জঙ্গি হত্যার ক্ষেত্রে একে মার্কিন ড্রোন বলবে: http://bit.ly/OLsxlb (আর) বেসামরিক জনগণ হত্যার ক্ষেত্রে সেটা ইয়েমেনী বিমানে পরিবর্তন করে ফেলবে।
তবে মাইকাহ জেংকো যুক্তি দেখিয়েছেন:
@মাইকাহজেংকো: একটি মার্কিন ড্রোন হামলাতেই #ইয়েমেনে ১৩জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, (একথা) ৩জন ইয়েমেনী কর্মকর্তা @হাকিমআলমাসমারিকে বলেছে bit.ly/REJ4HJ
তবে সমস্ত ইয়েমেনী টুইটার ব্যবহারকারী এই ধরনের গল্পের সঙ্গে খুবই পরিচিত। ইব্রাহিম মোথানা প্রাক্তন প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর মার্কিনীদের আল কায়েদার উপর ক্ষেপণাস্ত্র হামলা করতে দিয়ে তাদের ইয়েমেনী আক্রমণ দাবি করার একটি গোপন চুক্তি ফাঁস করে দেয়া একটি উইকিলিকস তারবার্তা সম্পর্কে একটি নিবন্ধ টুইট করেছেন।
অবাক হচ্ছি কিভাবে একটি মার্কিন ড্রোন ইয়েমেনী যুদ্ধবিমানে পরিণত হয়?! http://www.guardian.co.uk/world/2010/dec/03/wikileaks-yemen-us-attack-al-qaida… #ইয়েমেন
৫৫জনকে হত্যা করা আল-মা’জালাতে একটি মিসাইল আক্রমণে মার্কিন সম্পৃক্ততা দাবি করার পরে ইয়েমেনী অনুসন্ধানী সাংবাদিক আব্দুল ইলাহ শায়িকে কারাদণ্ড দণ্ডিত করা হয়। ১লা ফেব্রুয়ারি, ২০১১ তারিখে রাস্ট্রপতির একটি ডিক্রির অধীন তার মুক্তি পাওয়ার কথা থাকলেও রাস্ট্রপতি ওবামার সালেহকে ফোন কল করার মাধ্যমে হোয়াইট হাউস থেকে সরাসরি চাপ সৃষ্টির ফলে তাকে অন্তরীণ রেখে দেয়া হয়।
ইয়েমেনে মার্কিন ড্রোন আক্রমণের প্রতি ইয়েমেনীরা তাদের ক্ষোভ এবং আপত্তি প্রকাশ করেছে।
@আলিয়াএশাক: সর্বশেষ ড্রোন হামলায় #ইয়েমেনের বাইদাতে ১১জন নাগরিক নিহত হয়েছে। ড্রোনকে না বলুন! বিশ্বকে জানতে হবে এরা (নিহতরা) মানুষ! #কোনড্রোননয়
@আল৩ইনি: কোন #ড্রোন নয় … কোন আইনি যুক্তি ছাড়াই তারা ইয়েমেনীদের হত্যা করছে #ইয়েমেন
@উলফাতাক: আমি একজন বেসামরিক লোক। আপনি একজন বেসামরিক লোক। ১জন বেসামরিক লোকের মৃত্যু ১ থেকে অনেক বেশি। #মার্কিনযুক্তরাস্ট্র #ড্রোন #ইয়েমেন
@আইমোথানাইয়েমেন: ইয়েমেনে ব্রেনানের “আইনি, নৈতিক, এবং জ্ঞানগর্ভ” ড্রোন আক্রমণে ৩জন নারী ও ৩জন শিশুসহ মাত্র ১৩জন বেসামরিক মানুষ নিহত হয়েছে http://edition.cnn.com/2012/09/03/world/meast/yemen-drone-strike/ #মার্কিনযুক্তরাস্ট্র
@সারাহ _সানা’আ: প্রিয় #আমেরিকান আপনারা কী জানেন কিভাবে #ওবামা আপনাদের রক্ষা করছে? বেশি করে ইয়েমেনীদের হত্যা করলে আপনারা কী মনে করেন তাদের বেড়ে উঠা সন্তানরা শান্তি চাইবে? #মার্কিনযুক্তরাষ্ট্র #ড্রোন
মে মাসে একটি #কোনড্রোননয় প্রচারাভিযান শুরু হয়েছিল এবং ইয়েমেনী টুইটার ব্যবহারকারীরা আরো একবার #কোনড্রোননয় হ্যাশট্যাগ ব্যবহার করে ইয়েমেনে মার্কিন আক্রমণের অবসান দাবি করে তাদের ক্ষোভ প্রকাশ করছে।